ফুলবাড়িয়া জমি নিয়ে বেআইনি ভাবে বাধাপ্রদান ওবেদখল প্রসঙ্গ
14, February, 2021, 11:49:57:PM
নিজস্ব প্রতিবেদক :- ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের ৩ নংওয়ার্ডে ভবানীপুর টানপাড়া গ্রামের মৃত ইকুবআলী ছেলেদের মধ্যে জমির বিরুধ চলমান। মৃত ইকুবআলী সবার ছোট ছেলে মোঃ মিজান আলী তার জমি নিয়ে বেদখলের পায়তারা করিতেছে, তার আপন ভাতিজারা এবং বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি প্রদান করে। মিজান আলী ( ৬৩) জমি ভোগ দখলে প্রায় - ৫৬বছর যাবৎ স্বত্ব দখল কারক হিসাবে বর্তমানে বি আর,এস রেকর্ড মুলেও সাব রেজিস্ট্র মূলে ২.৭৩ শতাংশ জমি অন্যাণ্য সকল জমিতে গাছ- গাছালি সহ বাড়িঘর স্হাপন করিয়া বসবাস করিয়া আসিতেছি।যাহার প্রমান পত্র দলিলে সম্পূর্ণ সততা পাওয়া যাবে। যাহার মৌজা :- ভবানীপুর দলিল নং - ১১৭৫৫,১৮৭২,২২৯০,১১৬৯৯,৬৪৪৬,১২৪৪৯.বি আর এস খতিয়ান - ১১০১,১১০২, ১১০৩, এই জমি নিয়ে বিভিন্ন সময় গ্রাম্য আদালতে সালিশ হয়। গ্রাম্য আদালতে র চেয়ারম্যান কাগজপত্রাদী দেখে মিজান আলীর পক্ষে রায় প্রদান করেন, তাং ২০/০৬/০২০ ইং। কিন্তু বিবাদীরা :- রফিকুল,শাহজাহান, শামীম, শফিকুল,মফিজুল, কবীর, জোৎনা, রোজিনা, এরা গ্রাম্য সালিশের প্রস্তাব অমান্য করিয়া সালিশ ত্যাগ করে চলে যায়।এবং হুমকি দেয় কোন জমিতে ভোগদখলে থাকতে দিবে না।এবং হাল চাষ,ধান রোপন, বাঁশ,গাছ কাটতে দিবেনা।এবং গ্রাম্য সালিশের অবমানা করে।এর পর মহেশপুর বাজারে, আওয়ালের দোকানে অঙ্গীকার নামা করে - ০২/৭/০২০ ইং।অঙ্গীকার নামায় উল্লেখ থাকে মিজান আলী দলিল মূলে জমি বুঝিয়ে দেওয়া হবে। এবং আব্দুল কদ্দুুস কে আর ও আর এর জমি ৩.৩৩ শতাংশ সমহারে বন্ট করা হবে ৪ ভাই,ও ৩ বোনদের মাঝে। অবশিষ্ট ভাই বোনদের হিস্যা অনুযায়ী বন্টন করা হবে। তারপর ২৬/০৯/০২০ ইং পৃর্ব শত্রুতার জের দরিয়া মিজান আলীকে দা দিয়ে হত্যার উদ্যেশে কুপদেয় রফিকুল, কুপ দেওয়ার পর মিজান মাটিতে পরে যায়, মিজান কে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।এবং মিজান আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, যাহার নং ৩২/৩২১ এবংআরেকটি মামলা করেন আদালতে যাহার নং ১৪০/২০২০ইং এতে আদালত শান্তি পূর্ণ ভাবে উভয় পক্ষে কে চলাচল করার নির্দেশ প্রদান করেন। জমির পরিচয় :- মৌজা ভবানীপুর দাগ :- ২৩৪৩,২৩৬৫,২৩৯২,২৩৭৮,২৩৬৭,২৩৬৯,২৩৯৪,২৩৭১,২৩৭৪,২৩৩০,২৩৭৭,২৩৭৮,২৩৭০,২৩৪০. এই মর্মে মিজান আলী নিউজের প্রতিবেদকে জানান ভাতিজাদের অত্যাচারে আমি অতিষ্ঠ, এদের বিচার চাই।