স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি আত্মপরিচয়ের মাইলফলক।শনিবার (২০ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্বরে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ স্পিকার একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙা আত্মপরিচয়ের মাইলফলক-বাঙালি জাতির চেতনার উন্মেষে অণির্বান দীপশিখা। তাই ভাষা আন্দোলনের ইতিহাস দেশের নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে এবং আরও জানার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।