আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়
21, February, 2021, 1:29:7:AM
হারাধন চন্দ্র দে, প্রতিনিধি আড়াইহাজার(নারায়নগঞ্জ)
আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ফেব্রæয়ারী রবিবার রাত ১২টা এক মিনিটে আড়াইহাজার পৌরসভা সংলগ্ন শহীদ মিনারের বেদিকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের নেতৃত্বে প্রশাসনের সকলস্তরের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,সরকারী সফর আলী কলেজ,আড়াইহাজার প্রেসক্লাব,স্বেচ্ছা সেবক লীগ,শ্রমিকলীগ,আড়াইহাজার পৌর আওয়ামীলীগ,পৌর যুবলীগ,উপজেলা কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি,উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা লেডিস ক্লাব, উপজেলা মহিলা লীগ,আড়াইহাজার পৌরসভার মেয়র,কাউন্সিলর,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান,স্কুল কলেজ ও এনজিও এর পক্ষে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সভাপতিত্বে ভাষা শহীদদের প্রতি স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোরশিদ আলম সরকার,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী মিয়া ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ওয়াজউদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল,ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল হাসান জুয়েল প্রমুখ।