নান্দাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
22, February, 2021, 12:47:26:AM
এস এ রুহুল আমিন: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানাতে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পন করে গভীরভাবে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের নেতৃত্বতে সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,পৌর মেয়র রফিক উদ্দিন ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন,এসিল্যান্ড শোভন রাংসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ। শহীদবেদীতে এমপির নেতৃত্বে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।পরে বেলা ১১ টায় মহান শহীদদিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।