সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এন্ডোসকপি আগামীকাল সোমবার (২২ ফেব্রুয়ারি)। সিঙ্গাপুরের ফারার পার্ক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।গত ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম। সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে যাওয়ার পর থেকেই ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে ছিলেন। এরপর তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন। এরপরই তাদের পরামর্শে এন্ডোসকপি করানোর সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল।
আগামী সপ্তাহের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে।