: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আসা ভারতীয় ১৫টি গরু জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সিপাহীপাড়া গ্রাম থেকে গরুগুলো জব্দ করা হয়।
পুলিশ জানান, দুপুরে পুলিশের জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন আসে। জানানো হয়, সিপাহীপাড়া গ্রামে এক বাড়িতে ভারতীয় গরু আছে। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে বাসারুল ইসলাম বাদশা নামে এক ব্যক্তির বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, বর্তমানে গরুগুলো নিয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।