নড়াইলে এক পুলিশ পরিদর্শক কে বদলী জনিত বিদায় সম্মাননা স্মারক প্রদান করলেন পুলিশ সুপার
9, February, 2022, 11:42:6:PM
মোঃ রাসেল হুসাইন নড়াইল।
"আমরা একত্রে থাকার স্মৃতিকে লালন করি"--বিষয়টিকে সামনে রেখে আজ ০৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, নড়াইল হতে জনাব মোঃ ইকরাম হোসেন, পুলিশ পরিদর্শক, ওসি তদন্ত, সদর থানা, নড়াইল কে বদলী জনিত বিদায় সম্মাননা স্মারক প্রদান করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।
এ সময় জনাব এস,এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্; জনাব মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা; জনাব শওকত কবীর, অফিসার ইনচার্জ, সদর থানা; জনাব মোছাঃ রোকসানা খাতুন, পুলিশ পরিদর্শক, সদর কোর্ট; জনাব শিমুল কুমার দাস, ওসি ডিবি, নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।