আর্টিলারি মোড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খাদ্য সহায়তা নিয়ে সাধারন মানুষের পাশে - "পুদিনা এক্সপ্রেস।"
19, February, 2022, 11:31:16:PM
মোঃ শহিদুল ইসলাম (শহিদ) রিপোর্টারঃ গত ১৮ই ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রামের হালিশহর আর্টিলারি মোড়ে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শুকনো নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।পুদিনা এক্সপ্রেসের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান "রওশন ডট অরগ"। এতে উপস্থিত ছিলেন পুদিনা এক্সপ্রেসের এডমিন আজিম গাজী ও মহিবুল হাসান পারভেজ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি জিয়াউল হাসান খসরু,, বিশিস্ট সমাজসেবক ও শিল্পী জুয়েলার্সের স্বত্তাধিকারী বাবলু দেবনাথ, “ আমরা ক জন মুজিব সেনা” চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, ছাত্রনেতা বিজয় বড়ুয়া, আবু ওবায়েদ, হামজা আহমেদ প্রমুখ। পুদিনা এক্সপ্রেসের এডমিন পারভেজ তার বক্তৃতায় বলেন, " পুদিনা এক্সপ্রেস একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ হলেও এটি ধীরে ধীরে সামাজিক সংগঠনে পরিণত হচ্ছে। তথাকথিত গ্রুপভিত্তিক পূর্ণমিলনীর নামে আনন্দের জন্য অর্থ ব্যয় না করে সমাজের সুবিধাবঞ্চিতদের সহযোগীতা করে আনন্দ করা আরো মহৎ ও তাৎপর্যপূর্ণ। অপর এডমিন গাজী মোহাম্মদ আজিম উদ্দিন তার বক্তব্য পূর্ণ সহযোগীতার জন্য রওশন ডট অরগ এবং এর চেয়ারম্যান ফয়সাল শরীফকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ১৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।