পূর্ব শত্রুতার জেরে রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাংচুর-লুটপাত, নারীসহ আহত-৩
23, February, 2022, 10:13:27:PM
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগসূত্রে জানা যায়, রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমলাব মুসলিমপাড়া এলাকার আঃ মান্নানের (৬০) বসতবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা বিভিন্ন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে আঃ মান্নানকে এলোপাথারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আঃ মান্নানকে বাঁচাতে তার স্ত্রী শেফালি(৫৫) ও তার নাতনী নাদিয়া এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। সন্ত্রাসীরা হলেন, উপজেলার ইসলামবাগ কালী এলাকার আনিছ মাতব্বর,আনিছ মাতব্বরের ছেলে সুজন(৩৫),মোকলেছ মাতব্বরের ছেলে সোহেল (৩৫),রবিউল মাতব্বরের ছেলে সজীব(২২)সহ আরো ৮/১০জন। সন্ত্রাসীরা বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে ও আলমারিতে থাকা নগদ টাকা লুটে নেয়। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় তারা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে আঃ মান্নানের স্ত্রী শেফালি বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে রূপগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।