(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফলে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে ফেরার পথে পার্শববর্তী দুমকি উপজেলার মুরাদিয়া ইউপি চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার লেবুখালী-বগা সড়কে গ্যাসভর্তি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটে। শনিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলযোগে ছয় যুবক বাউফলে বেড়ানো শেষে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ধাক্কা লেগে সৃষ্ট এ দূর্ঘটনায় ঘটনাস্থলে বায়েজিদ (১৫) মারা যায়। এছাড়া মুমূর্ষু অবস্থায় বরিশাল নেয়ার পথে শফিকুল হীরা (১৮) এবং হীরু (১৯) বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যায়। এছাড়াও মানিক (১৭)সহ আরও অজ্ঞাত দুই জন আহত হয়েছে। বাকীদের নাম জানা যায়নি। মোটরসাইকেল দুটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।তিন যুবকের মৃত্যুর খবরে এদের পরিবারে চলছে শোকের মাতম। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুমকি থানার ওসি আব্দুস সালাম, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যাসভর্তি মিনি ট্রাকটিকে জব্দ করে। ড্রাইভার জহির (৪০) এবং হেল্পার জাকারিয়া (৩৫) কে আটক করেছে।