বিজ্ঞান ভাষা-সাহিত্য জ্ঞ্যান অর্জন করে সমাজ ও দেশকে আলোকিত করতে হবে শিক্ষা উপ মন্ত্রী নওফেল
8, May, 2022, 12:54:1:PM
জেলা প্রতিনিধি
পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে শিক্ষা আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত গড়ে তোলার দায়িত্ব আপনার
তাহলেই আপনার জীবন সার্থক কারণ আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়াটাই একটা বড় বিনিয়োগ।
৭/৫/২২ রোজ শনিবার সকালে চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার আধুনগর ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণীতে পাঠদান অনুমতি প্রাপ্ত উপলক্ষে শুকরানা মাহফিল প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৎসরে মাদ্রাসা শিক্ষাখাতে ৩ হাজার ৮ শত ৪০ কোটি টাকা মাদ্রাসা শিক্ষার জন্য ব্যয় করে যাচ্ছেন দেশের শিক্ষার্থীদের ইংরেজি আরবি ভাষা জানতে হবে কেননা আরবি এবং ইংরেজি ভাষা জাতিসংঘের একটি অন্যতম ভাষা।
অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং দেশের শীর্ষস্থানীয় নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধনী ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া ১৫ আসনের সংসদ সদস্য ড: আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য মোঃ জাফর আলম
নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাতুন ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ জাবের এবং আব্দুল্লাহ মুহাম্মদ জুবায়ের।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, এবং লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবীর,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌ:,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু,
এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ লোহাগাড়া সাতকানিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।