জাতীয় -
সচিবদের ২৫ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সব‌ নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সচিবদের একান্ত সহযোগিতা ও উদ্যোগ নিতে বলা হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সেই বিষয়ে অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর জন্যও বলা হয়।

গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সচিব সভায় প্রধান উপদেষ্টার সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব ও সচিবদের উদ্দেশে এ যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন তা এ চিঠিতে জানানো হয়।

নির্দেশনাগুলো হলো-

১. ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেওয়া ‌‘মার্চিং অর্ডার’ অনুসরণ করতে হবে।

 

২. সৃষ্টিশীল, নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগকে জরুরি-ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং একই সঙ্গে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

 

৩. সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নিতে হবে।

 

৪. বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সবাইকে স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে হবে।

 

৫. নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

৬. দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে।

 

৭. বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

৮. সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হবে।

 

৯. বর্তমানে বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।

 

১০. নিজ কর্তব্যকর্মে দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বজায় রাখতে হবে।

 

১১. সেবা-প্রার্থীদের কেউ যেন কোনরূপ ভোগান্তি, হয়রানি কিংবা কোনো কারণে দীর্ঘসূত্রিতার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

 

১২. আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যবস্থা করতে হবে।

 

১৩. প্রতিটি মন্ত্রণালয়/বিভাগকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম নিতে হবে।

 

১৪. জরুরি সরবরাহ নিশ্চিত করে তা অব্যাহত রাখতে হবে।

 

১৫. কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

 

১৬. সরকারকে জনবান্ধব সরকারে পরিণত করতে সমবেতভাবে কাজ করতে হবে।

 

১৭. মানবসম্পদ উন্নয়নে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণ কার্যক্রম যাচাই করে প্রয়োজনে সংস্কার করতে হবে।

 

১৮. বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন যাতে ব্যাহত না হয় সে বিষয়ে তৎপর থাকতে হবে।

 

১৯. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে।

 

২০. গ্যাসের দেশীয় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

 

২১. খাদ্য সংগ্রহ, মজুত ও সরবরাহ সন্তোষজনক রাখতে হবে।

 

২২. আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। আমদানির বিকল্প উৎস বের করতে হবে।

 

২৩. ভোগ্যপণ্যের বাজার নিয়মিত তদারকি করতে হবে।

 

২৪ . শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে।

 

২৫. আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা।

ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার বরখাস্ত

লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

তাপসী তাবাসসুম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন।

 জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন জানান, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডি করার পর, সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এর আগে শনিবার তাপসী তাবাসসুম ঊর্মি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ঊর্মি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া।

প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, এখনও নির্দেশনা হাতে আসেনি।

এদিকে তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার ফেসবুক আইডিজুড়ে আওয়ামী লীগের পক্ষেও শক্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেখা গেছে।

অবশ্য সোমবার দুপুরে তার আইডিতে ঢুকে কোনো কিছুই পাওয়া যায়নি। এর আগেই তিনি সব কিছু সরিয়ে ফেলেছেন।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

শিগগিরই শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে বৈঠকটি হওয়ার কথা। মূলত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন ইস্যুতে মুখোমুখি আলাপের জন্য যুক্তরাষ্ট্র সরকার এ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে সংলাপের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

 

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর ও ইউএসএইডের কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

 
 

 

মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা ও নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র।

 

তিনি বলেন, আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের নিরবচ্ছিন্ন সম্পৃক্ততা নিশ্চিতের জন্য মার্কিন সমর্থন বৃদ্ধির পরিকল্পনা করেছে ওয়াশিংটন। কারণ, আর্থিক খাতের সংস্কার গভীরতর করে টেকসই উন্নয়ন এবং দুর্নীতি কমিয়ে এনে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চায় ঢাকা।

 

ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ঢাকায় অনুষ্ঠিতব্য সংলাপে বাংলাদেশের আর্থিক এবং মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সফরকালে বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মার্কিন কর্মকর্তারা।

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জনগণের মতামতের ওপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

অলি আহমদ বলেন, একজন উপদেষ্টা বলেছেন ‌জাতীয় সংগীত একটি বিতর্কিত বিষয়। তাই এটি পরিবর্তন করা যাবে না। তার জানা উচিত, জনগণের মতামতের ওপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব।

 

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে দেশের সার্বিক মঙ্গলের জন্য ৮৩টি প্রস্তাব উপস্থাপন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সংস্কার বাস্তবায়নে গতি খুবই হতাশাব্যঞ্জক। অভ্যুত্থান পরবর্তী দেশের সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও দ্রুতগতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বাড়বে।

 
 

 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সেক্টরে দেওয়া অনেক নিয়োগ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। লোক দেখানো কাজ করলে হবে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অধিকতর সতর্কতার সঙ্গে নিয়োগ দিতে হবে।

 

এলডিপি সভাপতি বলেন, অথর্ব ও অকর্ম ব্যক্তিদের নিয়োগ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এমনটা করলে ছাত্র-জনতার রক্ত ব্যর্থ হবে।

সায়েন্সল্যাবে সংঘর্ষ, আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আজ ঢাকা কলেজের নবীন বরণের অনুষ্ঠান ছিল। নবীন বরণ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বের হলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের ভেতরে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে আমাদের অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

 

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসে ভাঙচুর করে এবং আমাদের কলেজের বিলবোর্ড খুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।

 
 

 

আহত শিক্ষার্থীরা হলেন, ঢাকা কলেজের মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (১৮), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার (১৮), মো শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), ইয়াসিন (১৮) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮)।

 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আহতরা অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে যা বলেলেন ধর্ম উপদেষ্টা

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত আল মারকাজুল ইসলামি আস সালাফি মাদরাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনায় যারা হামলা চালান তারা মানবতার শত্রু। বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার। নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদরাসার ছাত্রদের পূজার সঙ্গে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়ানো হবে।

 
 

তিনি আরও বলেন, বাংলাদেশের মাদরাসার শিক্ষক এবং ছাত্ররা কখনোই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল না। এটি ছিল আগের সরকারের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মাদরাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত না সেটি বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে প্রমাণিত। বরং তারা জাতীর দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদরাসা শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে।

চতুর্থ শিল্পবিপ্লব ও বাঙলাদেশের শিক্ষাব্যবস্থা - একটি দুর্বোধ্য সমীকরণ!

মাসুম হাসান 

 

বিশ্বজুড়ে প্রযুক্তি, ডেটা ও স্বয়ংক্রিয়তার যুগান্তকারী পরিবর্তনের মধ্যে দিয়ে চতুর্থ শিল্পবিপ্লব (4IR) সংঘটিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (IoT), রোবোটিকস এবং বিগ ডেটার মতো প্রযুক্তিগুলি এখন নতুন শিল্পবিপ্লবের কেন্দ্রবিন্দু। এই বিপ্লব শিক্ষাব্যবস্থার জন্যও এক বিশাল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু, প্রশ্ন হলো, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এই পরিবর্তনের সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে সক্ষম?

 

### শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা

 

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজনীয়। বর্তমানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরে নতুন কারিকুলাম ও শিক্ষা পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন ও কারিকুলামের আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হলেও, বাস্তবায়ন প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, গবেষণা ও তথ্য বিশ্লেষণের অভাব এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন পরিকল্পনা কারণে নতুন কারিকুলাম সফলভাবে বাস্তবায়িত হয়নি।

 

### উচ্চশিক্ষায় চ্যালেঞ্জ ও উন্নয়নের উদ্যোগ

 

উচ্চশিক্ষায়, ইউজিসি (UGC) বিশ্ববিদ্যালয়গুলোকে আউটকাম বেজড এডুকেশন (OBE) ব্যবস্থার দিকে ধাবিত হতে নির্দেশনা দিয়েছে। যদিও এই পদ্ধতি শিক্ষার্থীদের নির্দিষ্ট দক্ষতা অর্জনে সহায়ক, এটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে প্রয়োজন গভীর বিচার-বিশ্লেষণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণ। শুধু নির্দেশনা প্রদান করে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। 

 

বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নের জন্য ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) গঠিত হলেও, এসব সেলগুলো যদি শুধুমাত্র নিয়মাবলি পূরণের জন্য কার্যকর হয় এবং কার্যকারিতা সঠিকভাবে পর্যালোচনা না করা হয়, তবে এটি পর্যাপ্ত ফলপ্রসূ হবে না। 

 

### শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে সমন্বয়

 

একদিকে যেখানে শিক্ষাব্যবস্থা নতুন পরিকল্পনার মাধ্যমে আধুনিকায়নের চেষ্টা করছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো যে চাকরিদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ গ্র্যাজুয়েট সরবরাহ করতে পারছে না, তার একটি উদাহরণ ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা। পরীক্ষায় প্রায় ৫ হাজার প্রার্থী আবেদন করলেও, কোনো প্রার্থীকে চাকরির জন্য যোগ্য মনে করা হয়নি।

 

### প্রযুক্তিগত দক্ষতা ও শিক্ষক প্রশিক্ষণ

 

চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা পূরণে প্রযুক্তিগত দক্ষতা ও শিক্ষক প্রশিক্ষণ অপরিহার্য। অনেক শিক্ষক এখনও প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত নন, যা শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ হতে পারে। এছাড়া, উচ্চশিক্ষার জন্য সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের সুযোগ সীমিত, যা দক্ষতা বৃদ্ধির জন্য একটি বড় বাধা।

 

### ভবিষ্যৎ পরিকল্পনা ও সুপারিশ

 

উন্নত বিশ্বে শিল্পক্ষেত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক স্থাপন করে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জন করার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এই ধরণের সুসমন্বয় ও পরিকল্পনার অভাব রয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পক্ষেত্রের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং শিক্ষার কার্যকর পুনর্বিন্যাস অত্যন্ত জরুরি। শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি সংযুক্তকরণ, শিক্ষক প্রশিক্ষণ, এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারে।

 

সরকারের উচিত এই বিষয়ে আরও বিনিয়োগ করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা, যাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগগুলো কাজে লাগাতে পারে এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পথকে সুগম করতে পারে।

 

*লেখক: বার্তা সম্পাদক, নতুন বাজার ৭১.কম

**লেখাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার লজিক ব্যবহৃত হয়েছে। 

 

স্মার্টফোন শিশুদের কী দেখাচ্ছে? বাবা-মায়েরা কতটা জানেন?

জাহাঙ্গীর আলম শাহীন 

 

ভূমিকা 

বর্তমান প্রযুক্তির যুগে স্মার্টফোন প্রায় সবার হাতের নাগালে রয়েছে। এর মাধ্যমে শিশুদের ইন্টারনেট ব্যবহারের সুযোগও বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেটের সুবিধা যেমন রয়েছে, তেমনই এর মাধ্যমে শিশুরা নানা ধরণের অপ্রীতিকর কনটেন্ট, বিশেষ করে পর্নোগ্রাফির সংস্পর্শে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই প্রতিবেদনটি স্মার্টফোনের মাধ্যমে বাচ্চারা কীভাবে পর্নোগ্রাফির সংস্পর্শে আসে, এর ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরবে।

 

**বাচ্চারা কীভাবে স্মার্টফোনে পর্নোগ্রাফির সংস্পর্শে আসে:**  

স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ সহজ হওয়ায় শিশুদের জন্য এটি একটি বড়ো ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, গেমিং অ্যাপ, এবং অনলাইন ভিডিও সাইটগুলোতে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বা লিঙ্কের মাধ্যমে শিশুরা পর্নোগ্রাফির সংস্পর্শে আসতে পারে। কিছু ক্ষেত্রে, বাচ্চারা নিজেরাই কৌতূহলের বশে এ ধরণের কনটেন্ট খুঁজে বের করে।

 

**পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব:**  

শিশুরা যখন অল্প বয়সে পর্নোগ্রাফির সংস্পর্শে আসে, তখন এটি তাদের মানসিক ও শারীরিক বিকাশে ব্যাপক প্রভাব ফেলতে পারে। পর্নোগ্রাফি শিশুর মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন হতাশা, উদ্বেগ এবং সামাজিক বিচ্ছিন্নতা। এছাড়া, শিশুরা যৌনতা সম্পর্কে ভুল ধারণা পেতে পারে যা তাদের ভবিষ্যতের সম্পর্কেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

 

**প্রতিরোধমূলক ব্যবস্থা:**  

১. **পরিচর্যা ও সচেতনতা:** পিতামাতা এবং অভিভাবকদের উচিত তাদের বাচ্চাদের সাথে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সচেতন থাকা এবং তাদের সাথে নিয়মিত আলোচনা করা। শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার শেখানো উচিত এবং ইন্টারনেটে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া উচিত।

 

২. **প্যারেন্টাল কন্ট্রোল:** স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ ব্যবহার করা যেতে পারে, যা বাচ্চাদের জন্য ক্ষতিকর কনটেন্টে প্রবেশ রোধ করে।

 

৩. **শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা:** স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষার পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে শিক্ষা প্রদান করা উচিত।

 

৪. **আইন ও নীতিমালা:** সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন ও নীতিমালা প্রণয়ন করা এবং সেগুলো বাস্তবায়ন করা।

 

**উপসংহার:**  

স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে, কিন্তু এর সঠিক ব্যবহারের গুরুত্ব অনস্বীকার্য। শিশুদের পর্নোগ্রাফির মতো ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এজন্য পিতামাতা, শিক্ষক, সরকার এবং পুরো সমাজের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সচেতনতা এবং প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের শিশুদের নিরাপদ রাখতে পারি এবং তাদের জন্য একটি সুরক্ষিত ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পারি।

 

*লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম দিয়ে তৈরি 

শিক্ষাক্ষেত্র দিয়ে সকল সংস্কার শুরু হবে- সারজিস আলম

মাসুম হাসান, ঢাকা। 

দেশের সিস্টেমগুলোর সংস্কার শুরু করতে হবে শিক্ষা ক্ষেত্র দিয়ে- এমনটাই বললেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি আরও বলেছেন, দেশের সিস্টেমগুলোর সংস্কার শুরু করতে হবে শিক্ষা ক্ষেত্র দিয়ে। বুধবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেন তিনি।

 

তিনি লিখেছেন, দেশের সিস্টেমগুলোর সংস্কার প্রয়োজন। শুরু করতে হবে শিক্ষা ক্ষেত্র দিয়ে৷ এই কারিকুলাম আর পাঠ্যপুস্তক জেনারেশন ধ্বংসের গোড়া।

 

এদিকে, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ কাউকে হয়রানি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না বলে স্পষ্ট করেছেন সংগঠনটির সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। 

 

সারজিস বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কি করেছে? ক্ষমতার অপব্যবহার করেছে। যত রাজনৈতিক দল ছিল, তাদের মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে, এলাকা ছাড়া করেছে। এটিকে আমরা কখনোই সমর্থন করি না বলেই আজ ১৬ বছর পরে হলেও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগ দেশছাড়া হয়েছে। কিন্তু আজকে যদি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতাকর্মীরা একই কাজ করে, তাহলে আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন?’ 

 

সারজিস আরও বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন আমরা নির্যাতকের পরিবর্তন চাই না, আমরা এই নির্যাতনের যে সিস্টেম তার পরিবর্তন চাই। আমাদের স্পষ্ট বার্তা। আপনাদের চোখের সামনে অনেকগুলো জ্বলন্ত উদাহরণ আছে। সেখান থেকে শিক্ষা নিন। নাহলে জনগণ আপনাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। আমরা যেন এটা না দেখি কাউকে মিথ্যা মামলার ওই চক্রে যেতে হচ্ছে, বিনাদোষে কাউকে নির্যাতন করা হচ্ছে বা ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে।’

 

তিনি বলেন, ‘আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির একটি নতুন চক্র গড়ে উঠছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে এই ধরনের ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে। জনগণ যদি একবার এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই জনগণের চাওয়া ও সময়ের দাবির কথা চিন্তা করুন। আমরা এটা সমর্থন করিনা।’ এ ধরনের অপরাধের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বানও জানান সারজিস। 

 

বিভিন্ন সেতুতে শিক্ষার্থীদের কথা বলে টোল বন্ধ করার বিষয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান তুলে ধরে সারজিস বলেন, ‘আমরা খবর পেয়েছি, সারাদেশে ১৫টি ব্রিজে টোল দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, ছাত্রদের কথা বলে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা। এটি রাষ্ট্রের আয়ের অংশ। কেউ ছাত্রদের কথা বলে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে দেশের কোথাও এ কাজ করবেন না। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ত্রাণের ট্রাকও যদি কোথাও যায় সেই ট্রাকও টোল দিয়ে যাবে।’

(TDC অবলম্বনে) 

বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক-ধর্মীয় পরিচয় নয়: তারেক রহমান

দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ আগস্ট) এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন।

 

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাব যে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা-বিরোধী-বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন।

 

দেশবাসীর উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবো।

 
 

 

দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, হঠাৎ করেই আকস্মিক বন্যায় দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন লাখ লাখ মানুষ। জীবন ও যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।এরই মধ্যে জীবন গেছে কয়েকজন মানুষের। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

 

বাংলাদেশের এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূলকারণ নয়।

 

বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা। হঠাৎ করে বাঁধ খুলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম কোনো সতর্কতা দেইনি তারা। ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও বন্যা মোকাবেলা বাংলাদেশ সামন্যটুকু প্রস্তুতি নেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি।

 

বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন সহায়সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ অসহায় বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন পরিস্থিতিতে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করে এখন সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যাকবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারাদেশে বিশেষ করে যেসব এলাকা এখনো আক্রান্ত হয়নি, সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, সহায়তার হাত বাড়িয়ে দিন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল বিজিবি

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, বন্যার্তদের সহায়তায় বিজিবির সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।

 

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা পাঠাবেন যেভাবে-
আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন

 
 

 

• হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
• ব্যাংক : সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
• হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

 

এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

 

এর আগে, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ বাহিনীর সব পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুরে “ বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ইং” উদযাপন।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

 

 

বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ইং উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এইবারের প্রতিপাদ্য “Yes! We Can End TB-হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ডাঃ মোঃ মশিউর রহমান ও ডাঃ মোঃ রাকিবুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) এবং মোঃ আব্দুল্লাহ আল আরিফ, টিএলসিএ, এবং ব্র্যাক ম্যানেজার সহ আলোচনা সভায় বিভিন্ন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগন প্রমুখ। 

 

 

বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীনতার স্বাদ পেত না ---- চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল

মোঃ জুলহাজুল কবীর

নবাবগঞ্জ, দিনাজপুর। 

 

বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা, আমরাও স্বাধীনতার স্বাদ পেতামনা। দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ডিজিটাল রূপকার জননেত্রীর আস্থা ভাজন শিবলী সাদিক এমপি `র দিকনির্দেশনা অনুসারী চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তৃতায় জ্বালাময়ী এ কথাগুলো বলেন। 

 দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবসটি উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করে ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি অফিস ভবন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

 

ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্য, গ্রাম পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় বঙ্গবন্ধুকে। 

গোলাপগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

 

গোলাপগঞ্জ প্রতিনিধি:

 

গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস (২০২৪) ব্যতিক্রমী আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেন্জ এবং জেলার যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে । রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গোলাপগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজনে সভায় সরকারি মোহাম্মদ (এমসি) চৌধুরী একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী গোপা প্রিয়ন্তি দাশের সভাপতিতে ¡ মঞ্চে অতিথির আসন গ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা।

আলোচনায় সভায় গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কাকলি আক্তার ও ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ফেরদৌস রুহামার যৌথ পরিচালনায় ঢাকাদক্ষিণ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তছনিম আক্তার লামিছা শুভেচ্ছা বক্তব্যেও মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান রহমান। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন নুর লুবাবা, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শামসুল ইসলাম মাহদি, এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্ণব দাশ ।

এসময় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী রাজিব মাহমুদ মিঠুন শিশু শিক্ষার্থীদের প্রশংসা করে বক্তব্য দেন।

পুষ্পস্থবক অর্পণকালে ও সভায় এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন, গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব সফিকুর রহমান প্রমুখ। 

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ইং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উদযাপন।

স্টাফ রিপোর্টার 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ এ বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান স্যারের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, দিনাজপুর এর এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রাকিবুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত), ডাঃ মোঃ সাজেদুল ইসলাম, ডেন্টাল সার্জন, ডাঃ মোঃ মিজানুর রহমান ও ডাঃ মোঃ মোস্তাকিম আহম্মেদ মাহিন, মেডিকেল অফিসার এবং সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, হাসপাতাল স্টাফবৃন্দ প্রমুখ।

পরবর্তীতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃ বিভাগে (ইনডোর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু রোগীদের দ্বারা কেক কেটে উদযাপন করা হয়েছে। বহিঃ বিভাগে শিশু রোগীদের টিকিট ফ্রি ও শিশু রোগীদের চকলেট বিতরণ করা হচ্ছে। অন্তঃ বিভাগে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে।

 

 

 

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

মোঃ আফজাল হোসেন, 

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭ ই মার্চ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

 

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইছার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রাধান শিক্ষকগন।

 

আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এম.পি। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


   Page 1 of 105
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamicsolution IT [01686797756]