আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও বিকাশ

উম্মে সালমা

স্টাফ রিপোর্টার 

হুয়াওয়ে এবং বিকাশ সম্প্রতি নিজেদের মধ্যে সহযোগিতাকে আরও জোরদার করতে সম্মত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সঙ্গতি রেখে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একসাথে কাজ করবে। বাংলাদেশের বৃহত্তম মোবাইল পেমেন্ট অপারেটর বিকাশ ৬ কোটি ৮০ লাখ মানুষকে মোবাইল আর্থিক সেবা দিচ্ছে এবং প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণ করছে। হুয়াওয়ে- এর অত্যাধুনিক ডিজিটাল ফাইন্যান্স সলিউশনের মাধ্যমে বিকাশের সেবা প্রদানে আরো গতিশীলতা আনছে।

 

এই যাত্রাকে এগিয়ে নিতে প্যান জুনফেং, প্রেসিডেন্ট, হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়ন এবং সিইও, হুয়াওয়ে বাংলাদেশ এব কামাল কাদীর, প্রতিষ্ঠাতা ও সিইও, বিকাশ, গত ২৯ মার্চ ২০২৩, বুধবার, রাজধানী ঢাকায় অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

‘স্মার্ট ফিনটেক: ইনক্লুসিভ. ইনোভেটিভ. ইন্সপায়ারিং বাংলাদেশ’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর এই সহযোগিতার তাৎপর্য তুলে ধরেন।

কামাল কাদীর বলেন, “২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিকাশ সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি এবং সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের আবির্ভাবের এই সময়ে আমরা একটি ডিজিটাল আর্থিক

ইকোসিস্টেম এবং স্মার্ট জাতি গঠনে ভূমিকা রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিকাশ ও হুয়াওয়ের যৌথ প্রচেষ্টার লক্ষ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে দারিদ্র্য দূর করে টেকসই উন্নয়ন

লক্ষ্যমাত্রা অর্জন করা।”

 

ফিনটেক পণ্যের বিকাশের পর থেকে হুয়াওয়ে এশিয়া ও আফ্রিকার ৩০টিরও বেশি দেশে এর নিজস্ব প্ল্যাটফর্ম স্থাপন করেছে। হুয়াওয়ের ফিনটেক সেবা বিশ্বব্যাপী ৪০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছে।

প্যান জুনফেং, প্রেসিডেন্ট, হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়ন এবং সিইও, হুয়াওয়ে বাংলাদেশ বলেন, “বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করাই হলো হুয়াওয়ে এবং বিকাশের মধ্যে এই সমঝোতার অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, “২০১৭ সাল থেকে হুয়াওয়ে মোবাইল মানি প্ল্যাটফর্মের সাহায্যে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতকে ডিজিটালাইজ করার জন্য বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এই প্ল্যাটফর্মটি ই-ওয়ালেট ও ন্যানো-লোনের মতো পরিষেবা দিচ্ছে, যা সাধারণ মানুষের জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে এবং উদ্ভাবন নিয়ে আসছে। ভবিষ্যতে আমরা বাংলাদেশের আরও বেশি মানুষকে ক্ষমতায়ন এবং ডিজিটাল অর্থনীতির সুবিধা গ্রহণ করার জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে আমাদের এই সহযোগিতা আরও জোরদার করবো।”

ইউএনডিপি বাংলাদেশের সহকারী প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান তার বক্তব্যে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অবদান তুলে ধরেন। তিনি বলেন, “এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে আছে ‘স্মার্ট ফিনটেক, অন্তর্ভুক্তি, উদ্ভাবনী এবং অনুপ্রেরণা’ এই ধরনের ধারণা। আমাদের প্রেক্ষাপটে এই শব্দগুলোর গুরুত্ব অনেক। আমি মনে করি, হুয়াওয়ে এবং বিকাশ উভয়েই বিষয়টি উপলব্ধি করে এর বাস্তবায়নে কাজ করছে। ভবিষ্যৎ সহযোগিতামূলক এই সমঝোতা উদ্যোগটি বাস্তবায়নে আরও সহায়ক হবে।”

ইউনেস্কো ঢাকা অফিসের অফিসার ইনচার্জ সুজান ভাইজ বলেন, “এসডিজি আমার কাছে একটি ভিশন। এসডিজি হলো সেই গন্তব্য যেখানে আমরা ২০৩০-এ পৌঁছাতে চাই এবং এক্ষেত্রে আমরা সঠিক পথেই আছি। আমি মনে করি যে, স্মার্ট ফিনটেক সেই গন্তব্যে পৌঁছানোর জন্য একটি কার্যকরী মাধ্যম।”

... বিস্তারিত
জিপি স্টার গ্রাহকরা লে রয়্যালে পাবেন বিশেষ সুবিধা!

স্টাফ রিপোর্টার 

 

গ্রাহকদের জীবনযাত্রার অভিজ্ঞতাকে আরো উন্নত ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে আইকনএক্স লিমিটেডের সাথে চুক্তি সই করেছে গ্রামীণফোন। ফলে এখন থেকে গ্রামীণফোনের প্রিমিয়াম গ্রাহকরা লে মেরিডিয়ান ঢাকা’র মেম্বারশিপ প্রোগ্রাম লে রয়্যালে বিশেষ সুবিধা পাবেন। সম্প্রতি লে মেরিডিয়ান ঢাকায় এই দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়।

 

চুক্তির আওতায় জিপি স্টার গ্রাহক এবং গ্রামীণফোনের কর্মীরা লে রয়্যালের বার্ষিক মেম্বারশিপ গ্রহণের ওপর ১৫ শতাংশ, লে মেরিডিয়ান ঢাকায় ৫০ শতাংশ এবং অন্যান্য নির্ধারিত প্রিভিলেজ পার্টনারদের সেবার ওপর ৫৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। সেই সাথে তাদের জন্য থাকছে এক বিশেষ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড।

 

অনুষ্ঠানে গ্রামীণফোনের মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্টের প্রধান ফারহা নাজ জামান এবং আইকনএক্স লিমিটেডের পরিচালক তাসনুভা ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

 

ভ্রমণ কিংবা খাওয়াদাওয়া থেকে শুরু করে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বনামধন্য পণ্য এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে সেবা গ্রহণে জিপি স্টার গ্রাহকরা যেন সেরা সব অফার উপভোগ করতে পারেন – তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। দেশের বাইরে বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে গ্রাহকদেরক অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এবারে লে রয়্যাল মেম্বারশিপ সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন।

 

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের উপর যারা আস্থা রেখে আসছেন, সেই সকল প্রিমিয়াম গ্রাহকদের সেরা মানের সুবিধা ও সেবা দিতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। লাইফস্টাইল পার্টনার হিসেবে গ্রাহকদের বিলাসবহুল ট্যুর ও উন্নত হোটেলে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে আমরা এবার আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল ব্র্যান্ডটির সাথে পার্টনারশিপ করেছি।’

 

আইকনএক্স লিমিটেডের পরিচালক তাসনুভা ইসলাম বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই লে রয়্যালের সেবার ধরন নির্ধারিত হয়। গ্রামীণফোন ও লে রয়্যাল উভয়ের বিশেষ গ্রাহকদের জন্য এ পার্টনারশিপ নিঃসন্দেহে প্রিমিয়াম সেবা উপভোগের সুযোগ তৈরি করবে।’

... বিস্তারিত
এলুয়াড়ী ইউনিয়নে সেচ পাম্প মালিকেরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পানির দাম নেওয়ায় মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, 

দিনাজপুর প্রতিনিধি :

 

ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ী ইউপির সেচ পাম্প মালিকেরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পানির দাম নেওয়ায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত¡রে কৃষকদের ঘন্টাব্যাপী মানববন্ধন। গতকাল বৃহ:স্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির জমির মালিকেরা উপজেলা পরিষদ চত্ত¡রে সেচ পাম্প মালিকেরা অতিরিক্ত পানির দাম নেওয়ায় ঘন্টাব্যাপী এক মানব বন্ধন করেন। মানব বন্ধনে দামোদরপুর গ্রামের কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রমজান আলী, তিনি বলেন সেচ পাম্প মালিকেরা নিচু জমি ৩৫০০ টাকা এবং উচু জমি ৩৭০০ টাকা নিচ্ছেন। যা গতবারের তুলনায় একর প্রতি ১৫০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত বেশি। গতকাল বৃহস্পতিবার ৫২জন সেচ পাম্প মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আড়াই হাজার কৃষক গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরীর সাথে এলাকার কৃষকদের পক্ষে মোঃ রমজান আলী ৫শতাধিক কৃষকদেরকে নিয়ে ঘন্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন। 

আগামী ১৫ দিনের মধ্যে সেচ পাম্প মালিক সিন্ডিকেট এর মোঃ মাহফিজুর রহমান, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, মেহেদুল ইসলাম, মমিনুল ইসলাম সহ ৫২জন সকল সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে লাইসেন্স বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। 

মানববন্ধনে এলুয়াড়ী ইউপির ২ হাজার কৃষক উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

... বিস্তারিত
ফুলবাডী়তে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় গুরুতর আহত স্বামী স্ত্রী

মোঃ আফজাল হোসেন, 

দিনাজপুর প্রতিনিধি :

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কাজী হাল ইউনিয়নে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি হয়ে় আছেন সাবেক সেনা সার্জন মোঃ জামিল উদ্দিন (৫২)ও তার স্ত্রী মোসাম্মৎ সেলিনা বেগম(৪৫)।

গত রবিবার সকাল আনুমানিক ১১ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার কাজিহাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের

আহত জামিল উদ্দিন ও তার স্ত্রী মোসাম্মৎ সেলিনা বেগম উপজেলার কাজিহাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। হামলাকারী মোঃ আব্দুর হামিদ(৪৮) ও তার ছেলে মোঃ ফিজুর উদ্দিন(২৪) একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ফুলবাড়ী থানায় জামিল উদ্দিন বাদী হয়ে গত ২৮/০৩/২০২৩ ইং তারিখে দুই জনের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরী করেন।

 ফুলবাড়ী থানায় অভিযোগে উল্লেখ্য করেন সাবেক সেনা সার্জন জামিল উদ্দিন ও পাশের বাড়ীর আব্দুল হামিদ আপন ভাই হলেও পূর্ব থেকে জায়গা জমির বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ ও মনোমালিন্য লেগেই আসছিল। এই কারণে অতীতে জামিল উদ্দিন তার ভাইয়ের বিরুদ্ধে মামলা ও করেছে ,যা এখনো চলমান। ঘটনার দিন জামিল উদ্দিন তার নিজ খুলিয়ানে মুরগির ফার্মে দাঁড়িয়ে থাকলে আব্দুল হামিদ ও তার ছেলে ফিজুল কোন কারণ ছাড়াই পিছন দিক হতে আক্রমণ করে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। এ সময় স্ত্রী সেলিনা বেগম বাধা দিতে আসলে তাকেও মারতে থাকে। এ সময় তারা প্রাণ রক্ষার্থে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এসে তাদের সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন ।

আহত জামিল উদ্দিন বলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী সাজন হিসেবে ১৯৮৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সততার সাথে চাকরি করি। এবং ২০০৮ সালে আমি জাতিসংঘের অধীনে কুয়েতে সেনাবাহিনীতে যোগ দেই এবং চাকরি শেষে ২০২০ সালে দেশে ফিরে আসি। অথচ বাড়িতে ফিরে আমি প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছি।

তিনি আরো বলেন, ২০১৪ সালে থেকে এক প্রকার জোড়পূর্বক আমার ছোট ভাই আব্দুল হামিদ আমার নিজ নামেও বাড়ি ঘর দখল করে বসবাস করছেন। যখনই আমি আমার বাড়ি ছেড়ে দিতে বলি তখনই আমাকে ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেন । গত বছরও রমজান মাসে আব্দুল হামিদ ও তার পরিবার হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায় যার মামলা এখনো চলমান। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন,গত ২৬শে মার্চ আমাকে ও আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যার চেষ্টা চালায় (হামিদ ও তার ছেলে ফিজুল ক্ষান্ত হয়নি তারা । প্রকাশ্যে চিৎকার করে বলেছে "তোকে আজ হলেও মেরে ফেলবো কাল হলো মেরে ফেলবো।" আহত জামিল উদ্দিন তার উপর বারবার হামলার সঠিক বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে।

 

... বিস্তারিত
   সর্বশেষ
আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও বিকাশ
জিপি স্টার গ্রাহকরা লে রয়্যালে পাবেন বিশেষ সুবিধা!
এলুয়াড়ী ইউনিয়নে সেচ পাম্প মালিকেরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পানির দাম নেওয়ায় মানববন্ধন
ফুলবাডী়তে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় গুরুতর আহত স্বামী স্ত্রী
ভালুকায় যুবলীগ নেতা সজীবের উদ্যোগে ইফতার বিতরণ
কর্মগুনে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন বাঁশখালীর এসিল্যান্ড!
১৯০১ সালে নির্মিত কাউনিয়ায় তিস্তা রেল সেতুর মেয়াদ উর্ত্তিণের ২২ বছর পার হলেও জীবনের ঝুঁকি নিয়ে চলছে ২২টি ট্রেন
কাউনিয়ায় ৩০০০ পাট চাষির মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১ প্রাইভেট কার জব্দ
   জাতীয়
কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালিত
তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন,,
রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাউনিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
        'জাতীয়' - এর আরো খবর
   রাজনীতি
রূপগঞ্জে আওয়ামী লীগের কমিটি ঘোষনা
আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার - বস্ত্র ও পাটমন্ত্রী
রূপগঞ্জে জাতীয় যুব সংহতি কমিটি ঘোষনা
রূপগঞ্জে বিএনপি-জামাত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ॥ সমাবেশ
        'রাজনীতি' - এর আরো খবর
   আন্তর্জাতিক
বাংলাদেশে নতুন ডিজিটাল পাওয়ার ইনভার্টার নিয়ে এলো হুয়াওয়ে
কুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম
বোর্দো’ থেকে ‘নিউ কিউএলইডি’: ১৭ বছরে স্যামসাংয়ের উদ্ভাবন
বেসিস সফটএক্সপো’র সহযোগী হুয়াওয়ে
        'আন্তর্জাতিক' - এর আরো খবর
   অর্থ-বাণিজ্য
আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও বিকাশ
কাউনিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল এজেন্ট ব্যাংকের উদ্ধোধন
এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন হুমায়ুন রশীদ (সিআইপি)
দু’হাজার ইউনিয়নে নারী ক্ষমতায়নে ভূমিকা রাখবে গ্রামীণফোন
        'অর্থ-বাণিজ্য' - এর আরো খবর
   মুক্তিযুদ্ধ
কাউনিয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
ফুলবাড়ীতে বীরমুক্তিযোদ্ধাদের আবাসন ঘরের চাবি হস্তান্তর
রূপগঞ্জে আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
অনলাইনে মিলবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৩৮ সেবা
        'মুক্তিযুদ্ধ' - এর আরো খবর
   জেলা সংবাদ
ভালুকায় যুবলীগ নেতা সজীবের উদ্যোগে ইফতার বিতরণ
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১ প্রাইভেট কার জব্দ
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মুন্নাফ নামের এক যুবকের শরীর থেকে হাত বিছিন্ন, হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইদহ ইয়াবা গডফাদার মিরাজ ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে কট
        'জেলা সংবাদ' - এর আরো খবর
   খেলাধূলা
উচ্চ লাফ প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থান অর্জন সাদিক হৃদয়ের
আইপিএল-এ পারফর্ম করতে প্রস্তুত বাংলাদেশী তিন খেলোয়াড়!
কাউনিয়ায় ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পাচ্ছেন আরও ১৫১ ভূমিহীন ও গৃহহীন পরিবার
আইপিএল ২০২৩ এর আসর মাতাবেন তিন বাংলাদেশী খেলোয়াড়!
        'খেলাধূলা' - এর আরো খবর
   ফিচার
আমরা কি এই শিক্ষাব্যবস্থা চেয়েছিলাম?
ইতিহাসে আজকের এই দিনে
লালমাটির ক্যাম্পাস বলে খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয় /লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বলছি / আমার অস্তিত্ব, আমাদের কুবি ক্যাম্পাস
ভ্যালেন্টাইন্স ডে’তে প্রিয়জনকে দিন মনছোঁয়া উপহার
        'ফিচার' - এর আরো খবর
   দেশজুড়ে
জিপি স্টার গ্রাহকরা লে রয়্যালে পাবেন বিশেষ সুবিধা!
ফুলবাডী়তে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় গুরুতর আহত স্বামী স্ত্রী
কর্মগুনে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন বাঁশখালীর এসিল্যান্ড!
১৯০১ সালে নির্মিত কাউনিয়ায় তিস্তা রেল সেতুর মেয়াদ উর্ত্তিণের ২২ বছর পার হলেও জীবনের ঝুঁকি নিয়ে চলছে ২২টি ট্রেন
        'দেশজুড়ে' - এর আরো খবর
   বিনোদন
বায়োস্কোপ অরিজিনাল ‘কাবাডি’তে ডিপজল
বায়োস্কোপ অরিজিনাল ‘কাবাডি’তে ডিপজল
দীঘিকে ৮ম শ্রেণিতেই প্রথমবার করা হয়েছিল
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন নির্মাতা দোদুল ও লাজুক
        'বিনোদন' - এর আরো খবর
   তথ্য -প্রযুক্তি
প্রায় এক লাখ দর্শনার্থীর সমাগমে শেষ হল বেসিস সফটএক্সপো ২০২৩
জনপ্রিয় হচ্ছে ই-স্পোর্টস, সম্ভাবনা অভাবনীয় প্রবৃদ্ধির
বেসিস সফটএক্সপো ২০২৩ -এর ফাইভজি পার্টনার গ্রামীণফোন
বিশ্বজুড়ে শীর্ষ মোবাইল অপারেটরদের স্বীকৃতি দিলো ওপেনসিগন্যাল গ্রাহক অভিজ্ঞতা বিবেচনায় বাংলাদেশ থেকে গ্লোবাল রাইজিং স্টারস তালিকায় শীর্ষে গ্রামীণফোন
        'তথ্য -প্রযুক্তি' - এর আরো খবর
   চিত্র-বিচিত্র
মেয়েরা কি পর্ন দেখে? কি খোঁজে তারা পর্ন সাইটগুলোতে?
পৃথিবীর যত অদ্ভুত মানুষ
তেহারী ও বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে জড়ানো থাকে কেন?
অজাচার বা ইনসেস্ট- পারিবারিক যৌনতার এক গোপন বয়ান
        'চিত্র-বিচিত্র' - এর আরো খবর
   স্বাস্থ্য
ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা জোরদারকরন বিষয় অবহতীকরণ কর্মশালা অনুষ্ঠিত
অভিভাবকদের অভিযোগ কাউনিয়ায় টাকা বিনিময় মিলছে ইপিআই টিকা কার্ড
আমতলীতে ইউনিক স্পেশালাইজড হসপিটালে ভুল আল্ট্রাসাউন্ড প্রতিবেদনে চিকিৎসা! রোগীদের অবস্থা সংঙ্কটজনক।
        'স্বাস্থ্য' - এর আরো খবর
   শিক্ষা
মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান।
কাউনিয়ার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬জন দুস্থ ছাত্রীর মাঝে আর্থিক অনুদান বিতরণ
নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়, সংবর্ধনা ও মা- সমাবেশ
রূপগঞ্জে পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান।
        'শিক্ষা' - এর আরো খবর
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ রাসেল মোল্লা

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক মাসুম হাসান৷ সহকারী-বার্তা সম্পাদক লাকী আক্তার । বার্তা বিভাগ ফোন 01914220053

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com, facebook- notunbazar / সম্পাদক dhaka club
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamicsolution IT [01686797756]