খেলাধূলা -
ফুলবাড়ী লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন হ্যাপি গার্মেন্টস

মোঃ আফজাল হোসেন, 

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি   

 

দিনাজপুরের ফুলবাড়ী লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলায় জিরো সেভেন টাইটেলসকে ৫ উইকেটে হারিয়ে হ্যাপি গার্মেন্টস ক্রীকেট দল চ্যাম্পিয়ন হাওয়া গৌরব অর্জন করেন।

গত ২২ ডিসেম্বর ২০২৩ সালে ১০টি দল নিয়ে শুভ উদ্বোধন হওয়া লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ ফাইনাল খেলা গত ২০ এপ্রিল ২০২৪ শনিবার বিকাল ৩টায় ফুলবাড়ী সরকারী কলেজে মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ এর আয়োজক কমিটির সভাপতি অমিত সরকার, ফুলবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর এসএম আব্দুল্যহ নুরুজ্জামান, হ্যাপি গার্মেন্ট এর মালিক রোমান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় টস জিতে ফিল্ডি নেন হ্যাপি গার্মেন্টস প্রথম ইনিংসে জিরো সেভেন টাইটেলস ১৮.৩ অভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেন। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ করে হ্যাপি গার্মেন্টস চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন খেলায় আমন্ত্রীত অতিথিবৃন্দ।

 

নিশাঙ্কা ও আসালাঙ্কার ব্যাটিং নৈপুণ্যে সিরিজ সমতায় লঙ্কানরা

টাইগারদের টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর প্রথম ওয়ানডেতে হেরে পিছনে পড়ে যায় লঙ্কানরা। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরিয়েছে সফরকারীরা। তাই শেষ ম্যাচটি দুই দলের জন্য অঘোষিত ফাইনাল।

শুক্রবার (১৫ মার্চ) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের ২৮৭ রানে লক্ষ্য দেয় টাইগাররা। জবাব দিতে নেমে তিন উইকেট এবং ১৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসে প্রথম বলেই শরিফুলের শিকার হন আভিষ্কা ফার্নান্দো। ১৬ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন কুশল মেন্ডিস। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা সামারাবিক্রমা। ৪ বলে ১ রান করে আউট হন তিনি।

 

তবে পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ১০০ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই লঙ্কান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন চারিথ আসালাঙ্কা। ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন দুজনই।

১১৪ রানে নিশাঙ্কাকে সাজঘরে ফেরান মিরাজ। এরপর ৯৩ বলে ৯১ রান করে আসালাঙ্কা আউট হলেও ততক্ষণে লঙ্কানদের জন্য জয়ের পথটা সহজ হয়ে যায়। ৪২তম ওভারে জানিথ লিয়ানাগেকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন তানজিম সাকিব। ১৬ বলে ৯ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। এতে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা।

 

শেষ পর্যন্ত ওয়েনিন্দু হাসানাঙ্কার ১৬ বলের ২৫ রান এবং দুনিথ ওয়েল্লালাগের ২৬ বলের অপরাজিত ১৫ রানে ভর করে তিন উইকেট এবং ১৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

 

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এ ছাড়াও তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। তবে নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার। তবে দুটি জীবন পেয়েও ফিফটি পূরণ করতে পারেননি শান্ত। ৩৯ বলে ৪০ রান করে আউট হন তিনি।

শেষ বলে ছক্কা মেরে বি বাড়িয়া একাদশের ঐতিহাসিক জয়

সুমন আবদুল লতিফ 

স্টাফ রিপোর্টার 

 

২৫ এবং ২৬ ফেব্রুয়ারি কুয়েতের ৬৩ তম জাতীয় দিবস ও ৩৩ তম স্বাধীনতা দিবস। বর্ণিল আয়োজনে পালিত হয়েছে দিবসটি। দিনটি স্মরণীয় করতে কুয়েতে প্রবাসী বাংলাদেশীরা টি-১০ হালা ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করে। টান টান উত্তেজনা আর নাভিশ্বাস লড়াইয়ের মধ্যদিয়ে এই খেলায় কুয়েতে সবচেয়ে অভিজাত এবং শক্তিশালি ক্রিকেট দল হিসেবে পরিচিত আই আই ওয়াই দলকে হারিয়ে বি বাড়িয়া একাদশ ক্লাব ঐতিহাসিক জয় পেয়েছে।  

কুয়েতের জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর উদ্যোগে এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো টি-১০ হালা ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর আয়োজনে এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহযোগিতায় এই খেলায় প্রবাসী বাংলাদেশীদের মোট ১২টি দল অংশ নেয়। দল গুলো হলো জিলিব প্রবাসী, বি বাড়ীয়া একাদশ, আই আই ওয়াই, সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বেঙ্গল এব্রাম্স, আল ফয়সল, মুন্সিগঞ্জ স্টার, খুলনা টাইটান্স, খুলনা রয়েল, বরিশাল ব্রাদার্স, মারাফি বেঙ্গল। দুই দিনব্যাপী নকআউট খেলার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় সোমবার আল রাই ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় হাসান কামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল রাই পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ নাহার আল মোতাইরী, আবদুল আজীজ আল জাহাবী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, খেলার স্পন্সর মোঃ সারোয়ার। মরুর মাঠে খেলা উপভোগ করতে জড় হয় দেশ বিদেশী অসংখ্য দর্শক। বিদেশি দর্শকরা যেমন করেছে আয়োজকদের প্রশংসা তেমনি দেশটির নাগরিকরা আগামীতে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দেন।  

দীর্ঘদিন পর এমন আয়োজনে আনন্দিত প্রবাসী দর্শকরা। এমন আয়োজনে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল হওয়ার পাশাপাশি সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট হবে মনে করেন প্রবাসীরা।

 

কুয়েতে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট দলে সবচেয়ে অভিজাত এবং শক্তিশালি ক্রিকেট দল হিসেবে পরিচিত আই আই ওয়াই। এই দলকে পরাজিত করা অবিস্মরণীয় ঐতিহাসিক জয় বলেন বি বাড়ীয়া একাদশের ক্যাপ্টেন মনির।

 

ফাইনাল খেলার টসে জিতে প্রথমে বেটিং করেন আই আই ওয়াই। চার উইকেটে ১২৩ রান তুলে স্কোর বোর্ডে। ১২৪ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বি বাড়িয়া একাদশ । চার উইকেট হারিয়ে নয় ওভার পাঁচ বলে ১১৯ রান নিলে, সর্বশেষ একটি বলে টার্গেট পুরনে পাঁচ রান দরকার, টান টান উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে লাষ্ট বলে সাব্বিরের ব্যাটে ছক্কা ম্যাচ শেষে জয়ের হাসি বি বাড়িয়া একাদশের। অন্যদিকে সর্বোচ্চ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন সাব্বির।  

 

ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারে আয়োজনে এক আন্তঃ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারের আয়োজনে এক বিশাল আন্তঃ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট ম্যাচে অংশগ্রহন করে কোচিং সেন্টারের ছাত্র শিক্ষক বিন্দু। খেলা পরিচালনায় সভাপতিত্বকরেন ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারের পরিচালক মোঃ শরীফ ভূইয়া। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উৎসাহিত করতে হবে। এতে করে সমাজের যে নৈতিক অবক্ষয়গুলো ঘটছে তা অনেকটাই কমে যাবে।এই খেলায় উভয় দল ১৫ ওভার করে খেলার সুযোগ পায়। শিক্ষকদের টিম ৩৮ রানে জয় লাভ করে।খেলা শেষ দুই দলের খেলোয়াড়দের কে রান্না করা খাবার খাওয়ানো হয়।

আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্লেনরিচ স্কুল

মো: রাসেল মোল্লা 

  

অনূর্ধ্ব-১৯ নারী আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। স্কলাস্টিকা স্কুল আয়োজিত এই টুর্নামেন্টটি গত ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

রাজধানীর বিভিন্ন বিদ্যালয় থেকে পৃথকভাবে ছেলে (পুরুষ) ও মেয়ে (নারী) শিক্ষার্থীদের দল এই ইভেন্টে অংশগ্রহণ করে। নারীদের অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপের জন্য স্কলাস্টিকা উত্তরা (এসআরইউ), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল (ওআইএস), গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল (জিআইএস), সানবিমস, স্যার জন উইলসন স্কুল এবং প্লেপেন স্কুল প্রতিদ্বন্দ্বিতা করে।

ফাইনালে স্কলাস্টিকা স্কুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, “ফুটবল দলের মেয়েদের অভিনন্দন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গর্বিত করার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। একইসাথে অংশগ্রহণকারী সব দল দুর্দান্ত স্পোর্টসম্যানশিপ প্রদর্শন করেছে, যা প্রশংসনীয়। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম, যেমন খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিতে উত্সাহিত করতে হবে। এ ধরণের কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিকাশে ভূমিকা রাখবে।”

 

উল্লেখ্য, গ্লেনরিচ স্কুল শিক্ষার্থীদের সার্বিক উন্নতি এবং জীবনযুদ্ধে এগিয়ে থাকার জন্য বিভিন্ন পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী সুহানা সালহা জাহান (গ্রেড - সপ্তম) এবং ফারিজা জাহিদ (গ্রেড - অষ্টম) টুর্নামেন্টের সেরা গোলরক্ষক এবং শীর্ষ গোলদাতা (টপ স্কোরার) হিসেবে পুরস্কার লাভ করেন।

ফটো ক্যাপশন: স্কলাস্টিকা স্কুলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৯) চ্যাম্পিয়ন হয় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। স্কলাস্টিকা স্কুল আয়োজিত এই টুর্নামেন্টটি গত ১৯ ও ২০ জানুয়ারী অনুষ্ঠিত হয়।

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার৭১.কম

কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত।

কোটচাঁদপুর প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেমিফাইনাল আজ ১১ অক্টোবর বিকাল ৪ টার সময়, দুটি শক্তিশালি দল অংশ গ্রহণ করেন, কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ ও বড়বামন্দাহ ফুটবল একাদশ। 

কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন জনাব মুহিদুল ইসলাম সহকারি শিক্ষক, কুশনা মাধ্যমিক বিদ্যালয় প্রধান অতিথি জনাব মোঃ মফিজুল রহমান প্রধান শিক্ষক, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ অতিথি কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব এর সকল সদস্য বৃন্দ।

 

উক্ত খেলাটি পরিচালনা করেন ওয়াসিম আকরাম টনি।কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ এর পক্ষে খেলোয়ার গান হলেন : শাওন, সুদীপ,তরিকুল,হেলাল, সবুজ, জামাল (ক্যাপ্টেন),স্বাধীন,হানিফ,মানিক ,অনিক

(গোলকিপার),শীলন,আশিক,রবিউল। 

বড়বামন্দাহ ফুটবল একাদশ এর পক্ষে খেলোয়াড় হলেন, পারভেজ,ইসরাইল,হাসান,সাইফুল, পাপ্পু,সিয়াম,শাহা জান,সুমন,তানজিল,রাব্বি, রুহুল,বাবলু ইসরা। 

 

ফুটবল, যা সাধারণত ফুটবল বা সকার নামে পরিচিত,একটি দলগত খেলা যা ০৯ +০৯ = ১৮ জন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয়।ঐতিহ্যগতভাবে, খেলাটি ৩০ মিনিট করে দুই অংশের খেলা হয়ে থাকে, মোট ম্যাচের সময় ৬০ মিনিট খেলা করান রেফারি মোঃ টুটুল । কিন্তু উভয় দলের মধ্যে কোন গোল হয় নি। ট্রাইবেকারে কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ কে হারিয়ে

১ গোলে বড়বামন্দাহ ফুটবল একাদশ এগিয়ে আছে। জাজমেন্ট ছিলেন ২ জন কাজী সোহাগ ও রাবন,ধারাভাষ্যকার ছিলেন শিব দাদা।

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা কিনা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে পরাজিত হয়েছে।

মঙ্গলাবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি সরাসরি দেখাবে টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, এ স্পোর্টস।

 

হায়দরাবাদেই নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের ভেন্যুও একই জায়গায় হওয়ায় বাড়তি সুবিধা বাবর আজমের দলের। নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস দ্বৈরথের ভেন্যুও ছিল একই। ব্যাক টু ব্যাক ম্যাচ আয়োজনে শতভাগ প্রস্তুত থাকবে তো রাজীব গান্ধী স্টেডিয়াম? এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ের দূর্বলতা বড় চিন্তার নাম পাকিস্তানের। ইমাম উল হক কিংবা ফখর জামান দু’জনই অধারাবাহিক। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে নিশ্চয়ই সেদিকে বাড়তি নজর থাকবে দলের।তাই তো জয়ের ধারা অব্যাহত রাখতে এক পরিবর্তনের কথা ভাবছে পাকিস্তান দল। ফখর জামানের জায়াগায় দলে ডাক পেতে পারেন আবদুল্লাহ শফিক। রোববার মিকি আর্থার এএফপিকে বলেন, ‘আমি তার (ফখর) ফর্ম নিয়ে চিন্তিত নই, সে একজন ভালো খেলোয়াড় এবং বড় স্কোর থেকে মাত্র এক ইনিংস দূরে।’যথারীতি ব্যাটিং অর্ডারে চার নম্বরে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করতে না পারা ইফতেখার আহমেদ শ্রীলংকার বিপক্ষে ব্যাট ও বল দুই হাতেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাইবেন।মোহাম্মদ নওয়াজ এবং শাদাব খানও তাদের অলরাউন্ডার ক্ষমতার সেরা পারফরম্যান্সের জন্য মুখিয়ে থাকবেন। লাইনআপের চূড়ান্ত তিনটি স্লটে হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলী সহ ফাস্ট বোলার থাকবে।পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

শেষ প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত।  

আবহাওয়ার পূবার্ভাস অনুযায়ী এই ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কাও। গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৭ শতাংশ। ১৮.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাই ম্যাচটিতে হানা দিতে পারে বৃষ্টি।

প্রস্তুতি ম্যাচে একাদশ নির্ধারিত থাকে না। ব্যাটাররা ব্যাটিং ঝালিয়ে নেন। বোলাররা বল করে প্রস্তুতি সেরে নিতে পারেন। আর তাই কেউ ব্যাটিং করলেও তার ফিল্ডিং বা বোলিং করতে হবে এমন বিধি-নিষেধ নেই।

নিজদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এই ম্যাচ জিতেই বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে চায় টিম টাইগার। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আর তাই প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও খেলবেন না টাইগার অধিনায়ক।

শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা

শুরু হয়ে গেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ উত্তেজনা। এবারের বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর দেশ ছেড়েছে টাইগাররা।আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা।প্রস্তুতি ম্যাচ হওয়ায় প্রচলিত নিয়ম-কানুনে কিছুটা ছাড় থাকবে। দলে থাকা ১৫ জনের যেকোনো ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোনো ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পর উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন।বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। মুশফিক-মাহমুদউল্লাহদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর একই সময়ে।দুটি ম্যাচই টেলিভিশনে সম্প্রচার করা হবে। সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি। ভারতের স্টার স্পোর্টস-২ ও স্টার স্পোর্টস-২ এইচডি’তেও দেখা যাবে ম্যাচটি। এছাড়া বিভিন্ন অ্যাপে সাবস্ক্রাইব করেও টাইগারদের প্রস্তুতি ম্যাচ উপভোগের সুযোগ রয়েছে।

মুড়াপাড়া খেলোয়াড়দের মাঝে সরঞ্জামাদী বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

 

রূপগঞ্জের মুড়াপাড়া স্পোটিং ক্লাবের অর্ধশতাধিক ফুটবল খেলোয়াড়ের মাঝে জার্সি, ট্রাকস্যুট, ট্রাওজার, মোজা ও ব্যাগ বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, মুড়াপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি ও মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ এ খেলার সরঞ্জামাদী বিতরণ করেন। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিতরণী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সবেক সদস্য মাহমুদ হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউর রহমান রিপন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ ভুঁইয়া, উপদেষ্টা এজাজ আহম্মেদ, মুড়াপাড়া ইউপি সদস্য আলম হোসেন, আবু ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মুড়াপাড়া ইউপি সদস্য তাওলাদ হোসেন, ক্রীড়া অনুরাগী ও মুড়াপাড়া স্পোটিং ক্লাবের সদস্য হেদায়েত আহম্মেদ রিপন প্রমুখ।

 

 পরে খেলোয়াড়দের মাঝে জার্সি, ট্রাকস্যুট, ট্রাওজার, মোজা ও ব্যাগ বিতরণ করা হয়। 

ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসির ছেলেও

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই রীতিমতো উড়ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মায়ামিকে শুধু শিরোপা জেতানো নয়, ব্যর্থতার বৃত্তে থাকা দলটিকে নিয়ে যাচ্ছেন সেরাদের কাতারে। ৩৬ বছর বয়সেও মেসির এমন ছন্দময় ফুটবলে হতবাক যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা। ভক্তদের জন্য সুখবর, বাবা মেসির পর এবার মায়ামির জার্সিতে দেখা যাবে ছেলে থিয়াগোকে 

গত সোমবার (২৮ আগস্ট) ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামির একাডেমিতে অনূর্ধ্ব–১২ দলে যোগ দিতে যাচ্ছে মেসির বড় ছেলে। ২০২৩–২৪ মৌসুমের দলের সঙ্গে যোগ দেবে থিয়াগো। সেখানে ইন্টার মায়ামির বিভিন্ন পর্যায়ের যুবদলে থাকা ১৫০ ফুটবলারের সঙ্গে খেলবে মেসি জুনিয়র।

চলতি মৌসুমেই থিয়াগোর পাশাপাশি বিভিন্ন পর্যায়ে আরও ৩৪ তরুণের অভিষেক হবে এই একাডেমিতে। যদিও এর আগে বার্সেলোনার ছয় থেকে আট বছর বয়সীদের একটি প্রজেক্টে যুক্ত ছিল থিয়াগো। ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুশীলন করবে মেসির ছেলে। এর ঠিক পাশেই বাবা মেসির অনুশীলন মাঠ।

২০১৯ সালে মায়ামির একাডেমি প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে তারা বেশকিছু প্রতিভাবান খেলোয়াড় তৈরি করেছে। সেখান থেকে ওঠে আসা বেঞ্জামিন ক্রেমাশি, ডেভিড রুইজ ও নোয়া অ্যালেনরা তো এখন মেসির সতীর্থ হিসেবে খেলছেন। এবার মায়ামি থেকেই ফুটবলে নিজের গল্পটা শুরু করতে যাচ্ছে জুনিয়র মেসি। তবে, বাবার মতো সফল হতে পারবেন তো থিয়াগো? সে উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।

এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ।

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাদ পড়েছেন টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাকিবের নেতৃত্বেই দল ঘোষণা করে প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু।এর আগে প্রথম দল হিসেবে গত ৯ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করে আয়োজক পাকিস্তান। আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট। পাকিস্তান ও শ্রীলঙ্কার বসতে যাচ্ছে এবারের আসর। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। এটি এশিয়া কাপের ১৬তম আসর। ওয়ানডে ফরম্যাটে এবারের আসরটি হচ্ছে ১৪তম।৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান মূল আয়োজক হলেও সহআয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মোট ম্যাচ ১৩টি, শ্রীলঙ্কায় হবে ৯ ম্যাচ। বাকি ৪ ম্যাচ পাকিস্তানে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশ সময় পাবে মাত্র দুদিন।দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে ছয় দল। গ্রুপ ‘এ’ তে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল। এশিয়া কাপ খেলতে ২৬ আগস্ট শ্রীলঙ্কা উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত,  তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।

ভালুকার চামিয়াদীতে অটো চালক বনাম ভ্যানন চালক দের ফুটবল খেলা অনুষ্ঠিত।

 

 

আবু ইউসুফ নিজস্ব প্রতিনিধি।

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে চামিয়াদী অটো ইজি বাইক শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ জুলাই ) বিকেলে ওই ইউনিয়নের চামিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব মোঃ নূরুল ইসলাম,

 

এ সময় চামিয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সায়হাম কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আলী আকবর, আবুল মনসুর, মোঃ ইদ্রিস আলী, আঃ জলিল,মোঃ বিল্লাল হোসেন মাতাব্বর, মোঃ শাহজাহান, মির্জা কাদের, কিবরিয়া, মোঃ বিল্লব হোসেন, মোঃ আইনাল হক, মোঃ আজিবর, মোঃ নজরুল ইসলাম প্রমুখ । এসময় স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

খেলা উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল বাছেদ পিন্টু।

 

ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দেখতে আসেন স্থানীয় হাজার হাজার ক্রিয়া-প্রেমী জনতা।

 

ফুটবল টুর্নামেন্টে চামিয়াদী অটো ভ্যান একাদশ ৫-১ গোলে চামিয়াদী অটো ইজি বাইক একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি খাশি।

খেলা টি পরিচালনা করেন, ফুটবলার সুরুজ বাঙ্গালী, মোঃ শরীফ তালুকদার, মোঃ শফিকুল ইসলাম।

 

অটো ইজি ট্রেড ইউনিয়ন চামিয়াদী শাখার উদ্যোগে 

টুর্নামেন্টটি আয়োজন করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ বাবুল হোসেন বাবু ও সাধারন সম্পাদক মোঃ হেলাল মাতাব্বর। 

 

অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্য ছিলেন, খোকা খান।

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, 

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

 

ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চিরিবন্দর উপজেলা ফুটবল একাদশ দিনাজপুর বনাম বদরগঞ্জ ফুটবল একাডেমী রংপুর এর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেল সাড়ে ৫টায় বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর আয়োজনে দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। খেলার শুভ উদ্বোধক ছিলেন, বিশিষ্ট্য ব্যবসায়ী মোসার্স মন্ডল কোঃ লিঃ এর স্বত্তাধীকারী মোঃ আজম মন্ডল রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটের সভাপিত মোঃ হারুন-উর-রশিদ হারুন, ৭,৮,৯ নং ওয়ার্ড শিবনগর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মঞ্জুয়ারা বিউটি, ম্যানেজার গণ উন্নয় কেন্দ্র ফুলবাড়ী রাজু কুমার। বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট এর ধারা ভাস্কর হিসাবে খেলাটি পরিচালনা করেন, বীরগঞ্জ উপজেলার তাইফুল ইসলাম তপু, রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন বীরমুক্তিযোদ্ধ মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর শহীদুজ্জামান বাবু। সহকারী রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন, রুহেল হাসদা জনি মন্ডল। সার্বিক পরিচালনায় ছিলেন, মোঃ তারিকুজ্জামান শুভ। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে ক্রেস তুলে দেন বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভ। আয়োজনে ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভ।

 

আইপিএল ২০২৩ ভবিষ্যতের চার!

উম্মে সালমা উর্মি 

 স্টাফ রিপোর্টার 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু থেকেই তরুণ খেলোয়ারদের প্রতিভা প্রদর্শনের জায়গা হিসেবে

বিবেচিত হয়ে এসেছে। আইপিএল-কে বলা যেতে পারে উদীয়মান ক্রিকেটার তৈরির আঁতুড় ঘর। অতীতের

আইপিএল আয়োজনগুলোর মতো এ বছরের আইপিএল-এও অনেক তরুণ খেলোয়াড়ের দেখা পাওয়া গেছে, যারা

ফ্যান ও ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছেন। বিভিন্ন বিশ্লেষকদের মতে, টিম ইন্ডিয়া’র ভবিষ্যৎ

হিসেবে দেখা হচ্ছে এই চারজনকে- যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড় ও অর্শদীপ সিং; এই

খেলোয়াড়দের বয়স এখনো ২৭ পেরোয়নি, কিন্তু তারা সবাই নিজ নিজ দলের সফলতার পেছনে অভাবনীয় ভূমিকা

রেখেছেন। এবারের অবিস্মরণীয় আইপিএল ২০২৩’র যাত্রা ও উদীয়মান তারকা যারা ক্রিকেট বিশ্বকে চমকে

দিয়েছেন, তাদের সফলতা সম্পর্কে চলুন জেনে নেয়া যাক!

 

যশস্বী জয়সওয়াল - নির্ভয় ‘বিস্ময় বালক’

রাজস্থানের ৪ কোটি রুপি মূল্যের খেলোয়াড় যশস্বী জয়সওয়াল মাত্র ২২ বছর বয়সেই আইপিএলে তার জন্য

জায়গা করে নিয়েছেন। মুম্বাইয়ে বেড়ে ওঠা জয়সওয়ালের জীবন যেন কোনো সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়!

রাস্তায় খাবার বিক্রি করা থেকে শুরু করে পেশাজীবী ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তোলা, তার প্রতিজ্ঞা

আর প্রতিভার মধ্যেই যেন লুকিয়ে ছিল অপার বিস্ময়। আইপিএল ২০২৩ এর মধ্য দিয়ে অন্যতম প্রভাবশালী

খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেন যশস্বী, যেখানে মাত্র ১৪ ম্যাচে তার রানের সংগ্রহ ৬শ’রও বেশি, এর মধ্যে

সর্বোচ্চ স্কোর হিসেবে রয়েছে ৬২ বল খরচ করে ১২৪ রান! ধারাবাহিক পারফরমেন্সের কারণে তিনি তার

টিমের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন। জয়সওয়ালের ব্যাটিং দক্ষতা ও নির্ভয় মানসিকতা

তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে।

শুবমান গিল - সহজাত বিস্ময়

বর্তমানের অন্যতম কৌশলী ও সহজাত মেধাবী তরুণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া শুবমান গিল তার

বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্কতা দেখিয়েছেন। মাত্র ২৩ বছর বয়সেই টাইটানের এই ব্যাটার ১৩ ম্যাচে

৫৭৬ রানের বিস্ময়কর রেকর্ড গড়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তার দলকে শীর্ষে নিয়ে গেছে।

গিলের পুরো মাঠজুড়ে খেলার অনন্য সক্ষমতা তাকে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশংসার দবিদার

করেছে। চমৎকার স্ট্রোক আর ঠান্ডা মেজাজের খেলা যেন তাকে ধারাবাহিক রান-সংগ্রাহক আর ভবিষ্যৎ

ভারতের সম্ভাবনাময় তারকা হিসেবে প্রস্তুত করছে।

আইপিএল ২০২৩ এর বিস্তারিত জানতে আর আকর্ষণীয় সব নিউজ ও আপডেট পেতে ভিজিট করুন

parimatchnews.com ।

 

রুতুরাজ গায়কোয়াড় – প্রতিপক্ষের ঝড়

ক্রিজে রুতুরাজ গায়কোয়াড়ের শান্ত ও সৌম্য অভিব্যক্তি ইতোমধ্যে বিশ্বজুড়ে ক্রিকেট ফ্যানদের দৃষ্টি

আকর্ষণে সক্ষম হয়েছে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা মান্য করে চেন্নাই সুপার কিংসের বাধ্যগত এই

তরুণ বলেন, “আমাদের ক্যাপ্টেন যেকোনো পরিস্থিতিকে সবসময় হাসিমুখে বরণ করে নিতে বলেছেন।” আর তাই

তো ২৬ বছর বয়সী এই স্টাইল আইকন হাসিমুখে ঝড় তোলেন প্রতিপক্ষের বোলারদের বলে। নানান রকম

স্ট্রোক খেলা ও যেকোনো বলকে নিখুঁত নিশানায় পাঠানোর দক্ষতা রাখেন গায়কোয়াড়। মাত্র ১৩ ম্যাচে

৫শ’রও বেশি রান সংগ্রহ করে টিমকে ফাইনালের কোয়ালিফায়ার করার পেছনে তার উল্লেখযোগ্য অবদান

রয়েছে। চমৎকার ব্যাটিং কৌশলের পাশাপাশি টপ-অর্ডার ধরে রাখার সক্ষমতা, ইতোমধ্যে তাকে ভারতীয়

ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে গ্রহণযোগ্য করে তুলেছে।

 

অর্শদীপ সিং - বল হাতে মূর্তিমান আতঙ্ক

যদিও টি২০ ফরম্যাটের ক্রিকেটে, সাধারণত স্পটলাইট প্রায়শই ব্যাটসম্যানদের উপর উজ্জ্বল হয়ে ওঠে।

তবে, আইপিএল ২০২৩-এ মেধাবী তরুণ হিসেবে বোলারদের মধ্য থেকে একজন উজ্জ্বল প্রতিভা হিসাবে

আবির্ভূত হয়েছেন আর্শদীপ সিং। ২৩ বছর বয়সী এই বাঁহাতি বোলার ইতোমধ্যে তার অসাধারণ নিখুঁত দক্ষতা

ও সক্ষমতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৪ ম্যাচেই তিনি শিকার করেছেন ১৭ উইকেট, এর মধ্যে সবচেয়ে সেরা

স্কোরটি হচ্ছে মাত্র ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট! আর্শদীপের দুই দিকে বল সুইং করা আর বলের গতি

অবিশ্বাস্যভাবে পরিবর্তন করে ফেলার অসাধারণ দক্ষতা যেকোন অভিজ্ঞ ব্যাটসম্যানকেও ঝামেলায় ফেলে

দেয়। বিশেষ করে, ডেথ ওভারগুলোতে গতি ধরে রেখে মানসম্মত বল করায় নৈপুণ্য প্রদর্শন করেছেন তিনি।

অর্শদীপের এই সক্ষমতা তার টিমের জন্য বিশেষ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও

তার পরিচিতি এনে দিয়েছে।

বিশ্বজুড়ে ক্রিকেট খেলোয়াড়দের তাদের অনন্য কৌশল রয়েছে এবং তাদের এই কৌশলই তাদেরকে একটি ম্যাচ

জিততে সক্ষম করে। আইপিএলের অন্যান্য উঠতি তারকাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন

parimatchnews.com ।

আইপিএল সবসময়ই তরুণ প্রতিভাদের উত্থান ও উজ্জ্বল হওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত; আর

২০২৩ এর মৌসুম এক্ষেত্রে নিঃসন্দেহে সফল। এই প্ল্যাটফর্মে যশস্বী, শুবমান, গায়কোয়াড় বা অর্শদীপের

মতো এমন অনেক খেলোয়াড় তাদের নৈপুণ্য প্রদর্শন করেছেন। ফলে এটি নিশ্চিত করেই বলা যায়, ভারতীয়

ক্রিকেটের ভবিষ্যৎ সক্ষম হাতেই থাকছে। গ্ল্যামারাস এই টুর্নামেন্টটি গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে

যাচ্ছে, আর বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞরা এই খেলোয়াড়দেরউম্মে সালমা উর্মি 

 স্টাফ রিপোর্টার 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু থেকেই তরুণ খেলোয়ারদের প্রতিভা প্রদর্শনের জায়গা হিসেবে

বিবেচিত হয়ে এসেছে। আইপিএল-কে বলা যেতে পারে উদীয়মান ক্রিকেটার তৈরির আঁতুড় ঘর। অতীতের

আইপিএল আয়োজনগুলোর মতো এ বছরের আইপিএল-এও অনেক তরুণ খেলোয়াড়ের দেখা পাওয়া গেছে, যারা

ফ্যান ও ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছেন। বিভিন্ন বিশ্লেষকদের মতে, টিম ইন্ডিয়া’র ভবিষ্যৎ

হিসেবে দেখা হচ্ছে এই চারজনকে- যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড় ও অর্শদীপ সিং; এই

খেলোয়াড়দের বয়স এখনো ২৭ পেরোয়নি, কিন্তু তারা সবাই নিজ নিজ দলের সফলতার পেছনে অভাবনীয় ভূমিকা

রেখেছেন। এবারের অবিস্মরণীয় আইপিএল ২০২৩’র যাত্রা ও উদীয়মান তারকা যারা ক্রিকেট বিশ্বকে চমকে

দিয়েছেন, তাদের সফলতা সম্পর্কে চলুন জেনে নেয়া যাক!

 

যশস্বী জয়সওয়াল - নির্ভয় ‘বিস্ময় বালক’

রাজস্থানের ৪ কোটি রুপি মূল্যের খেলোয়াড় যশস্বী জয়সওয়াল মাত্র ২২ বছর বয়সেই আইপিএলে তার জন্য

জায়গা করে নিয়েছেন। মুম্বাইয়ে বেড়ে ওঠা জয়সওয়ালের জীবন যেন কোনো সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়!

রাস্তায় খাবার বিক্রি করা থেকে শুরু করে পেশাজীবী ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তোলা, তার প্রতিজ্ঞা

আর প্রতিভার মধ্যেই যেন লুকিয়ে ছিল অপার বিস্ময়। আইপিএল ২০২৩ এর মধ্য দিয়ে অন্যতম প্রভাবশালী

খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেন যশস্বী, যেখানে মাত্র ১৪ ম্যাচে তার রানের সংগ্রহ ৬শ’রও বেশি, এর মধ্যে

সর্বোচ্চ স্কোর হিসেবে রয়েছে ৬২ বল খরচ করে ১২৪ রান! ধারাবাহিক পারফরমেন্সের কারণে তিনি তার

টিমের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন। জয়সওয়ালের ব্যাটিং দক্ষতা ও নির্ভয় মানসিকতা

তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে।

শুবমান গিল - সহজাত বিস্ময়

বর্তমানের অন্যতম কৌশলী ও সহজাত মেধাবী তরুণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া শুবমান গিল তার

বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্কতা দেখিয়েছেন। মাত্র ২৩ বছর বয়সেই টাইটানের এই ব্যাটার ১৩ ম্যাচে

৫৭৬ রানের বিস্ময়কর রেকর্ড গড়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তার দলকে শীর্ষে নিয়ে গেছে।

গিলের পুরো মাঠজুড়ে খেলার অনন্য সক্ষমতা তাকে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশংসার দবিদার

করেছে। চমৎকার স্ট্রোক আর ঠান্ডা মেজাজের খেলা যেন তাকে ধারাবাহিক রান-সংগ্রাহক আর ভবিষ্যৎ

ভারতের সম্ভাবনাময় তারকা হিসেবে প্রস্তুত করছে।

আইপিএল ২০২৩ এর বিস্তারিত জানতে আর আকর্ষণীয় সব নিউজ ও আপডেট পেতে ভিজিট করুন

parimatchnews.com ।

 

রুতুরাজ গায়কোয়াড় – প্রতিপক্ষের ঝড়

ক্রিজে রুতুরাজ গায়কোয়াড়ের শান্ত ও সৌম্য অভিব্যক্তি ইতোমধ্যে বিশ্বজুড়ে ক্রিকেট ফ্যানদের দৃষ্টি

আকর্ষণে সক্ষম হয়েছে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা মান্য করে চেন্নাই সুপার কিংসের বাধ্যগত এই

তরুণ বলেন, “আমাদের ক্যাপ্টেন যেকোনো পরিস্থিতিকে সবসময় হাসিমুখে বরণ করে নিতে বলেছেন।” আর তাই

তো ২৬ বছর বয়সী এই স্টাইল আইকন হাসিমুখে ঝড় তোলেন প্রতিপক্ষের বোলারদের বলে। নানান রকম

স্ট্রোক খেলা ও যেকোনো বলকে নিখুঁত নিশানায় পাঠানোর দক্ষতা রাখেন গায়কোয়াড়। মাত্র ১৩ ম্যাচে

৫শ’রও বেশি রান সংগ্রহ করে টিমকে ফাইনালের কোয়ালিফায়ার করার পেছনে তার উল্লেখযোগ্য অবদান

রয়েছে। চমৎকার ব্যাটিং কৌশলের পাশাপাশি টপ-অর্ডার ধরে রাখার সক্ষমতা, ইতোমধ্যে তাকে ভারতীয়

ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে গ্রহণযোগ্য করে তুলেছে।

 

অর্শদীপ সিং - বল হাতে মূর্তিমান আতঙ্ক

যদিও টি২০ ফরম্যাটের ক্রিকেটে, সাধারণত স্পটলাইট প্রায়শই ব্যাটসম্যানদের উপর উজ্জ্বল হয়ে ওঠে।

তবে, আইপিএল ২০২৩-এ মেধাবী তরুণ হিসেবে বোলারদের মধ্য থেকে একজন উজ্জ্বল প্রতিভা হিসাবে

আবির্ভূত হয়েছেন আর্শদীপ সিং। ২৩ বছর বয়সী এই বাঁহাতি বোলার ইতোমধ্যে তার অসাধারণ নিখুঁত দক্ষতা

ও সক্ষমতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৪ ম্যাচেই তিনি শিকার করেছেন ১৭ উইকেট, এর মধ্যে সবচেয়ে সেরা

স্কোরটি হচ্ছে মাত্র ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট! আর্শদীপের দুই দিকে বল সুইং করা আর বলের গতি

অবিশ্বাস্যভাবে পরিবর্তন করে ফেলার অসাধারণ দক্ষতা যেকোন অভিজ্ঞ ব্যাটসম্যানকেও ঝামেলায় ফেলে

দেয়। বিশেষ করে, ডেথ ওভারগুলোতে গতি ধরে রেখে মানসম্মত বল করায় নৈপুণ্য প্রদর্শন করেছেন তিনি।

অর্শদীপের এই সক্ষমতা তার টিমের জন্য বিশেষ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও

তার পরিচিতি এনে দিয়েছে।

বিশ্বজুড়ে ক্রিকেট খেলোয়াড়দের তাদের অনন্য কৌশল রয়েছে এবং তাদের এই কৌশলই তাদেরকে একটি ম্যাচ

জিততে সক্ষম করে। আইপিএলের অন্যান্য উঠতি তারকাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন

parimatchnews.com ।

আইপিএল সবসময়ই তরুণ প্রতিভাদের উত্থান ও উজ্জ্বল হওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত; আর

২০২৩ এর মৌসুম এক্ষেত্রে নিঃসন্দেহে সফল। এই প্ল্যাটফর্মে যশস্বী, শুবমান, গায়কোয়াড় বা অর্শদীপের

মতো এমন অনেক খেলোয়াড় তাদের নৈপুণ্য প্রদর্শন করেছেন। ফলে এটি নিশ্চিত করেই বলা যায়, ভারতীয়

ক্রিকেটের ভবিষ্যৎ সক্ষম হাতেই থাকছে। গ্ল্যামারাস এই টুর্নামেন্টটি গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে

যাচ্ছে, আর বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞরা এই খেলোয়াড়দের ধারাবাহিক সমৃদ্ধি আর অবদান দেখার জন্য

অধীর আগ্রহে রয়েছেন। ধারাবাহিক সমৃদ্ধি আর অবদান দেখার জন্য

অধীর আগ্রহে রয়েছেন।

আল-হিলালে লিওনেল মেসি – সত্যি, নাকি কেবলই গুঞ্জন?

স্টাফ রিপোর্টার 

 

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল – আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির পরবর্তী গন্তব্য নাকি সৌদির ক্লাব আল-হিলালে। তবে এবারে সকল জল্পনাকল্পনায় যেন একপ্রকার পানিই ঢেলে দিলেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। প্রিয় তারকার ভবিষ্যৎ নিয়ে যেন আরো গভীর অনিশ্চয়তায় ডুবে গেলেন মেসি ভক্তরা।

 

পিএসজি ছেড়ে মেসির আল-হিলালে যোগ দেওয়া নিয়ে গুঞ্জনের সুত্রপাত ঘটে ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র খবর থেকে। জানানো হয়, সৌদি আরবের সাথে এই ‘ভিনগ্রহের ফুটবলারের’ চুক্তিটি রীতিমতো ‘ডান ডীল’। সংস্থাটি আরো জানায়, সৌদির জনপ্রিয় এই ক্লাবটিতে পরবর্তী দুই বছরের জন্য নাম লেখানোর মাধ্যমে বছরে ২০০ মিলিয়ন ডলার পকেটে পুরবেন মেসি!

 

তবে এই সব তথ্য উড়িয়ে দিয়ে হোর্হে মেসি সম্প্রতি জানিয়েছেন, তার ছেলের ভবিষ্যৎ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। “আগামী বছরের জন্য এখনো কোনো ক্লাবের সঙ্গে কোনো কিছু চূড়ান্ত হয়নি। মৌসুম শেষ হলে আমরা ভেবে দেখব সামনে কী কী পথ আছে, তারপর সিদ্ধান্ত নেব।[1]“, নিজ বিবৃতিতে জানান হোর্হে মেসি। পিএসজি’র সাথে মেসি’র চুক্তি শেষ হতে যাচ্ছে এই মৌসুমের শেষেই। আর এরই মধ্যে আল-হিলাল ছাড়াও এই ৩৫-বছর-বয়সী ফুটবল তারকার সম্ভাব্য গন্তব্যের তালিকায় ইতিমধ্যে এসেছে ইন্টার মায়ামি, ম্যানচেস্টার সিটি, এমনকি তার সাবেক ক্লাব বার্সেলোনার নামও।

 

পরবর্তি মৌসুমে মেসির দল কোনটা হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আসছে সপ্তাহগুলোর ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলি নিয়ে নিশ্চিত ও নির্ভরযোগ্য সব আপডেট পেতে ভিজিট করুন পারিম্যাচ নিউজ।

 

স্বাভাবিকভাবেই মেসির আল-হিলালে যাওয়ার খবরটি অনেকের জন্য বিস্ময় নিয়ে এসেছে। অর্থের প্রাচুর্য্য যতই থাকুক, ইউরোপিয়ান ফুটবলের গতানুগতিক ‘পাওয়ারহাউজ ক্লাব’ কোনো দিক থেকেই নয় এই সৌদি দলটি। অন্যদিকে, আল-হিলালের সাথে মেসির সম্ভাব্য সম্পৃক্ততার পক্ষে বা বিপক্ষে নিশ্চিত হওয়ার মত কোনো তথ্যও মিলছে না। কারো কারো মতে, এবারে একেবারেই নতুন কোন চ্যালেঞ্জ খুঁজছেন মেসি। ফুটবলার হিসেবে যা কিছু জেতা সম্ভব, তার প্রায় সবই জিতে নিয়েছেন মেসি, আর তাই হয়তো এবার পুরোপুরি নতুন পরিবেশে, নতুন ভক্তদের সামনে নিজেকে তুলে ধরার ইচ্ছে জেগেছে এলএমটেনের মনে! আরেকটি কারণ হতে পারে – অর্থ। মেসিকে যে বিশাল অঙ্কের প্রস্তাব আল-হিলাল দিয়েছে বলে শোনা যাচ্ছে, তা সঠিক হয়ে থাকলে কেবল মেসি কেন, যেকোনো খেলোয়াড়েরই প্রলুব্ধ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু হবে না!

 

কারণটা যাই হোক, মেসির যোগদান ক্লাব হিসেবে আল-হিলালের জন্য সৃষ্টি করতে পারে এক নতুন অধ্যায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন লিওনেল মেসি, তার আগমন ক্লাবটির ইতিহাসকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে, পাশাপাশি আকৃষ্ট করবে অনেক নতুন ভক্ত। তাছাড়া আপাতত সৌদিরই আরেক ক্লাব আল নাসের-এ খেলছেন মেসির সমকালীন আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কি আরবের মাটিতেই দেখা যাবে এই দুই মহারথীর পরবর্তী দ্বৈরথ?

 

আরও জানতে ভিজিট করুন পারিম্যাচ নিউজ।

 

 

 

 


   Page 1 of 23
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamicsolution IT [01686797756]