জেলা সংবাদ -
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় !

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

শহীদ স্মৃতিস্তম্ভে এবার টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি। সম্প্রতি গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে তারা একটি টিকটক ভিডিও তৈরি করে। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারন করে। পরে তা মুর্হূতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈল উপজেলার মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানান হিরো আলম। এক পর্যায়ে এ ঘটনা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মাঝে এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননা। যা বরদাস্ত করা যায় না। বিষয়টি রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করবেন বলে জানান তিনি। এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন জানান, ‘বিষয়টি জেনেছি। এরইমধ্যে হিরো আলম সার্কাসে রাতের শো শেষ করে চলে গেছেন।’তবে এ নিয়ে রাজমনি সার্কাসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘ঘটনাটি শুনছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।’ রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ‘ এ বিষয়ে আমরা অবগত আছি। এটি অত্যান্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তানোরে কোল্ড স্টোরে আলু ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুল আলম তানোর,রাজশাহী প্রতিনিধি রাজশাহীর তানোরে কোল্ড স্টোরে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। তানোর উপজেলা আলু চাষী কল্যান সমিতির সভাপতি আলহাজ নুরুল ইসরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম কারি, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল ও বিশিষ্ট আলিচাষী আবু সাইদ বাবু, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল আব্দুল মান্নান। তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ী ও আলু চাষি লিমন, বিশিষ্ট ব্যবসায়ী ও আলু আহসান হাবিবসহ বিভিন্ন এলাকার শত শত আলুচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তব্যরা বলেন, ষ্টোর কর্তৃপক্ষ সিন্ডিকেট করে আলু চাষীদের জিম্মি করছে। তারা বলেন, গত বছর ষ্টোর গুলোতে প্রতি বস্তা আলুর ভাড়া ছিলো ২শ` ৫৫টাকা। এবছর অগ্রীম বুকিং স্লিপ কাটার সময় প্রতি বস্তার রেট ধরা হয়েছে ২শ` ৮৫ টাকা। তারপরও কৃষকরা কোন প্রতিবাদ করেননি। কিন্তু এখন স্টোর কর্তৃপক্ষ বলছেন ষ্টোর ভাড়া দিতে হবে প্রতি কেজি ৮ টাকা। যা চাষী ও ব্যবসায়ীদের প্রতি জুলুম ও অন্যায়ের সামিল। প্রতিবাদ সভায় আলু চাষী কৃষক ও ব্যবসায়ীরা বলেন স্রিপ কাটার সময় যে রেট ধরা হয়েছে তার বেশী হলে আন্দোলন করা হবে। ষ্টোর কর্তৃপক্ষ ও কৃষক সুত্রে জানা গেছে, গত বছর গুলোতে ৭০ কেজির প্রতি বস্তা আলুর ভাড়া ছিলো ২শ` ৫৫ টাকা। সে হিসেবে প্রতি কেজি আলুর ভাড়া পড়ে ৩ টাকা ৬৫ পয়সা। এবছর বুকিং এর সময় স্রিপ কাটার সময় রেট ধরা হয়েছে ২শ` ৮৫ টাকা। সে হিসেবে প্রতি কেজি আলুর ভাড়া পড়বে ৪ টাকা। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই ষ্টোর কর্তৃপক্ষ বুকিং স্লিপ কাটা ব্যবসায়ী ও চাষীদের জানিয়েছেন এবছর আলুর ভাড়া দিতে হবে প্রতি কেজি ৮ টাকা। যা গত বছরের গচেয়ে দ্বিগুণ। ষ্টোর কর্তৃপক্ষের এমন ঘোষনার পর পরই আলু চাষী ও ব্যবসায়ীদের মধ্যে আতংকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। এসব বিষয় নিয়ে আলু চাষী ও ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে যোগাযোগ করা হলে তানোর আমান কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দীন বলেন, গত বছর প্রতি ৫০ কেজির বস্তার ভাড়া ছিলো ৩শ` টাকা এবং লেবার খবচ ১৫ টাকা। কিন্তু আলু চাষী ও ব্যবসারা ৫০ কেজি আলুর পরিবর্তে ৭০ কেজি থেকে ৮০ কেজি করে আলু রাখছে। যা সরকারী নিয়ম বহির্ভূত। এবছর সরকার কর্তৃক বাংলাদেশ কোল্ড স্টোর এ্যাসোসিয়েশন কর্তৃক আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে (৫০কেজির বস্তা) প্রতি কেজি ৮ টাকা। এখানে আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর মোটরসাইকেলের ১জন মারাত্মক ভাবে আহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মজিবুর রহমান ও তার বড় ছেলে জাহিদ মোটরসাইকেল যুগে আশ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রা বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে ছেলে জাহিদ তার বাবাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি বড় আশ্রার দিকে রওনা হয়। পথিমধ্যে মধুপুর দিক থেকে বেপরোয়া ভাবে আসা অপর মোটরসাইকেলের চালক খুব দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি লাগিয়ে দিলে বাবা ছেলে দুজনেই ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় অপর মোটরসাইকেলের চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনায় নিহত মজিবুর রহমান মহিষমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক ও আশ্রা বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ছিলেন। পিতাপুত্রের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-  ময়মনসিংহের ভালুকায় ছিন্নমূল ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।  শনিবার দুপুরে ভালুকা পৌর কার্যালয়ের সামনে ও  উপজেলার ধীতপুরের গ্রামের বাড়িতে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সানা উল্যাহ রাজাপুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোকসেদুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা ফকির মামুন, সহ আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীগণ ।  এ সময়,  আনোয়ার আজিজ টুটুল বলেন, নিজ গ্রাম ও পৌরএলাকার ২৫০ জন ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা -- অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ের তথা বাংলাদেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পুর্তি উপলক্ষে “ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা : অংশীজনের প্রত্যাশা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর শনিবার শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইএসডিও’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট নারী সংগঠক পারভিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএআরসি)’র চেয়ারম্যান জালাল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি আন্তর্জাতিক উন্নয়ন বিশ্লেষক দেওয়ান এএইচ আলমগীর, ইউএনডিপি বাংলাদেশের এ্যাসিসটেন্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার এম. আসাদুজ্জামান, স্ট্রমিফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান র্ভুইয়া, ইনফেন্টস ডু মন্ডে (ইডিএম)’র রিজিওনাল কো-অর্ডিন্টের শামীমা আখতার শিমুল, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মাহবুব উল আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম, ম্যাক্স ফাউন্ডেশনের কো-ফাউন্ডার কান্ট্রি ডিরেক্টর রিয়াদ ইমাম মাহমুদ, সলিডারিডাড এর কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান, সাটাইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: ফরহাদ জামিল, ফিনিস মন্ডিয়ালের কান্ট্রি কো-অর্ডিনেটর মো: ওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান এন্ড কাইমেট অ্যাকশন প্রোগ্রামের ডিরেক্টর কাইছার রেজভী, ওয়াটার এইড বাংলাদেশের হেড অব ফিন্যান্স এন্ড এ্যাডমিন পারভেজ সাজ্জাদ, ওয়াটার অর্গ সাউথ এশিয়ার ফিনানসিয়াল ইনিস্টিটিউশনের পোর্টফেলিও লিড আবু আসলাম, হেকস-ইপারের পার্টনারশিপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ভুপেশ রায়, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের টেকনিক্যাল স্পোশালিস্ট শেখ কাসিফ মাহবুব, সাবেক সচিব সারোয়ার মাহমুদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও’র ইয়ুথ এনগেজমেন্ট এন্ড আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামান, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বনামধন্য এই উন্নয়ন সংস্থার তিনযুগ পূর্তি উপলক্ষে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন অতিথিবৃন্দ ও অংশিজনগণ। দুপুরে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের বাজারে উঠছে নতুন আলু : দাম পেয়ে খুশি কৃষকেরা ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। আলুর বাজারদর ভাল হওয়ায় কৃষকেরা খুশি। তবে শহর ও গ্রামের বিভিন্ন হাট বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু উঠলেও দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এ আলুগুলো কৃষকেরা বেশি দাম পাওয়ার আশায় আগেই লাগিয়েছিলেন। এছাড়াও কিছু আলু আর কয়েকদিনের মধ্যেই উঠানো হবে। আর কিছু আলু লাগানো হচ্ছে এখন। এ তিন প্রকার আলু নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। আর যেগুলো কিছুদিনের মধ্যে ক্ষেত থেকে উঠানো হবে সেগুলোর ফলনও আশাতীত হতে পারে। এছাড়াও বীজের জন্য দেরীতে লাগানো আলুরও ফলন ভাল হতে পারে বলে জানা যায়। তবে নতুন আলু বাজারে উঠলেও দাম একটু বেশি। কার্ডিনাল জাতের আলু কেজি প্রতি ৭০-৮০ টাকা বিক্রি হতে দেখা যায়। গ্যানেলা জাতের আলু কেজি প্রতি ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশী আলু প্রতি কেজি (পুরাতন ও নতুন) ৮০-১শ টাকা দরে। এছাড়াও এন্টারিজ, গ্যানেলা, ডায়মন্ড, শাগিতা, ভোজাগোল্ড জাতের আলুও আবাদ করা হচ্ছে। অপরদিকে বাজারে বেশ কিছু কোম্পানীর বীজ বিক্রি হলেও কৃষকেরা নিজ উদ্যোগে বীজের আলুর জন্য বীজতলা তৈরী করেছেন। আর সেখানে ভাল বীজ উৎপাদন করতে পারবেন বলে আশা করছেন কৃষকেরা। ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ বছর জেলায় আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৫শ হেক্টর জমিতে। এর মধ্যে আবাদ অর্জন ধরা হয়েছে ৩২ হাজার ৭২০ হেক্টর জমিতে। এর মধ্যে স্থানীয় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৯শ হেক্টর জমিতে। এতে আবাদ অর্জন ধরা হয় ৮৭০ হেক্টর জমি। উফশী জাতের আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৬ হাজার ৬শ হেক্টর। এতে আবাদ অর্জন ধরা হয় ৩১ হাজার ৮৫০ হেক্টর জমি।
ঠাকুরগাঁও সদর নারগুন গ্রামের কৃষক মো: কামাল হোসেন জানান, তিনি ১২ বিঘা (৬শ শতক) জমিতে বিভিন্ন প্রজাতির আলু লাগনোর কাজে ব্যস্ত রয়েছেন। তিনি জানান প্রায় (৩শ শতক) জমিতে কার্ডিনাল জাতের আলু ইতিমধ্যে তুলে বাজারে বিক্রি করেছেন। আরও কিছু জমিতে আলু চলমান রয়েছে। তার মতে গত বছর আলুর ফলন ভাল হওয়ায় এবং দাম চাহিদামত পাওয়ায় এ বছর তিনি আলু লাগিয়েছেন বেশি। এ বছরও দাম পছন্দমত পাবেন বলে আশা প্রকাশ করছেন তিনি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলায় এ মৌসুমে বর্তমানে ৩ ধরনের আলু নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ইতিমধ্যে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। আবহাওয়া অনুকুল ও প্রাকৃতিক দুর্যোগ না হলে চলমান আলুর ফলন আশাতীত হয়ে কৃষকেরা ন্যার্য্য মুল্য পাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

গত ৫ আগষ্ট পুলিশের লুট হওয়া ১টি অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সন্নিকটস্থ কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশ থেকে নাইন এমএম ক্যাটাগরির উক্ত পিস্তল উদ্ধার করা হয়।

ঝোঁপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। ইতিপুর্বে অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের নেতৃত্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মোঃ ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন (জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুন্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।

এই সংবিধান দিয়ে হাসিনা দেশের মানুষকে হত্যা করেছে:ইসহাক খন্দকা

বেলাল হোসেন কামাল  নোয়াখালী

সংবিধান থাকলে সরকার থাকলে সংবিধান নেই বলে মন্তব্য করেছেন,জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। তিনি বলেন, যখন দাবি উঠেছিল ফ্যাসিস্ট চুপ্পুকে তার পদ থেকে সরাতে হবে। তখন আমাদের বন্ধুরা আফসোস করে বলেছিলেন, সংবিধান লঙ্গন হবে। আমি জিজ্ঞাসা করি সংবিধান কি এখন আছে। সংবিধান থাকলে সরকার নেই, সরকার থাকলে সংবিধান নেই। তোমরা কিসের সংবিধানের কথা বলছ। এই সংবিধান দিয়ে হাসিনা এই দেশের মানুষকে হত্যা করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলনে পিএল একাডেমি বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন,আমরা ভারতকে অনুরোধ করব তারা যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন চিন্তা ভাবনা না করে, তারা যেন চোখ তুলে না তাকায়। ভারতের চোখ খুলে ফেলব, তোমরা যদি আবার বাংলাদেশের ওপর আঘাত কর। বাংলাদেশের দিকে ভারতের বাকা দৃষ্টিতে তাকালে সে চোখ তুলে ফেলা হবে।

ইসহাক অভিযোগ করে বলেন, ভারতের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সু-সম্পর্ক নেই। তাদের পাশের রাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তান, চীন, মিয়ানমার এমনকি হিন্দু রাষ্ট্র নেপালের সঙ্গেও সুসম্পর্ক নেই। পার্শ্ববর্তী ছোট দেশ মালদ্বীপ থেকেও তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ থেকে লাথি খেয়ে চলে গেছে আর ফিরে আসার সুযোগ নেই।

তিনি বলেন, কিছু দিন আগে চট করে হাসিনা নাকি বাংলাদেশে আসবে। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। দুই হাজার ছাত্র- জনতা হত্যা, ৩৫ হাজার গুলিবিদ্ধ আহতের বিচার হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখেই হবে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী- হেমলেট বাহিনী ছাত্রলীগকে অনেক অপকর্মের কারণে নিষিদ্ধ করা হয়েছে। একই ধরনের অনেক অপরাধের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সব লীগকে নিষিদ্ধের দাবী উঠেছিল ১৮ কোটি মানুষের পক্ষ থেকে। কিন্তু আমাদের বন্ধুরা প্রশ্ন তুলেছে, কাদের সঙ্গে আলোচনা করে নিষিদ্ধ করা হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, তোমরা কারা? কাদের সঙ্গে আলোচনা করবে? শহীদ পরিবারের মা- বাবাদের সাথে আলোচনা করেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল।

সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মু.ইকবাল হোসাইনের সঞ্চালনায় সম্মেলেনে আরও বক্তব্য রাখেন, জেলা জামাতের সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমীর বেলায়েত হোসেন ও উপজেলা জামাতের সেক্রেটারী মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়েতের সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন,উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী মহিন উদ্দিন, অফিস সম্পাদক গোলাম কবির ফয়সাল প্রমূখ।

মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মোমিনী আক্তার (১৬) নামেরএক গৃহ বধূর রহস্য জনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সে টাঙ্গাইল সদরের বীরকুশিয়া গ্রামের আবু বকরের মেয়ে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে মধুপুর পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ মোমিনী আক্তারের সাথে গত ৭/৮ মাস আগে মোবাইলে প্রেমের মাধ্যমে পৌরসভার গোপীনাথপুর এলাকার মোতালেব মল্লিকের ছেলে আমিনুর ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের পর থেকেই দুজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিলো। আমিনুর আগে থেকেই অটোরিকশা চালিয়ে সংসার চালাতো।
সে প্রতিদিনের ন্যায় সারাদিন অটোরিকশা চালিয়ে শুক্রবার দিবাগত রাতে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ শব্দ শুনে দেখতে পায় তার স্ত্রী গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যার চেষ্টা করছে। সেখান থেকে তাকে নামিয়ে এক সঙ্গে আবারও শুয়ে পড়ে বলে জানা যায়।
কিছুক্ষণ পর থেকে তার স্ত্রী মোমিনীর অবস্থা খারাপ হতে দেখে সে তার মা বাবাকে সঙ্গে নিয়ে মধুপুর উপজেলা হাসপাতালে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রেকর্ড করে থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করি।
ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার বিশেষ অভিযানে গাঁজাসহ ০২ নারী মাদক ব্যবসায়ী আটক।

মোঃ হাসেন মজুমদা কুমিল্লা প্রতিনিধি।।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারের পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে গাড়ি চালকদের বিশ্রামাগারের পাশে রাস্তার উপর ঢাকা অভিমুখী হানিফ-পাহাড়িকা ডিলাক্স নামক বাস তল্লাশী করে ১৫ কেজি গাঁজাসহ মোসা: কল্পনা আক্তার (৩০) ও কুলসুম আক্তার (২৪) নামের দুইজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা।

আটককৃতরা হলেন মোসা: কল্পনা আক্তার ও কুলসুম আক্তার দুটি কাপড়ের ব্যাগে ৭.৫ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা নিয়ে কুমিল্লার নিমসার বাজার থেকে হানিফ-পাহাড়িকা ডিলাক্স নামক বাসে ওঠেন। আসামিরা জানান যে, সংসার চালানোর জন্য টাকার বিনিময়ে এটি ঢাকায় পৌঁছে দিবেন।

আটককৃত আসামি মোসা: কল্পনা আক্তার (৩০) কুমিল্লা জেলার বুড়িচং থানার বুরবুরিয়া গ্রামের মো: মাসুদ রানার স্ত্রী। অপর আসামি কুলসুম আক্তার (২৪) কুমিল্লা জেলার বুড়িচং থানার দুর্গাপুর গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান খান জানান আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

তানোরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে খালেদা জিয়ার উপদেষ্টা শরিফ উদ্দিনের মতবিনিময়

আশরাফুল আলম তানোর রাজশাহী থেকেঃ রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার গুনগত মান উন্নয়নের বিষয় নিয়ে শিক্ষদের সাথে মতবিনিময় করেন। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি আইয়ুব আলী। সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখারুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল খাঁন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, তানোর উপজেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক হজরত আলী মাষ্টার। তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি মজিবর রহমান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরজ কবির, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা ও ইয়াসিন আলী, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাবেক সভাপতি জিল্লুর রহমান। বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর পৌর সভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, তানোর উপজেলা কৃষকদল সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক আব্দুল মালেক, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল আব্দুল মান্নান ও আবু সাইদ বাবু, তানোর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান আহাম্মেদ, তানোর পৌর যুবদল সাবেক সভাপতি এমদাদুল হক। গোদাগাড়ী পৌর যুবদল সভাপতি ও সাবেক কাউন্সিলর বিপ্লব, তানোর পৌর সেচ্ছা সেবক দল নেতা ওবায়দুর রহমান, তানোর পৌর সেচ্ছাসেবক দল নেতা মাহাবুর রহমান, শরিওতুল্লাহ, রবিউল ইসলাম প্রমুখ। এসময় তানোর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিদুুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আনছার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ডাঃ মেহেদী হাসান, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল প্রমূখ। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ও হারাগাছ মেট্রোথানা অফিসার ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন না। সভায় উপজেলায় ব্যপকহারে চুরি বৃদ্ধি, ইভটিজিং, জুয়া, গরু চুরি, জালটাকা, অভিনব কায়দায় প্রতারনা, মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, দাদন ব্যবসার, বাজারদর বৃদ্ধির বিষয় গুলো বিভিন্ন জনের মাধ্যমে উপস্থাপন করা হয়। সভাপতি উপজেলা আইন শৃংখলা সাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

কাউনিয়ায় রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহারে মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) এর উদ্যোগে সংঘাত নয়, ঐক্যর বাংলাদেশ গড়ি এ শ্লোগান কে সামনে নিয়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে বৃহস্পতিবার বিকালে গালস স্কুল মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন পিএফজি কমিটির এম্বাসেডার ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, পিএফজি কমিটির সদস্য বালাপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক শাহজান আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাহবুব আলম, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার মোহতামীম মাওলানা আব্দুল কুদ্দুছ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের নেতা বিজন কুমার গোস্বামী বকুল, সেতু রানী, উপজেলা ছাত্র সমন্বয়কারী মাসুম মিয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ।

কাউনিয়ায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপে গঠন বিষয়ক সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রæপ (ওয়াইপিএজি) গঠন বিষয়ক সভা বৃহস্পতিবার জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত হয়। কাউনিয়ায় পিএফজি কমিটির সদস্য ও বালাপাড়া বিএনপির আহবায়ক মোঃ শাহজাহান মিয়া এর সভাপতিত্বে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রæপ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি কমিটির এম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর চৌধুরী লিটন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ ইদ্রিস আলী, বালাপাড়া বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাহবুব আলম, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ। আলোচনা শেষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রæপের উপজেলা সমন্বয়কারী মাসুম পারভেজ, যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম, আল আমিন, লক্ষী রানী করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়

তানোরে বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবুর মৃত্যু বিভিন্ন মহলের শোক

আশরাফুল আলম, তানোর, রজশাহী, প্রতিনিধি , ঃ রাজশাহীর তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা তানোর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্টক করলে দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবার সুত্রে জানা গেছে, কয়েকদিন থেকে তিনি অসুস্থ হয়ে তালন্দস্থ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তালন্দ বাজার ফুটবল মাঠে নামাজে জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি নওগার নজিপুরে নেয়া হয়। তার জানাজায় অংশ নিয়ে মৃতের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয়ের কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ সেরিম উদ্দিন কবিরাজ। তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর উপজেলা সেচ্ছাসেবক দল সাবেক সভাপতি সুলতান আহমদ, তানোর পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক শরিওতুল্লাহ, তানোর পৌর সভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান, তানোর পৌর সেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুর রহমান সহ তানোর প্রেস ক্লাবের সকল সদস্য। এসময় জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি, ব্যবসায়ীসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লী। উল্লেখ্য, মোহাম্মদ আলী বাবু দীর্ঘদিন ধরে তালন্দ বাজারে বিসিআইসি সার ডিলার হিসেবে ব্যবসা করে আসছেন। তিনি তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ি নির্মান করে বসবাস করছিলেন। তার পৈত্রিক বাড়ি নওগার নজিপুর উপজেলায়। তিনি তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন তানোর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি ছিলেন। তিনি তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন মুলক কাজে জড়িত ছিলেন।

পটুয়াখালী জেলা গলাচিপায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেটের উচ্ছেদ অভিযান


স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর জেলা গলাচিপায় একটি পরিবারের পথ দীর্ঘ বছর ধরে অবরুদ্ধ থাকায় পৌরসভার উদ্যোগে অভিযান চালিয়ে মুক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. নাছিম রেজা। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে এ অভিযান পরিচালিত হয়। আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মো. আলাউদ্দিন তালুকদার দেয়াল করায় লিপি বেগমের পরিবার আসা-যাওয়ার পথসহ পানি ও বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অবমুক্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিনে লিপি বেগম একটি আবেদন করেন। এছাড়া, পৌরসভার বিভিন্ন স্থানে আরও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা জানান, পৌরসভার আইনে কারও পিছনে কোন ঘর থাকলে সেই নাগরিকের মৌলিক অধিকারের ব্যবস্থা গ্রহন করতে হবে। সে অনুযায়ী অভিযান চালিয়ে চলাচলের রাস্তা অবমুক্ত করা হয়েছে।


   Page 1 of 291
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamicsolution IT [01686797756]