রাজনীতি -
কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় ও উপহার বিতরণ

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মতবিনিময় ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে বিভিন্ন গাছের চারাও রোপন করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, কাজিরহাট কলেজ, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় ও কলারোয়া আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
একই সাথে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে ছাত্র নেতাদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা, ফুটবল, ভলিবলসহ নানান উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাফি ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুছা কারিম, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিব, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, ছাত্রদল নেতা প্রিন্স, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
ওই কার্যক্রম চলার সময় কাজিরহাট কলেজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ, হেলাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজারসহ অনেকে।
অনুরূপভাবে কলারোয়া আলিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও ভূমি দস্যুদের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও ভুমি দস্যুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকালে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের সমু মার্কেট এলাকায় ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক জিন্নত আলী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ডের বিএনপি নেতা মজিবুর রহমান লিটন, ৬নং ওয়ার্ডে যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, তাইজুল ইসলাম (তাজেমালি)মোবারক ভূইয়া, রমজান মিয়া

প্রমুখ। 

 

  এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে সারা দেশে চাদাবাজ, সন্ত্রাস ও ভূমিদস্যূদের অত্যাচারে সাধারন মানুষ শান্তিতে জীবিকা নির্বাহ করতে পারেনি। চাদা না দিলে বিভিন্ন সময়ে মামলা, হামলার স্বীকার হতো ব্যবসায়ী ও সাধারন মানুষ। এমনকি মাদকের কারনে শিক্ষিত যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। 

   এখন থেকে কেউ রূপগঞ্জে কোন চাঁদাবাজি, লুটপাট, ভুমিদস্যুতা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বস্থানে ৬ মাস রাখার দাবিতে মানববন্ধন

বাঘা ( রাজশাহী) প্রতিনিধিঃ

 

রাজশাহীর বাঘায উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে ছাত্র-জনতার ব্যানারে নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নেন। 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ,বাঘা পৌর সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা বিএনপির সদস‍্য মুখলেছুর রহমান মুকুল,উপজেলা বিএনপির সদস‍্য সুরুজ্জামান সুরুজ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ উদ্দিন সালাম, শফিকুর রহমান শফি প্রমূখ।

 

এ সময় বক্তারা বলেন, ইউএনও তরিকুল ইসলাম একজন সৎ নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা। এ জনপদের উন্নয়নে তাঁর মতো একজন সৎ অফিসার খুব প্রয়োজন। তিনি দায়িত্বে থাকায় আমরা বাঘা উপজেলা বাসি গর্বিত। কিন্তু হঠাৎ ‘ইউএনও’র বদলির আদেশ আমাদের হতাশ করেছে। আমরা চাই, অনেক অমীমাংসিত বিষয় ও উন্নয়ন মূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁকে আরও ৬ মাস দায়িত্বে থাকার প্রয়োজন। আমরা তার বদলির আদেশ প্রত্যাহার চাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অধ‍্যক্ষ রেজাউল ইসলাম,ইউপি সদস‍্য কাদের মোল্লা, সাবেক ইউপি সদস‍্য ছিয়ার আলী,মহিলা নেত্রী সেলিনা আকতার শাপলা,তহিদুল ইসলাম কালু,ছাত্র নেতা বাবর আলী,মনিরুল ইসলাম ফড়ং,শিমুল হোসন,,মাহাতাব আলী,আফাজ আলী,অমল থান্দার,লিটন থান্দার,জিয়া,ফিরোজ,কামরূজ্জামান কমল,হিরা লাল, আন্দাজ আলী,জামিল,শাহিন প্রমূখ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, একজন চাকুরিজীবীর জন্য প্রমোশন ( পদোন্নতি) খুব কাংখিত বিষয়। পদোন্নতি জনিত কারণে আমার বদলির আদেশ হয়েছে। এখনও রিলিজ আদেশ হাতে পায়নি। সরকারের যে কোন সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানায়। যেখানে আদেশ হবে,যেতে হবে এটাই নিয়ম। তবে বাঘাবাসির ভালোবাসায় আমি কৃতজ্ঞ ও ধন্য। যেখানেই দায়িত্বে থাকি না কেন বাঘাবাসির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা থাকবে। 

 

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মাদ ইব্রাহীম আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনওয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়।। তিনি রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত বছরের ১৩ ডিসেম্বর যোগদান করেন।

গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি:

 

গোলাপগঞ্জে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাবেক ৭নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে মাওলানা শাহজান আহমদের তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ।

উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক মখবিল আলী মেম্বার, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক শাহজান আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলাল, সাবেক সাধারণ সম্পাদক সালমান আহমদ, ৭ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব আহমদ, প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন, ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সভাপতি আাতাউর রহমান উতু, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির,৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রুবেল আহমদ হবি, এমাদ আহমদ,মুন্না আহমদ মনাই, নজমুল ইসলাম, নজরুল ইসলাম, সিজান আহমদ, জাকির আহমেদ, রুকন আহমদ, উজ্জ্বল আহমদ, কামরান আহমদ, সায়েল আহমদ, রাজন আহমদ, তারেক আহমদ, সুমেল আহমদ,জয় আহমদ, মাছুম আহমদ, ইমন আহমদ, শাকিল আহমদ, রায়হান আহমদ, জাবের আহমদ, কামরুল ইসলাম, শরীফ আহমদ, জাহেদ আহমদ, সাহেদ আহমদ প্রমুখ।

সভা শেষে শহীদ তাজ সহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জন্য বারকোট মসজিদে ইমাম সাইফুল ইসলাম।

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ

মো: আরমান মোল্লা 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:  

 

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি শান্তি সমাবেশ করেছে। গতকাল ২০সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রূপগঞ্জের তারাবো পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। খাদুন খেলার মাঠে আয়োজিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপি নেতা মোঃ মহসিন ভুঁইয়া। 

সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নাছির উদ্দিন, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মাহফুজ আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, তারাবো পৌর বিএনপি`র যুগ্ন সম্পাদক হাফিজুর মিয়া,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। 

পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা খাদুন-রূপসী সড়ক প্রদক্ষিণ করে।

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ

এম সাজেদুল ইসলাম সাগর

(নবাবগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি

 

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   

শনিবার সকাল ৭টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর মহিলা স্কুল এন্ড কলেজ মাঠে দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এতে দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোঃ অাঃ সালামের সভাপতিতে¦ প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো.আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান , উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম , উপজেলা সেক্রেটারি মোঃ রেজাউল করিম, জেলা সহ সেক্রেটারি মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় , উপজেলা যুব-বিভাগ, ছাত্র শিবিরের নেতাকর্মীসহ দাউদপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও নবাবগঞ্জ উপজেলা ৮ নং মাহমুদপুর ইউনিয়নে সকাল ৯ টায় এবং ৬ নং ভাদুরিয়াতে সকাল ১১ টায় উক্ত কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জে সস্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ

মো: রাসেল মোল্লা 

 

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি শান্তি সমাবেশ করেছে। গতকাল ১৩সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রসূল। 

সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মাহফুজ আহম্মেদ, জেলা কৃষকদলের সভাপতি শাহিন মিয়া, তারাবপৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, তারাবো পৌর বিএনপি`র যুগ্ন সম্পাদক হাফিজুর মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা কোকো পরিষদের সহ-সভাপতি বসির আহমেদ প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। 

পরে বিক্ষোভ মিছিল তারা আড়াইহাজার-রূপগঞ্জ সড়কের ডহরগাঁও এলাকা প্রদক্ষিণ করে।

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.কম

রাষ্ট্র সংস্কারের আগে নিজের সংস্কার প্রয়োজন : ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য আগে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে নিজের সংস্কার প্রয়োজন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হাজারীবাগ পূর্ব থানা জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করে তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান দলটির ঢাকা মহানগরের (দক্ষিণ) প্রচার সহকারী আবদুল্লাহ সাইফ।

এ সময় ড. মাসুদ বলেন, সোনার বাংলার জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করতে জামায়াতে ইসলামী কাজ করছে জানিয়ে তিনি বলেন, নৈতিকতা, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরি করার সেরা সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, জামায়াতে ইসলামী আন্দোলন করে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। একটি চক্র রয়েছে যারা প্রচার করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে। তাদের ওই অপপ্রচারের চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিমুক্ত বাংলাদেশ হবে।

জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো তন্ত্রমন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, জাহেলিয়াত বা অন্ধকার যুগে মানুষ যখন আলো খুঁজছে তখন মানুষ আল্লাহর বিধানের দিকে কোরআনের পথে ধাবিত হয়েছে। এজন্যই আলোর পথ খুঁজে পাওয়া গেছে। তাই কোরআনের পথে ফিরে এলেই বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্র।

ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর সাহায্য ও বিজয় উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ নিজে কোরআনে বলেছেন- যখন আমার সাহায্য ও বিজয় তোমরা পাবে তখন মানুষ দলে দলে তোমাদের দিকে ছুটবে। আজ মানুষ জামায়াতে ইসলামীর দিকে ছুটছে দেখে অনেকেই হতাশায় ভুগছে।

তাদের আল্লাহর বাণী বিশ্বাস করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী মনে করে এখন মহাসমাবেশ করার সময় নয়, এখন ছাত্র-আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহত ভাই-বোনদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ-খবর রাখতে হবে। আর জামায়াতে ইসলামী সেটাই করছে। তিনি উপস্থিত দায়িত্বশীলদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শূরা সদস্য ও হাজারীবাগ পূর্ব থানা আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং হাজারীবাগ পূর্ব থানা সেক্রেটারি হাসান আল বান্নার পরিচালনায় অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও হাজারীবাগ-কামরাঙ্গীচর জোনের পরিচালক প্রফেসর নুর নবী মানিক, সহকারী পরিচালক শরিফ উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবদুল বারী আকন্দ ও আশরাফুল ইসলাম ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সান্টু, ইঞ্জিনিয়ার এনামুল হক, মো. ইউসুফ খান, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফয়সাল, আশিকুর রহমান প্রমুখ নেতা।

অনুপ্রবেশকারী আ.লীগের লোকজন চাঁদাবাজি করছে : সেলিমা রহমান

বিএনপির নামে এখন যারা চাঁদাবাজি করছে তারা ‘অনুপ্রবেশকারী আওয়ামী লীগের লোকজন’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভায় এ দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের সুশৃঙ্খল থাকতে হবে। নতুন প্রজন্মকে আবারও বলছি, আপনারাই এ দেশের ভবিষ্যৎ, আপনরাই এ দেশ শাসন করবেন। আপনারা সততার সঙ্গে সংঘবদ্ধ হোন।

এ ছাড়াও তিনি বলেন, এখনো বিএনপির নামে চাঁদাবাজিসহ বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন। আপনারা সাবধান, এখন নতুন কোনো কাউকে দলে ঢুকাবেন না।

বিএনপির নীতিনির্ধারক এই সদস্য বলেন, পরিচয় না দিলে দলে ঢুকাবেন না। কারণ এরা (আওয়ামী লীগ) এখন দলে ঢুকার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় এরা ঢুকছে।

যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সেই যুগপৎ আন্দোলনে উনারাও সঙ্গে ছিলেন, উনারাও আন্দোলন করেছেন। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকুক। আমাদের এক থাকতে হবে।

জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে জিয়া প্রজন্মের উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এ আলোচনা সভা হয়। ছাত্র-জনতার বিপ্লবে শিক্ষার্থী ও নতুন প্রজন্মের মানুষের প্রাণ বিসর্জনে শ্রদ্ধা নিবেদন করে সেলিমা রহমান বলেন, নতুন প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারেনি। কোনো নির্বাচিত প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারেনি। এছাড়াও তিনি বলেন, বিনা ভোটে একটা অবৈধ সরকার বারবার ক্ষমতায় এসে এ দেশের জনগণের পেটে লাথি মেরে তাদের ওপর স্টিমরোলার, অত্যাচার চালিয়ে বারবার ক্ষমতায় থেকেছে। উনি (শেখ হাসিনা) ক্ষমতায় থেকে যা-ইচ্ছা তাই করেছেন। শেষ মুহূর্তে যে আন্দোলনটা আমাদের ছাত্র-জনতা করে সে আন্দোলনে উনি গণহত্যার মতো নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেন। আপনারা দেখেছেন সেই একটা চিত্র যেখানে এক পুলিশ অফিসার গুলি করে মেরে লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কি নির্মম, কি নিষ্ঠুর কাজ। এখানে আজকে বসে আছেন, ওই সময়ে এসে বললো গেট খোল, তখন মহিলাটি বললো আমি গেট খুলতে পারব না। তখন গুলি করে তাকে মেরে ফেলা হলো। এই হচ্ছে স্বৈরশাসকের শাসনের ইতিহাস।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলছে। কারণ এখনো স্বৈরাচাররা চুপচাপ নেই। আপনারা দেখছেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি। এর মধ্যে অনেকে আছে অতীতে আওয়ামী লীগ করত। আমাদের সজাগ থাকতে হবে। এখনো দেখেন, আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে। আপনারা দেখেছেন, সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে যে বন্যা হয়ে গেল তা হঠাৎ করে ত্রিপুরায় ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার ফলে হয়েছে। এই যে তারা বিভিন্নভাবে ছল-চাতুরি করে ষড়যন্ত্র করছে সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জিয়া প্রজন্মের সভানেত্রী পারভীন কাউসার মুন্নির সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমীন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান মামুন, জিয়া প্রজন্মের জাহাঙ্গীর আালম ভুঁইয়া, সারোয়ার হোসেন রুবেল প্রমুখসহ অন্য নেতারা বক্তব্য দেন।

স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ রিজভীর

স্বাক্ষর জাল করে বিএনপির প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের (নয়া দিগন্ত, সিলেট) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধি দল সিলেটে নিহত তুরাবের বাসায় যায়।প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, সেলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতারা।

তারা তারেক রহমানের পক্ষ থেকে নিহতের শোকাহত পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।

নিহত তুরাবের পরিবারকে সমবেদনা জানানোর সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পাশের দেশের ফায়দা করেছেন শেখ হাসিনা। পরে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পাশের দেশ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।

দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য অন্তর্বর্তী সরকারকে সাবধান হতে হবে- যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে। তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, মুক্তচিন্তার মানুষদের হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় : জামাত নেতা মাওলানা রফিকুল ইসলাম খাঁন

মিজানুর রহমানঃ

 স্টাফ রিপোর্টার

 

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন,ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়।কিন্ত,আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতারিত হয়েছে।

শনিবার (২৪ আগষ্ট) সকাল ৮টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান।

বক্তব্যের শুরুতেই জমায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন,গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশে বলতে চাই,ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে,ঠিক একইভাবে উল্লাপাড়া- সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে,ইনশাল্লাহ।

তিনি বলেন,হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেস্টা হয়েছিল।কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা।

ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান এসময় বানভাসী মানুষের পাশে দাড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

পথ সভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম,সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।

 বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী,সেক্রেটারি-রাশেদুল ইসলাম শহীদ,সহ-সেক্রেটারি- এড্যভোকেট সদরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা : হেদায়েতুল ইসলাম।

এর সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজে পৌঁছলে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলাম খানকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাটিকুমরুল মোড়ে পথসভা শেষে রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার, সলঙ্গা থানা মাঠ,দবিরগঞ্জ পথসভায় বক্তব্য রাখেন।

এছাড়া,উপজেলার সলঙ্গা থানা মাঠ,দবিরগঞ্জ বাজার,বোয়ালিয়া বাজার,গয়হাট্টা বাজার, মোহনপুর,বালসাবাড়ী,শাহজাহানপুর পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে জনসভার মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হওয়ার কথা।

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।

 

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।

 

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ছাড়াও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নেতাকর্মীদের বারবার রিমান্ডে নিয়ে নির্যাতনে বিএনপির উদ্বেগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

দেশব্যাপী নিরীহ ছাত্র-জনতা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবিদের নির্বিচারে গ্রেফতার, গুম করে রাখা, নির্যাতনের পর পুনরায় নির্যাতনের লক্ষ্যে সিনিয়র নেতৃবৃন্দকে বারবার রিমান্ডে নেওয়া, গ্রেপ্তারদের ওপর সরকারের অত্যাচার-নির্যাতন চালানোর ঘটনাকে বর্বরোচিত ও কাপুরুষোচিত আখ্যায়িত করে অবিলম্বে এসব দমন নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “নিয়ন্ত্রিত গণমাধ্যম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ভয়-ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচার এবং নিপীড়ণের সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না, তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ” 

বিবৃতিতে আরও বলা হয়, “অনেককে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও গ্রেপ্তারকৃত অনেককে ৪/৫ দিন বা এরও বেইশ সময় পর আদালতে নেওয়া হচ্ছে। আটক করার পর আদালতে নেওয়ার আগে এবং রিমান্ডে থাকা অবস্থায়, এমনকি কারাগারে থাকা অবস্থায় আটকদের ওপর অমানুষিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। ”

এতে বলা হয়, “কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে এসে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায়, কিন্তু আবেগ-অনুভূতি এবং সঙ্গীদের রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে, সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে। ”

গণগ্রেফতারের নামে আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নেতাকর্মীদের বাসায় ছিনতাই ও লুটপাটের দৃশ্য ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।

সরকার কর্তৃক প্রকাশিত চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সংখ্যা অনেক বেশি। কিশোর ও আগে নিহতের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

বিএনপি মহাসচিব বিবৃতিতে এ পর্যন্ত গ্রেফতারকৃত বিএনপি ও বিরোধী দলের সকল নেতৃবৃন্দসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বিবৃতিতে গোয়েন্দা পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়ার ঘটনাকে গভীর উদ্বেগজনক আখ্যায়িত করে অবিলম্বে তাদের জনসমক্ষে হাজির করার আহ্বান জানান।

ময়মনসিংহে ১৭ বিএনপি নেতা রিমান্ডে

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন ওরফে লিটন আকন্দসহ ১৭ বিএনপি নেতার একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে সোমবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক রাজিবুল হাসান তালুকদার এ আদেশ দেন।

 

 

এ ১৭ বিএনপি নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসা ভাঙচুর, নগরের শিববাড়ী রোডের আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় করা পৃথক তিন মামলার আসামি।  

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না জানান, মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

লিটন আকন্দ ছাড়া রিমান্ডে নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির কোষাধক্ষ্য রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব।

দুই-একদিনের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবে সরকার

 

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।  প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী দুই-একদিনের মধ্যে সরকার এই সংগঠন দুটো নিষিদ্ধ করবে।

 

 

সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের গেটে সাংবাদিকদের এ কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‌১৪ দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত-শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করা। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ’

ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলীয় জোটের নেতারা মনে করেন বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অতিসম্প্রতি চোরাগোপ্তা হামলা করে এবং গুলি বর্ষণ করে সরকারের উপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীর সদস্যসহ মানুষ হত্যা করে লাশ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। এ সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়ায় হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। জাতীয় স্বার্থে দেশবিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। ’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক সাংবাদিকদের বলেন, ‘‌আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি জামায়াত-শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপর আক্রমণ এখনো বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি, সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। ’

তিনি বলেন, ‘আজকে ১৪ দলের সভা থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, জামায়াত-শিবিরকে সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমরা প্রস্তাব দিয়েছি, আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে। ’

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘‌১৪ দল মনে করে আর সময় ক্ষেপণ না করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তার মধ্যে দিয়ে এ দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী, জঙ্গি উত্থান না ঘটাতে পারে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ’

রাশেদ খান মেনন আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই এক-দুই দিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত পাব। ’

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া বলেন, ‘‌আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা। বিভিন্ন ঘটনা পরম্পরা দিয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা ঐতিহাসিক এবং জাতিকে বর্তমান যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকাল থেকে উত্তোরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

২/১ দিনের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করবে সরকার

এদিকে বৈঠক সূত্রে জানা যায়, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সরকার আগামী দুই একদিনের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবে।

এ বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন সাম্প্রতিক সময়ে সারা দেশে যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের ওপর আক্রমণ হয়েছে, এর পেছনে জামায়াত–শিবির রয়েছে। এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে। গত এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত–শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারাই এসব অপকর্ম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এরপর ১৪ দলের নেতারা একে একে বক্তব্য রাখেন। প্রথমেই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ দরকার আছে। জামায়াত–শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময়ই এসেছিল। তখন করা হয়নি। এখন সময় এসেছে, এখন এ বিষয়ে বিবেচনায় নেওয়া যায়।

বৈঠকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু সরাসরিই জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে বলেন, জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এ বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল– সভা সমাবেশ করতে হবে।

বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করার পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তিগুলোকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। মাঠে ১৪ দলের তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরে বলেন, জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করলে তারা আত্মগোপনে (আন্ডারগ্রাউন্ড) চলে যাবে এই ভয় পাচ্ছে সরকার। তারা আত্মগোপনে গেলেও কিছুই হবে না। ভয় পাওয়ার কিছু নেই। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কথা শোনার কিছু নেই। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করতে হবে। এ জন্য আস্তে আস্তে মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়ে পরীক্ষা শুরুর ব্যবস্থা করতে হবে।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য মামলা করেছিলাম। জামায়াত–শিবিরকে আগেই নিষিদ্ধ করা দরকার ছিল।

১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারই করা উচিত।

বৈঠক সূত্র আরও জানায়, ১৪ দলের নেতাদের বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেন, আপনাদের সুপারিশ থেকে এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশে শান্তি বজায় রাখার স্বার্থে জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করা দরকার। আপনাদের পরামর্শে এ সিদ্ধান্ত নিতে আমি একমত। আগামী বুধবারের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করবে সরকার।

সূত্র আরও জানায় বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, আমার দায়িত্ব আইনগতভাবে ব্যবস্থা নেওয়া। এ বিষয়ে আইনমন্ত্রীকে বলবো আইন প্রক্রিয়াগুলো সম্পন্ন করার। আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো অনুসরণ করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ফুলবাড়ীতে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আফজাল হোসেন, 

দিনাজপুর প্রতিনিধি-

 

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিভিন্ন উৎসাহ উদ্দীপনা কর্মসূচী পালন করেছে।

কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে গতকাল রবিবার সকাল সাড়ে ৬টা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বেলা সাড়ে ৯টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে বৃক্ষরোপন, বেলা সাড়ে ১১টায় দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগনের মাঝে গাছের চারা বিতরণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার, দলীয় কার্যালয় আলোকসজ্জিত করণ, দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সরকার, সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, অন্যতম সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল,ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারন সম্পাদকসহ সহযোগী উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা। বিকাল সাড়ে পাঁচটায় ব্যান্ট পার্টিও বাজনা সহ এক বন্যার্ট্য র‌্যালি শহর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে শেষ হয়।


   Page 1 of 44
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamicsolution IT [01686797756]