বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর (৭০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে
নতুনবাজার৭১.কম সম্পাদক ও প্রকাশক এম এ মান্নান ও নতুনবাজার৭১.কম পরিবারের সকল সদস্যরা
। শোকবার্তায় দুঃখ প্রকাশ করেন এম এ মান্নান।কবরীর মৃত্যুতে নতুনবাজার৭১.কম সম্পাদক প্রকাশক এম এ মান্নান ও বার্তা সম্পাদক সাংবাদিক আবু ইউসুফ আলী মন্ডল , শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় তাঁরা প্রয়াত কবরীর রুহের মাগফিরাত কামনা করেন।
করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সারাহ বেগম কবরী বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু। রাজনৈতিক ক্যারিয়ারে কবরী ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সবর্শেষ কবরী
রকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ সিনেমা পরিচালনা করেছেন।
|