|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
বিরামপুরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে জনসচেতনতা মূলক সভা
ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বিরামপুর রেলস্টেশনে পার্বতীপুর রেলওয়ে থানা রেলওয়ে জেলা সৈয়দপুরের আয়োজনে পার্বতীপুর রেলওয়ে থানার এসআই কাজলের সঞ্চালনায় পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নূরুল ইসলাম এর সভাপতিত্বে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে জেলা সৈয়দপুর সদর দপ্তরের এএসপি তোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে থানার ডিএসবির সাব ইন্সপেক্টর রাজিব, বিরামপুর থানার এসআই তুহিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় প্রধান অতিথি এএসপি তোবারক আলী বলেন বাংলাদেশ রেলওয়ের সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে রেলওয়ের জায়গার পাশে বসবাসরতদের।যাতে করে কেউ যেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং নাশকতা সৃষ্টি না করে।
|
ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বিরামপুর রেলস্টেশনে পার্বতীপুর রেলওয়ে থানা রেলওয়ে জেলা সৈয়দপুরের আয়োজনে পার্বতীপুর রেলওয়ে থানার এসআই কাজলের সঞ্চালনায় পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নূরুল ইসলাম এর সভাপতিত্বে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কল্পে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে জেলা সৈয়দপুর সদর দপ্তরের এএসপি তোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে থানার ডিএসবির সাব ইন্সপেক্টর রাজিব, বিরামপুর থানার এসআই তুহিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় প্রধান অতিথি এএসপি তোবারক আলী বলেন বাংলাদেশ রেলওয়ের সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে রেলওয়ের জায়গার পাশে বসবাসরতদের।যাতে করে কেউ যেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং নাশকতা সৃষ্টি না করে।
|
|
|
|
মোঃমন্জুরুল আহসান স্টাফ রিপোর্টার:-রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাবেক ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও দলিল লেখক আলহাজ্ব মোহাম্মদ আলীর জানাজা সম্পন্ন হয়েছে। তিনি উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাব্দী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার প্রভাষক আশরাফুল আলমের পিতা। ৮২ বছর বয়সে বাধ্যক্য জনিত কারণে সোমবার বিকেলে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে নয়টায় সাব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনসার আলী,মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কূর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক শহীদবাগ ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও আত্মীয়-স্বজনরা । মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
|
|
|
|
মো: রাসেল মোল্লা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ এফ এম সায়েদ। নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন তিনি ।
রবিবার (২৬ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমির খসরু ও অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ অপারেশন) চাউলাউ মারমা প্রমুখ।
এ সময় পুলিশ সুপার বলেন, জেলার সাতটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি রূপগঞ্জের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি এ এফ এম সায়েদ বলেন, একটি পুরস্কার দায়িত্ববোধকে বৃদ্ধি করে এবং কাজের উৎসাহ অনুপ্রেরণা যোগায়। তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যার আমাকে উৎসাহ প্রদান করছেন সেই অনুপ্রেরণা আমাকে কাজ করার সাহস জুগিয়েছে। তাই আমি আজ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছি।
উল্লেখ্য, এর আগেও এ এফ এম সায়েদ একাধিকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ থাকাকালীন সময়েও হয়েছিলেন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ।###
রিপোর্ট
নির্বাহী সম্পাদক
দৈনিক নতুন বাজার ৭১.কম
|
|
|
|
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সদ্য প্রকাশিত এইচএসি ও আলিম পরীক্ষার ফলাফলে কাউনিয়া উপজেলার ৫টি কলেজ ও ৫টি মাদরাসা থেকে মোট ৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সংশ্লিষ্ট কলেজ সূত্রে জানাগেছে কাউনিয়া কলেজের ৩৮ জন, হারাগাছ সরকারি কলেজের ১০ জন, মীরবাগ কলেজের ৯ জন, কাউনিয়া মহিলা কলেজের ৯ জন, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের ১ জন। অপরদিকে আলিম পরীক্ষায় বড়ুয়া হাট কামিল মাদরাসার ১১ জন, সাব্দী আলিম মাদরাসার ২ জন, ধুমেরকুটি ফাজিল মাদরাসার ১জন, নিজপাড়া মাদরাসার ১ জন, ভায়ারহাট পিয়ারিয়া মাদরাসার ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
|
|
|
|
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে দুইটি মাদরাসায় শতভাগ পশসহ সাতটি মাদরাসার রেজাল্ট ভালো হলেও তিনটি কলেজে পাশের হার হতাশব্যঞ্জক। মাদরাসা সাতটির পাশের হার প্রায় ৯৩ ভাগ হলেও কলেজ তিনটিতে পাশের হার প্রায় ৫৬ ভাগ। কারিগরি দুইটি শাখার পাশের হার সাড়ে ৮৮ ভাগ। দেশব্যাপী এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৮.৬৪ ভাগ। সেই তুলনায় রামপালে রেজাল্ট খারাপ হয়েছে। রামপাল উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এবার রামপাল সরকারি ডিগ্রী কলেজ থেকে জেনারেল শাখা থেকে ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৬ জন। অকৃতকার্য হয়েছে ১০২ জন। পাশের হার ৪৬ ভাগ। বিএম শাখায় পরীক্ষায় অংশ নিয়েছিল ১১০ জন। পাশ করেছে ৯৮ জন। অকৃতকার্য ১২ জন।
গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজে পরীক্ষায় অংশ নিয়েছিল ১০৯ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪৯ জন। অকৃতকার্য হয়েছে ৬০ জন। পাশের হার ৪৪ ভাগ।
সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৩১ জন। পাশের হার ৭৫.৭৮ ভাগ। দেশব্যাপী ফল বিপর্যয় হলেও সুন্দরবন মহিলা কলেজর মেয়েরা অনেক ভালো রেজাল্ট করেছে। উপজেলার ৭ টি মাদরাসার মধ্যে গোবিন্দপুর এজেএস ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২২ জন। অকৃতকার্য হয়েছে ৫ জন। পাশের হার ৮১.৪৮ ভাগ। ফয়লাহাট আছিয়া কারামতিয়া মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ জন। কৃতকার্য শতভাগ। এর মধ্যে ৪ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার সেরা হয়েছে। শরাফপুর কারামতিয়া ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৭ জন। কৃতকার্য হয়েছে ৩১ জন। অকৃতকার্য ৬ জন। পাশের হার ৮৩.৭৮ ভাগ। ইসলামাদ সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ জন। কৃতকার্য হয়েছে শতভাগ। জিপিএ ৫ পেয়েছে একজন। সোনাতুনিয়া আজিজীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ জন। কৃতকার্য হয়েছে ১৭ জন। অকৃতকার্য ১ জন। পাশের হার ৯৪.৮৮ ভাগ। খেজুর মহল আলীম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৭ জন। কৃতকার্য হয়েছে ২৪ জন। অকৃতকার্য হয়েছে ৩ জন। পাশের হার ৮৮.৭৯ ভাগ। মল্লিকেরবেড় আলীম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ জন। কৃতকার্য হয়েছে ২২ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। পাশের হার ৯১.৬৭ ভাগ। রামপালে সার্বিকভাবে ছেলেদের তুলনায় মেয়েদের কৃতকার্যের হার অনেক বেশী। লেখাপড়ায় মেয়েরা বরাবরের মতো এগিয়ে থাকলেও ছেলেরা পিছিয়ে পড়েছে। এর জন্য শিক্ষার্থীদের হাতে হাতে মরণঘাতী মোবাইল ফোন ব্যবহার কে দুষছেন সচেতন মহল। মোবাইল ফোনের অনিরাপদ ব্যবহার শিক্ষার্থীদের মেধা শেষ করছে বলে দাবী করেছেন তারা।
|
|
|
|
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. নূরুল ইসলাম বাবু (৪৪) নামের এক চিহ্নত মাদক কারবারিকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক বাবু কে রবিবার (২৬ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে রামপাল উপজেলার রণসেন গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২৫ নভেম্বর) রাত ১০ টায় চিহ্নিত মাদক কারবারি বাবু ভাগা বাজার এলাকার সোহেল শেখের বরফ কলের সামনে মহাসড়কের পাশে বসে ইয়াবা বিক্রি করছিল। এ সময় এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ১৪ পিস ইয়াবাসহ আটক করেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
|
|
|
|
মো:মন্জুরুল আহসান স্টাফ রিপোর্টার :কাউনিয়ায় আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর। রবিবার (২৬ নভেম্বর ) উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভুতছাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে খোদ্দ-ভূতছাড়া গ্রামের পশু চিকিৎসক মোকসেদ আলীর বসতবাড়ির রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বসতবাড়ির নয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র,বই খাতা, হাঁস-মুরগি,কবুতর,ধান চাল সহ নয়টি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পশু চিকিৎসক মোকসেদ আলী বলেন, তিনি রাতে বিকট শব্দ শুনে বের হয়ে দেখতে পান রান্না ঘরে আগুন ধরেছে। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কোনো মতে স্ত্রী, সন্তান নিয়ে বাড়ি থেকে বের হতে পারলেও আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে। কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
|
|
|
|
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কাউনিয়া উপজেলা শাখার নীতিমালা বাস্তবায়ন ও সাংগঠনিক সভা শনিবার স্থানীয় টেষ্টি পয়েন্ট হোটেলের কনফারেন্স রুমে উপজেলা কমিটির সভাপতি সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ আমীর আজম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালক একেএম রেজাউল করিম, জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন মনি। বক্তব্য রাখেন বাপুস কাউনিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক হুমাউন কবির খোকন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শামিম, সদস্য ও সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম লিটন, সদস্য আনোয়ার হোসেন, মমিনুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, দুলাল মিয়া প্রমূখ। সভায় নীতিমালা মেনে গায়ের দামে বই বিক্রয় সহ ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যা জেলা কমিটির সাথে সমন্বয় করে সমাধান করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছারা সংগঠনের কার্যক্রম আরো গতিশিল করতে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন। এরপর জেলা কমিটির নেতৃবৃন্দ নীতিমালা বাস্তবায়নে পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় সাংগঠনিক সফর করেন।
|
|
|
|
ঢাকায় সিনেমার জনপ্রিয় মুখ চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন তিনি।
সম্প্রতি তিনি আমেরিকায় নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের সাথে (১৮ নভেম্বর) দেশটির ফ্যামিলি কোর্টে বিকেল ৩টা ৪০ মিনিটে দুই বছরের চুক্তিতে বিয়ে করেছেন। তবে তা বাস্তবে নয়। এটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য। ‘কন্টাক বিয়ে’ নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর। আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকা।
অসহায় মানুষের সহায়তা করা ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস-এর তত্ত্বাবধানে এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।
সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্যে আমাদের দেশের মেয়েরা দুই বছরের কন্টাক বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।
হাসান জাহাঙ্গীর সম্প্রতি আমেরিকাতে গোল্ডেন এইজ হোম কেয়ারের বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এতে জাহাঙ্গীর অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে।
|
|
|
|
বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগেই রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বাসটিতে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই বাসের লোকজন পুলিশের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক জানান, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। পরে গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এ সময় বাসটির তিনটি সিট পুড়ে গেছে।
পুলিশ কর্মকর্তা রাকিবুল হক বলেন, যেসব দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়েছিলেন, তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সড়কের আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।
|
|
|
|
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫,এর একটি অপারেশন দল ২৫ নভেম্বর ২০২৩ ইং তারিখ ১২:০৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বেড়ীবাঁধ (পুলপাড়া) গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, মোঃ সজীব আলী (২০), পিতা-মোঃ সনু মিয়া, মাতা-মোছাঃ সাহানা বেগম, সাং-কালীতলা ফকির পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ কে ৩০২ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্তবর্তী পদ্মা নদী পাড়ি দিয়ে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে সরবরাহ করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদকের চালান বহনকালে ৩০২ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
|
|
|
|
ময়মনসিংহঃ জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় জুয়া বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ভেঙে দিচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। জানা গেছে, আজ শনিবার (২৫ নভেম্বর ২০২৩) তারিখ ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের মেহগনি গাছের বাগানের ভিতরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তা আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ মাছুম আহামাদ ভূঞা (পিপিএম- সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক, জুয়াসহ অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ছাড়াও সকল প্রকার অপরাধ দমনে ও পুলিশী সেবা আরো বৃদ্ধি করতে, সমাজের বিভিন্নস্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা চালু হয়েছে। আর বিট পুলিশিং কার্যক্রমে সফলতা এনে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম ও সহকারী এএসআই রেজাউল করিম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকান্দ বলেন, পরানগঞ্জ ইউনিয়নে বীর বওলা গ্রামে মেহগনির বাগানের ভেতরে অবৈধভাবে ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর পরিচালনাকারী সহ জুয়াড়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। ওসি শাহ কামাল আকান্দ আরো বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কোতোয়ালি থানা পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। গোপনে মেহগনির বাগানের ভেতরে জুয়ার আসর বসিয়ে তা পরিচালনা করছিল।
|
|
|
|
ষ্টাফ রিপোর্টারঃ মাদক নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়তা ও অবদান রাখায় কোতোয়ালি মডেল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তার উদ্যোগে আয়োজিত মাদক প্রতিরোধে সচেতনতা সভা, বিতর্ক প্রতিযোগিতা, পথসভা, মাদকবিরোধী গানসহ নানা উদ্যোগে ব্যাপক সাফল্য এসেছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি গত কয়েক মাসে ২শতাধিক মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি। জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর নির্দেশনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ জনসাধারণের সেবায় পুলিশ আরো আন্তরিক হয়ে কাজ করছে কোতোয়ালি পুলিশ। তারই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল আকন্দ, (পিপিএম বার) জানান, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় টাউন হলের মোরে ভিআইপি ডিউটি চলাকালীন সময় ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তার উপর হঠাৎ করে জাহিদ হাসান নামে একজন মাদকাসক্ত মানসিক রোগী হামলা করে। এতে করে ওই ট্রাফিক কর্মকর্তা আশেপাশে থাকা লোকজনের সহযোগিতায় তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দর নিকট মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনাটি অবগত করেন। এবং পুলিশ পাহারায় তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেন। অতঃপর অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, তার সাথে কথাবার্তা বললে তার আচরণ অস্বাভাবিক মনে হয় বলে মনে করেন। জাহিদের পিতাঃ কবির হোসেন এবং জাহিদের স্ত্রী আরিফা আক্তার সুবর্ণা থানায় হাজির হয়ে জানান, জাহিদকে চিকিৎসার জন্য ময়মনসিংহ পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হঠাৎ করে লোক চক্ষুর আড়ালে জাহিদ হাসপাতাল থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়। এ সময় তাকে খোঁজাখুঁজি করেও কোথায় না পাওয়া যাওয়ার পর লোকমুখে শুনতে পারেন কর্মরত পুলিশের উপর আক্রমণ করায় তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক কোতোয়ালী মডেল থানা হাজির হয়ে জাহিদের মাদক জনিত মানসিক অসুস্থতার কথা পুলিশকে অবহিত করেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দর তাৎক্ষণিক মাদক জনিত মানসিক রোগী জাহিদের চিকিৎসার জন্য বিভাগীয় ময়মনসিংহ শহরে অবস্থিত ঠাঁই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক সোহেল আরমান এর মুঠো ফোনে যোগাযোগ করেন। এবং ভর্তির পরামর্শ দেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) এর সঙ্গে সাক্ষাৎ করলে, তাকে আর্থিক সহযোগিতা সহ ভালো থাকার পরামর্শ দেন। পাশাপাশি ঠাঁই মাদকাসক্ত নিয়াময় কেন্দ্রের পরিচালক, কাউন্সিলর, ডাক্তার সহ সকল স্টাফ ও ভলেন্টিয়ারদের আন্তরিক ধন্যবাদ জানান। স্থানীয়রা জানান, ওসি শাহ কামাল আকন্দের উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আগে যারা মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এছাড়া তারা যেন পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে না পড়েন সেজন্য কোতোয়ালী মডেল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে। জাহিদের পিতা কবির হোসেন জানান, দীর্ঘদিন ধরে জাহিদ মাদকের বেচাকেনা ও সেবন করেছেন। এতে সর্বস্ব হারিয়ে আজ তিনি নিঃস্ব। মাদকের কারণে পরিবারও ছিন্নভিন্ন। দেরিতে হলেও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের সহযোগিতায় গত কয়েক মাস ধরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে চেলে জাহিদ। এখন সে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। জাহিদের স্ত্রী আরিফা আক্তার সুবর্ণা আরও জানান, নেশা তাদের অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন। নানা অপরাধে জড়িত ছিলেন জাহিদ । কোতোয়ালী মডেল থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাদক ছাড়তে সক্ষম হয়েছে সে। খারাপ কাজও ছেড়ে দিয়েছেন। এখন তারা সুখে-শান্তিতে সংসার চালাচ্ছেন। অশান্তির জীবন ছেড়ে পরিবার নিয়ে কিছুটা হলেও শান্তিতে জীবন অতিবাহিত করার চেষ্টা করছেন।
|
|
|
|
দৈনিক নতুন বাজার ৭১ ডট কম এর স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন আসাদুল হক আসাদ
|
|
|
|
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে আরও এক গরু চোর আটক হয়েছে। এ নিয়ে আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের সর্বমোট ৪ সদস্যকে আটক করা হলো। পুলিশ জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মালিডাঙ্গা গ্রামে শেখ ওয়াজেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সন্দিগ্ধ আসামী শেখ এনামুল (২৬) কে আটক করে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় আসামী এনামুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২) কে ৪ টি গরুসহ আটক করে। এরা দীর্ঘ দিন ধরে আন্তঃজেলা গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর গত সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখেছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়। তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
|
|
|
|
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দরিদ্রতম একটি উপজেলার নাম কাউনিয়া। স্বাধীনতার ৫২ বছরেও চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে তেমন কোন উন্নয়ন হয়নি। চরের মানুষ গুলো সাংবিধানিক অধিকার নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় চরবাসীকে। প্রাকৃতিক দুর্যোগ আর নদী ভাঙ্গন নিত্য সঙ্গি। রাস্তা ঘাটের নেই তেমন উন্নতি। প্রয়োজনের তুলনায় অতি সামান্য পাকা রাস্তা থাকলেও নেই পাকা সেতু। সম্প্রতি বিদ্যুৎ পৌঁছালেও বাড়েনি জীবন মান উন্নয়ন আর সচেতনতা। উপজেলায় ৫৩৬ কিঃমিঃ রাস্তার মধ্যে ২৭১ কিলো মিটারই কাচা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি এমপি গত ১৫ বছরে চরে একতা সেতু ও সড়ক ব্যতিত তেমন কোন দৃশ্যত উন্নয়ন চোখে পরে না। সরজমিনে বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে দেশের সংবিধান ¯ী^কৃত মৌলিক অধিকার গুলোর মধ্যে বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, বিনোদন, যোগাযোগের চরম অভাব। এছাড়া নিরাপদ পানি, স্যানিটেশনের অভাবে নানা রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। সচেতনতার অভাবে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে বাল্য বিবাহ ও যৌতুকের বলি এবং শিশু শ্রমের শিকার হচ্ছে। স্বাস্থ্য সেবা ও পুষ্টি হীনতায় ভূগে মেধা শূন্য প্রজন্ম তৈরী হচ্ছে। বাল্য বিবাহের ফলে পুষ্টিহীন মা যে শিশুর জন্ম দিচ্ছে তারা হচ্ছে বিকলাঙ্গ। শিশুদের মেধার বিকাশ বাধাগ্রস্থ হয়ে ঝড়ে পরার হার বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় অনেক রোগি কে ভারে করে আনতে রাস্তায় মৃর্ত্যু বরণ করছে। কৃষকেরা তাদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। উপজেলার ২২টি চরে জনপ্রতিনিধিদের স্বদিচ্ছা এবং সরকারী ভাবে নজরদারির অভাবে তাদের ভাগ্যের কোন উন্নয়ন হচ্ছে না। চরাঞ্চলে নেই অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে লাখ লাখ মানুষ। হাড়ভাঙ্গা শ্রমে যারা বালু চরে ফসল ফলায়, তাদের জীবনে সুখের প্রদীপ জ্বলে না কখনোই। বিশাল এ জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য সরকারের সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিক্ষা অফিসের অবহেলা ও অবিভাবকদের অসচেতনাতার কারনে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ছাত্র ঝড়ে পড়ার হার বেড়েই চলেছে। কিছু বিদ্যালয় ছাত্র-ছাত্রী নেই বললেই চলে। স্বাস্থ্য কর্মীরা চরে সঠিক কাজ করেন না। বিশেষ করে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মীরা সঠিক দায়িত্ব পালন না করায় জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক ঋণ প্রাপ্তিতে দীর্ঘ সূত্রিতায় চর গুলোতে সুদের ব্যবসা রমরমা। চর গুলোতে নারীর ক্ষমতায়ন নেই বললেই চলে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, চরবাসীর জীবনমান উন্নয়নে প্রশাসন কাজ করছে। বাল্যবিয়ে রোধে আমরা ব্যবস্থা নিচ্ছি। বর্তমান সরকার চরের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। চরের মানুষ জানায় নির্বাচন ছাড়া জনপ্রতিনিধিদের দেখা পায় না। বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এর কাছে তাদের দাবী তিনি যেন তাদের একটু দেখত আসেন এবং চরের মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেন।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাজী ইউসুফ চৌধুরী নাঈম, সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232
ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com,
|
|
|
|