| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   দেশজুড়ে -
                                                                                                                                                                                                                                                                                                                                 
রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ॥ শোভাযাত্রা

মো: রাসেল মোল্লা 

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে ফাতেহা পাঠ-মোনাজাত, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনা টিকিটে প্রদর্শন, ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। 

 সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিছানার চাঁদর ও তোয়ালেসহ সম্মাননা পদক বিতরণ করা হয়। 

 এছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে শোভাযাত্রা বের করে। 

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.কম

রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ॥ শোভাযাত্রা
                                  

মো: রাসেল মোল্লা 

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে ফাতেহা পাঠ-মোনাজাত, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনা টিকিটে প্রদর্শন, ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। 

 সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিছানার চাঁদর ও তোয়ালেসহ সম্মাননা পদক বিতরণ করা হয়। 

 এছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে শোভাযাত্রা বের করে। 

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.কম

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি চরমোনাই পীরের
                                  

বিপ্লবে অংশ নেয়া রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন।

রেজাউল করীম বলেন, ‘পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া, অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা অন্তর্বর্তী সরকারের জনসমর্থন হারানোর কারণ হতে পারে।’
 
চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের বেনিফিসিয়ারি ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক।’
যারা আন্দোলন করে এ নতুন বাংলাদেশ এনেছে তাদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর।
 
নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করীম বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।’
 
যারাই দেশের কল্যাণে কাজ করবে তাদের সঙ্গে জোট করার করবেন ইসলামী আন্দোলন। এ নিয়ে সমমনা ইসলামী দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান দলটির আমির।
রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
                                  

সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীতে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এ মন্তব্য করেন।

 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার।

 

প্রধান উপদেষ্টা বলেন, আমরা মাত্র ১০০ দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। এটি ছিল ছাত্র-জনতার একটি বিপ্লব, যা গত ১৬ বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। এর জন্য এক হাজার ৫০০ শিক্ষার্থী, শ্রমিক এবং সাধারণ প্রতিবাদকারীকে প্রাণ দিতে হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ হাজার ছাত্র-জনতা। এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আসুন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি- যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা চিরদিনের জন্য তাদের অঙ্গ-প্রত্যঙ্গ, দৃষ্টিশক্তি এবং শারীরিক সক্ষমতা হারিয়েছেন এবং যারা এখনও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

প্রতি উপজেলায় স্টেডিয়াম হবে: আসিফ মাহমুদ
                                  

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরি করা হবে। এসব স্টেডিয়ামের নাম সেই উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নামে নামকরণ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আরো সময় লাগবে। এখনো গণকবরের সন্ধান মিলছে। জুলাই-আগস্টের গণবিপ্লবের ইতিহাস ছড়িয়ে দিতে পাঠ্য পুস্তকে একটি অধ্যায় যুক্ত করা হবে বলেও জানান তিনি।

 

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই মাঠের নামকরণ করা হয়েছে শহীদ ফারহান খেলার মাঠ। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম করেছি শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। টাঙ্গাইলের জেলা স্টেডিয়ামের নাম করা হয়েছে পুলিশের গুলিতে শহীদ হওয়া মারুফের নামে। ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদের নামে নামকরণ করা হবে।

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
                                  

রাজধানীসহ সারাদেশে কমতে শুরু করেছে তাপমাত্রা, যা ধীরে ধীরে আরও কমবে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

শনিবার (১৬ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ভোররাতে রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের বদলগাছীতে, ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

রোববার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

 
 

 

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

 

সোমবার সকাল থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের
                                  

পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার যে অপপ্রয়াস, তা থেকে সরে আসার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) শিক্ষা অধিকার সংসদকর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন। তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তককে তা যথাযথভাবে তুলে ধরতে হবে।

 

এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন বলেও অভিযোগ করেন তিনি।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর বিপ্লবের পর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন!

ডেমরায় নতুন রেস্টুরেন্ট বাঁশ পাতা রেস্টুরেন্টের যাত্রা শুরু
                                  

নিজস্ব প্রতিবেদক:

 

ডেমরার শুকুরশী দারুননাজাত মাদ্রাসা সংলগ্ন যাত্রা শুরু করলো আরও একটি নতুন রেস্টুরেন্ট বাঁশ পাতা রেস্টুরেন্ট । শুকুরশী গলাকাটা দারুননাজাত রোডস্থ নিরিবিলি পরিবেশে অবস্থিত আধুনিক এ রেস্টুরেন্টে থাকছে পার্টি সেন্টারও। “সময়ের সেরা রান্নায় আমরা অঙ্গিকারাবদ্ধ” স্লোগান নিয়ে জাতীয় মানের এ রেস্টুরেন্ট ভোজন রসিকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী রেস্টুরেন্টটির মালিক মোমেন আহমেদ ।

 

রেস্টুরেন্টের মালিক মোমেন আহমেদ বলেন, 

নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে বাঁশ পাতা রেস্টুরেন্টের শুভযাত্রা শুরু হলো। , থাই, চাইনিজ ও ইন্ডিয়ান খাবারের আয়োজন থাকছে রেস্টুরেন্টটিতে। থাকছে হরেক রকমের কফি, জুস ও ফাস্টফুড। বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলা সামগ্রী।  মনোরম পরিবেশে ন্যায্য দামে সেরা মানের খাবার পরিবেশনের পাশাপাশি এখানে থাকছে কিডস জোন। রয়েছে ভিআইপি কনফারেন্স রুম। খাবারের মান ও পরিবেশ বজায় রেখে জীবানুমুক্ত পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার সরবরাহে আমাদের রয়েছে একঝাঁক তরুণ কর্মী। গ্রাহকের চাহিদা অনুযায়ী পার্সেল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

উদ্যোক্তা মোমেন আরও জানান, আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন, যারা প্রতিদিন পুষ্টিকর খাবার পেতে হিমশিম খাচ্ছেন। সবার জন্য স্বল্পমূল্যে মানসম্মত খাবার সরবরাহের মাধ্যমে এলাকায় মানুষের খাদ্য চাহিদা মেটাতে সহায়তা করতে চাই।

রেস্টুরেন্টে চাইনিজ থেকে শুরু করে ভাত, ডাল, মাছ, মাংস ও সবজি সহ বিভিন্ন পদ সল্পমূল্যে পাওয়া যাবে। এর ফলে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র—ছাত্রী ও মধ্যবিত্তরা সাশ্রয়ী মূল্যে খাবারের সুবিধা পাবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর ২০২৪) এক মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,দারুননাজাত মাদ্রাসার সিনিয়র শিক্ষক, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছাত্রদের নয় বেকারদের চাকরির ব্যবস্থা করুন
                                  

আহমদ শফী আশরাফী

স্টাফ রিপোর্ট 

 

এ দেশের লক্ষ লক্ষ বেকার আছে, তাদের চাকরির ব্যবস্থা করুন। এ দেশে লক্ষ লক্ষ দরিদ্র জনগোষ্ঠী আছে, তাদের কাজের ব্যবস্থা করুন। তা না করে ছাত্রদের পড়াশোনা নষ্ট করে পুলিশে পার্টটাইম চাকরিতে নিয়োগ করা কখনোই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী।

 

আজ ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মহাসচিব আহমদ শফী আশরাফী।

 

তিনি আরো বলেন : দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, সরকার গঠনের এতোদিন পরেও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিন, নইলে সাধারণ মানুষের ক্ষোভের পাত্রে পরিনত হবেন।

 

নতুন সরকার গঠনের পর বেকারদের মধ্যে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আশার আলো সঞ্চরিত হয়েছি, কিন্তু দিনদিন তা নিভে যাচ্ছে। একদিকে বেকার, দরিদ্র মানুষের সমস্যা আরেকদিকে দ্রবমূল্যের উর্ধ্বগতি, নতুন সরকারের প্রতি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সাধারণ মানুষের পালস বুঝার চেষ্টা করুন। নয়তো পরিণাম ভালো হবে না।

নবাবগঞ্জে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান জরিমানা আদায় ৫ হাজার
                                  

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ

(দিনাজপুর) প্রতিনিধি 

 

দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ ভাবে পরিচারিত করাতকল অভিযান পরিচালনা করে ৫ হাজারটাকা জরিমানা৷ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার বিকালে চরকাই রেঞ্জাধীন নবাবগঞ্জ উপজেলায়, নবাবগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আনিসুর রহমান স্যার এর নেতৃত্বে অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

করাত কল লাইসেন্উস বিধি মালা ২০১২ এর ৭ (১২) ধারায় উপজেলার গোলাবাড়ি গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ রেজাউল করিমকে ৩ হাজার এবং রামপুর বাজারের মৃত জালাল হোসেনের ছেলে মোঃ সাইদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে পরিচালিত করাত কলের অভিযান নিয়োমিত পরিচালিত হবে।

বিআরটিসির প্রধান কার্যালয়ে মরহুম সিকান্দার আবু জাফরের উদ্দেশ্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
                                  

স্টাফ রিপোর্টার 

 

মতিঝিল বিআরটিসি প্রধান কার্যালয়ে সাবেক সাধারণ সম্পাদক(সিবিএ- ৮৫৩)মরহুম সিকান্দার আবু জাফরের উদ্দেশ্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা।আজ ১৫ই অক্টোবর৷ সকাল ১০ টায় মোঃ জিয়াউল হক রনির সঞ্চলনায় সভাপতিত্ব করেন আমির হোসেন মোল্লা ।এই সময় আমির হোসেন মোল্লা বলেন মরহুম সিকান্দার আবু জাফর ছিলেন একজন নিবেদিত প্রান।তিনি আমাদের আপদে বিপদে সবসময় ছিলেন। তাকে হারিয়ে আমাদের অপূরনীয় ক্ষতি হয়েছে। যাইহোক সবাইকে মৃত্যুবরন করতে হবে।আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ কাজী বকূল হোসেন,মোঃ শফিকুর রহমান খাঁন,তারিকুল ইসলাম ভূইয়া তারেক,সেকান্দার প্রধান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন,মোঃ নুরুল আমিন, মোঃ হেমায়েত প্রমূখ। মুনাজাতের পর সকলের মধ্যে রান্না করা খাবার বিতরন করা হয়।

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা, টাইম বোমা নিষ্ক্রিয়
                                  

চুয়াডাঙ্গার দর্শনায় একটি এনজিও অফিসে দিনেদুপুরে লুটের চেষ্টা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এ সময় অফিসকর্মীদের আত্মচিৎকারে তারা পালিয়ে গেলেও ইলেকট্রনিক টাইম বোমাসদৃশ একটি বস্তু রেখে যায়। পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বোমাটি নিষ্ক্রিয় করে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে দর্শনা বাসস্ট্যান্ডের অদূরে ‘ব্যুরো বাংলাদেশ’ নামের এনজিও অফিসে এ ঘটনা ঘটে।

অফিসের কর্মীরা জানান, অন্যান্য দিনের মতো অফিসের সকল স্টাফ ফিল্ডের কাজে বেরিয়ে যায়। এ সময় অফিসে একা অবস্থান করছিলেন অ্যাকাউন্ট অফিসার ফেরদৌস মিয়া। হঠাৎ একজন মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরে সেখানে প্রবেশ করে। এরপর টেবিলের পাশে বোমাসদৃশ বস্তুটি রেখে অ্যাকাউন্ট অফিসারের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, যা আছে দিয়ে দে, চিৎকার করবি না। বাইরে আমার মতো আরও পাঁচ–ছয়জন আছে। পরে অফিসের লোকজন চিৎকার করলে সে পালিয়ে যায়। আর যাওয়ার আগে বোমাসদৃশ বস্তুটি রেখে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, ডিবি ও সিআইডির সদস্যরা। পরে বোমা নিষ্ক্রিয় করতে ডাকা হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে। রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী থেকে র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সার্জেন্ট রবিউল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে এবং দর্শনা কেরুজ ক্লাব মাঠে তা নিষ্ক্রিয় করে।

রিসেট বাটন’ নিয়ে ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
                                  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ নিয়ে এক বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা। অবশেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস রিসেট বাটন চাপার কথা বলেছিলেন, কলুষিত রাজনীতি থেকে নতুন যাত্রা বোঝাতে। যে দুর্নীতিগ্রস্ত রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, কোটি কোটি নাগরিকের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের গর্বিত ইতিহাসকে মুছে ফেলার অর্থে এ দুটি শব্দ ব্যবহার করেননি তিনি।

আপনি যখন রিসেট বাটন চাপবেন তখন আপনার সফটওয়্যারটি পুনরায় সচল হবে। এটি হার্ডওয়্যার পরিবর্তন করে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার। সেটা পরিবর্তনের কোনো সুযোগ নেই। কিছু মানুষ ভয়েস অব আমেরিকাকে দেওয়া ড. ইউনূসের সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যা করছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে গত ৮ আগস্ট ঢাকায় আসার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন, জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ।

অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি করার জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা চালান। তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
                                  

দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। এর ফলে ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বেলা ১১ টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে সাইনবোর্ড থেকে মো. বিল্লাল হোসেন গাড়িতে ওঠেন। তিনি বলেন, দেড় ঘণ্টায় তিনি কাঁচপুর ব্রিজ অংশে পৌঁছাতে পেরেছেন। বাকি পথ পাড়ি দিতে আরও কতক্ষণ লাগে কি জানি।

নাঈম নামের আরেক যাত্রী বলেন, টানা চারদিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আনন্দটা মাটি হয়ে গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেকদিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি।

রূপগঞ্জে হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ
                                  

মো: রাসেল মোল্লা 

 

হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে গতকাল ৮অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। কলেজ মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া কলেজের শিক্ষক আবু সালেহ মোঃ আল আমিন। 

 সভায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ফয়েজ মোল্লা, সামসুর রহমান, ছাত্র রিফাত হাসান, শাহা আলী, হৃদয় মিয়া, পাভেল আহম্মেদ, বিল্লাল হোসেন, ছাত্রী তন্নী আক্তার, খাদিজা সুলতানা, আঁখি আক্তার প্রমুখ। 

 পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মুড়াপাড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার৭১.কম

প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেপ্তার
                                  

পাবনার সুজানগরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় বাচ্চু আলমগীর ওরফে ‘আগুন বাচ্চু’ (৩২) নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার লোকমান প্রামাণিকের ছেলে বাচ্চু। তিনি যুবলীগকর্মী বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তার ছোট ভাই রেদোয়ান নয়ন সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মানুষ রূপগঞ্জে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৫ হাজার পরিবার তলিয়ে গেছে রাস্তা-ঘাট
                                  

মো: রাসেল মোল্লা 

 

টানা কয়েক দিনের বর্ষণে রূপগঞ্জের ৩০ গ্রামের অন্তত ১৫ হাজার পরিবার এখন পানিবন্দি। তাদের দুর্ভোগ চরমে। ভেসে গেছে মাছের খামার। গত কয়েক দিনের অতি বৃষ্টিতে ও অপরিকল্পিতভাবে সেচ প্রকল্প নির্মাণ এবং পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কোন কোন রাস্তা-ঘাট তলিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ও মাঠে এবং রূপগঞ্জ থানার সামনের সড়কে হাঁটু সমান পানি। নির্মাণাধীন ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মানুষ। আকাশে মেঘ জমলেই নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্পের ভেতরে বসবাসকারীদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

১৯৮৪ সালে ৯০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প-১ ও পরে ১৯৯৩ সালে ১০১ কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যার পূর্বপারের পাঁচ হাজার হেক্টর জমি ঘিরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। সেচ প্রকল্প নির্মাণ হওয়ার কয়েক বছর পরেই এখানে শুরু হয় জলাবদ্ধতা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয় ভবনের নিচ তলার সকল শ্রেণিকক্ষ ও মাঠে হাঁটু সমান পানি। তাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। এছাড়া গোলাকান্দাইল, মধ্যপাড়া, তারাবো, বৌবাজার, বরপা, ভুলতা, দক্ষিণপাড়া, খালপাড়, নাগেরবাগ, মদিনানগর, বাকমোর্চা, তারাবো পৌরসভার তেঁতলাবো, ইসলামবাগ, নতুন বাজার, কান্দাপাড়া, বলাইখা, বিজয়নগর, পশ্চিম কান্দাপাড়া, উত্তর মাসাবো, যাত্রামুড়া, রূপসী ও ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া, সোনাবো, পাঁচাইখা, ইসলামপুরসহ আশপাশের এলাকায় এখন জলাবদ্ধতা। বাড়ির উঠানে পানি। অনেকের ঘরেই হাঁটু থেকে কোমরপানি। রাস্তাঘাট তলিয়ে গেছে। জমির ফসল হলদে হয়ে মরে যাওয়ার উপক্রম হয়েছে। গবাদিপশু অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ঘরবাড়িতে পানি ওঠায় কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আবার কেউ কেউ বাঁশের মাচার ওপর বসবাস করছে। কয়েকটি শিল্পকারখানায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে টিউবওয়েল পানিতে তলিয়ে গেছে। সেই সব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। দেখা দিয়েছে খাবারের সংকট। কোন কোন রাস্তা-ঘাট তলিয়ে গেছে। রূপগঞ্জ থানার সামনের সড়কে হাঁটু সমান পানি। নির্মাণাধীন ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ বেড়েই চলছে। এ সড়কের নির্মাণ কাজ কবে শেষ হবে তা কেউ বলতে পারছে না। তাছাড়া শিল্পকারখানার নির্গত কেমিক্যাল ও দুর্গন্ধযুক্ত কালো পানিতে দূষণ হয়ে রোগাক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে মহিলা ও শিশুদের দুর্ভোগ অবর্ণনীয়। 

এদিকে চোরাবো-সমু মার্কেট সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টি বেশি হওয়ায় বালু ও শীতলক্ষ্যাসহ নদ নদীর পানীও বেড়েছে। তারাবো পৌরসভার নিন্মাঞ্চলের বসতঘরে হাঁটু সমান পানি। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিন্মাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ীরূপ নিয়েছে। কোন কোন স্থানে অব্যাহত বৃষ্টিতে সেতুর সংযোগ সড়ক ডুবে গেছে।

দেবৈই গ্রামের রানা মন্ডল বলেন, সৃষ্ট জলাবদ্ধতায় অতিকষ্টে চলছে নিম্ন আয়ের মানুষের সংসার। দেখা দিয়েছে খাবারের সংকট। শিল্পকারখানার নির্গত বর্জ্যে পানি নিষ্কাশন খালগুলো বন্ধ হয়ে গেছে। শিল্পকারখানার নির্গত পানি কুচকুচে কালো রং ধারণ করেছে। এই পানিতে হাঁটাচলা করতে গিয়ে মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে। পানির কীট-পতঙ্গসহ মাছ মরে যাচ্ছে। আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে।

বরপা শান্তিনগর গ্রামের রওশন আলী বলেন, ১০-১২ বছর ধরে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এখানে হাঁটু সমান পানি হয়। পানির সঙ্গে যুদ্ধ করে তাদের বাঁচতে হচ্ছে। কায়েতপাড়ার কামশাইর গ্রামের আমেনা খাতুন বলেন, তার ঘরে হাঁটুপানি। চুলায় আগুন জ্বালাতে পারেন না। ঘরে খাবার নেই। বিশুদ্ধ পানি নেই। শুকনো খাবার খেয়ে বাঁচতে হচ্ছে। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। সরকারি সহযোগিতা প্রয়োজন।

গোলাকান্দাইল এলাকার যুবদল নেতা রাজিব ভুঁইয়া বলেন, রূপগঞ্জ শিল্পাঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত। সে কারণে জমির দাম বেশি। তুলনামূলকভাবে নিচু জমির দাম কম। তাই অনেকেই নিচু অঞ্চলে কম দামে জমি কিনে ঘরবাড়ি নির্মাণ করছেন। আর সে কারণেই নির্মিত ঘরবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

মুড়াপাড়া দড়িকান্দী এলাকার বিএনপি নেতা মজিদ ভুঁইয়া বলেন, দড়িকান্দী, গঙ্গানগর, কুলীনপাড়া, সরকারপাড়া এলাকার নিন্মাঞ্চলের ঘর বাড়িতে পানি উঠেছে। তলিয়ে গেছে কৃষকদের ফসলি জমি। বানিয়াদী এলাকার যুবদল নেতা কামাল হোসেন বলেন, স্থানীয় শিল্প কারখানা অপরিকল্পিভাবে স্থানে স্থানে বাঁধ নির্মাণ করায় ও বর্জ্য ফেলে পানি নি:ষ্কাশনের খাল বন্ধ করে দেওয়ায় সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। 

রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, শতাধিক বিঘা জমির শাক-সবজি ও ১৫/২০ বিঘা জমির রোপা আমনের বীজতলার ক্ষতি হয়েছে। 

রূপগঞ্জ উপজেলা প্রকোশলী মেহমুদ মোর্শেদ উল আল-আমিন, অতি বর্ষণে ও পাহাড়ী ঢলে পানি বেড়ে যাওয়ায় চলাচলে কিছুটা বিঘœ ঘটছে। রাস্তা ঘাটের ক্ষতি হয়েছে। তবে পানি নি:ষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রকিবুল আলম রাজিব বলেন, নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্প বøক-১ এর চারটি পাম্প ও অগ্রণী সেচ প্রকল্পে তিনটি সেচ পাম্প দিয়ে সার্বক্ষণিক পানি নি:ষ্কাশন করা হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। বেদখল খাল উদ্ধার, ভরাট হয়ে যওয়া সেচ খাল সংস্কার করা হলে, শিল্প-কারখানার বর্জ্য পরিশোধন করে নির্গত করা হলে ও গণমানুষ সচেতন হলেই জলবদ্ধতা নিরসন সহজ হবে। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাবো পৌরসভা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, পৌরসভার ভেতরে পানি নি:ষ্কাশনের জন্য ৩১ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এ খাল দিয়ে যাত্রামুড়ার পাম্পহাউজের ৩টি ও রূপসী পাম্পহাউজের ৪টি পাম্প দিয়ে দিনরাত পানি নি:ষ্কাশন করা হচ্ছে। রূপগঞ্জের তিনটি সেচ প্রকল্পসহ বিভিন্ন জায়গার সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। আগামী ২/৩ দিনের মধ্যেই ফল পাওয়া যাবে তবে এক মাসের মধ্যে জলবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.কম


   Page 1 of 94
     দেশজুড়ে
রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ॥ শোভাযাত্রা
.............................................................................................
জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি চরমোনাই পীরের
.............................................................................................
রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
.............................................................................................
প্রতি উপজেলায় স্টেডিয়াম হবে: আসিফ মাহমুদ
.............................................................................................
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
.............................................................................................
পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের
.............................................................................................
ডেমরায় নতুন রেস্টুরেন্ট বাঁশ পাতা রেস্টুরেন্টের যাত্রা শুরু
.............................................................................................
ছাত্রদের নয় বেকারদের চাকরির ব্যবস্থা করুন
.............................................................................................
নবাবগঞ্জে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান জরিমানা আদায় ৫ হাজার
.............................................................................................
বিআরটিসির প্রধান কার্যালয়ে মরহুম সিকান্দার আবু জাফরের উদ্দেশ্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
.............................................................................................
অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা, টাইম বোমা নিষ্ক্রিয়
.............................................................................................
রিসেট বাটন’ নিয়ে ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
.............................................................................................
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
.............................................................................................
রূপগঞ্জে হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ
.............................................................................................
প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেপ্তার
.............................................................................................
উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মানুষ রূপগঞ্জে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৫ হাজার পরিবার তলিয়ে গেছে রাস্তা-ঘাট
.............................................................................................
গোলাপগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা ও অনুদান বিতরণ
.............................................................................................
বড়পুকুরিয়া কয়লা খনির এলাকায় ক্ষতিপূরণের নামে মিথ্যা আশ্বাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
.............................................................................................
বাংলাদেশ ভূমিহীন ও গৃহগীন হাউজিং লিঃ এর উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
.............................................................................................
বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে
.............................................................................................
পশুপ্রেমীদের জন্য ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে উদ্বোধন করা হলো ‘হেড টু টেইল’
.............................................................................................
শেখ হাসিনা ও মন্ত্রী-এমপি-পুলিশ-সাংবাদিকসহ আসামি ৪৯৩
.............................................................................................
শেখ হাসিনা-মোজাম্মেলসহ আ.লীগের ১৭১ জনের নামে গাজীপুরে মামলা
.............................................................................................
শিক্ষার্থীদের আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী: টিআইবি
.............................................................................................
ফুলবাড়ীর বাজিতপুর আবাসন প্রকল্পের বাড়িতে রাস্তা না থাকায় যেতে পারছেনা ১৪টি পরিবার
.............................................................................................
আন্দোলনরত গোলাপগঞ্জবাসীর সাথে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের মতবিনিময়
.............................................................................................
"হারানো বিজ্ঞপ্তি" সিইপিজেড এলাকা থেকে সিয়াম নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নিখোঁজ...!
.............................................................................................
ফুলবাড়ীতে নিমতলা মোড়ের ঐতিহ্য ধরে রাখতে নিম গাছ রোপন
.............................................................................................
হামিদপুর ইউনিয়নে বাল্যবিবাহ
.............................................................................................
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
.............................................................................................
রূপগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 
.............................................................................................
হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ
.............................................................................................
ফুলবাড়ীতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার এমপির রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা
.............................................................................................
শহীদ শেখ রাসেল তরুণ লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুস্প অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
.............................................................................................
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটিএ শহীদ শেখ রাসেল তরুন লীগ এর কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে
.............................................................................................
রূপগঞ্জের প্রান্তিক মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ
.............................................................................................
স্বপ্নকথা ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল , অসহায়,ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ
.............................................................................................
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামাল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার
.............................................................................................
দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
.............................................................................................
সোনার বাংলা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
.............................................................................................
দৈনিক ক্রাইম সংবাদ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ইফতার পার্টির মধ্য দিয়ে উদযাপিত।
.............................................................................................
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
.............................................................................................
রাজধানীতে ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য ও বই খাতা বিতারন করলেন বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ কতৃপক্ষ
.............................................................................................
তিন পদে লোক নিচ্ছে হুয়াওয়ে বাংলাদেশ
.............................................................................................
রূপগঞ্জে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে ফুলেল শুভেচ্ছা
.............................................................................................
‘সুদিন সত্তা’য় ফুটে ওঠে দলিত জনগোষ্ঠীর হস্তশিল্পের নৈপুণ্য
.............................................................................................
পূর্বাচলে ঐতিহ্যেবাহী হযরত হোসেন আলী শাহ (র:) লেংটার মেলা অনুষ্ঠিত
.............................................................................................
অন্নদানগর তরুন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ।
.............................................................................................
বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ এর পক্ষ থেকে কম্বল ও বই বিতরণ
.............................................................................................
পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে ও কাছের মানুষকে নিরাপদ রাখতে এলো ‘ইমো নাও’
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD