|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ভাড়াটিয়ার মেয়েকে ধর্ষণ করলো বাড়িওয়ালার ছেলে
অনলাইন ডেস্ক : রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাসার মালিকের ছেলের বিরুদ্ধে ভাড়াটিয়ার মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাতে পৌর শহরের বালুয়াভাটা এলাকার আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে। পরে থানায় মামলা করেন মেয়ের বাবা।
মামলা সূত্রে জানা যায়, আদর্শপাড়ার হানিফুলের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই এলাকার এক ব্যক্তি।
শনিবার রাতে হানিফুলের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ভাড়াটিয়ার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ঘরে ডেকে ধর্ষণ করেন বাসার মালিকের ছেলে রায়হান হক (২৬)। বিষয়টি মেয়ের পরিবারে জানাজানি হলে থানায় মামলা হয়। ওই মামলায় বাদী হন মেয়ের বাবা।
বদরগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, মেয়েটিকে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।
|
অনলাইন ডেস্ক : রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাসার মালিকের ছেলের বিরুদ্ধে ভাড়াটিয়ার মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাতে পৌর শহরের বালুয়াভাটা এলাকার আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে। পরে থানায় মামলা করেন মেয়ের বাবা।
মামলা সূত্রে জানা যায়, আদর্শপাড়ার হানিফুলের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই এলাকার এক ব্যক্তি।
শনিবার রাতে হানিফুলের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ভাড়াটিয়ার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ঘরে ডেকে ধর্ষণ করেন বাসার মালিকের ছেলে রায়হান হক (২৬)। বিষয়টি মেয়ের পরিবারে জানাজানি হলে থানায় মামলা হয়। ওই মামলায় বাদী হন মেয়ের বাবা।
বদরগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, মেয়েটিকে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।
|
|
|
|
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে নগরীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় মেট্রো ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নগরীর রসূলপুর কলোনীতে অভিযান চালিয়ে পলাশ হাওলাদার এবং তার স্ত্রী লিপি বেগমকে আটক করা হয়। তাদের বসতঘর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লিপি বেগমের বিরুদ্ধে তিনটি মাদক মামলা এবং পলাশ হাওলাদারের বিরুদ্ধে দুইটি মাদক মাদক মামলা রয়েছে। এরা দুজনই আত্মসমর্পণ করার কথা বলে পুলিশকে ধোকা দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, রসূলপুর এলাকায় ১২ জন মাদক ব্যবসায়ীকে আমরা টার্গেট করেছি। আমরা এলাকা ভিত্তিক মাদক নিয়ন্ত্রণে কাজ করছি।
|
|
|
|
বান্দরবান প্রতিনিধিঃ
পরকীয়া আসক্ত হয়ে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী আরেক তিন সন্তানের পিতার সাথে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ১নং ওয়ার্ডের টুইন্না পাড়ায় এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় ওই প্রবাসীর স্ত্রী তার স্বামীর পাঠানো নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড় নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার ১৪ বছরের সন্তান শাহাব উদ্দিন।
লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি এ্যাডভোকেট মোঃ মামুন মিয়া বলেন, ২৩ সেপ্টেম্বর বুধবার লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মায়ের বিরুদ্ধে সন্তানের করা মামলাটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করতে লামা থানাকে নির্দেশ প্রদান করেছেন।
আদালতে দায়ের করা মামলার সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের ১নং ওয়ার্ডের টুইন্না পাড়ার বাসিন্দা বজল আহম্মদ জীবিকার তাড়নায় দীর্ঘ ৬ বছর যাবৎ সৌদি আরবে রয়েছে। তার নামে সরই বাজারে ২টি দোকানের প্লট রয়েছে। একটি দোকান ভাড়া নেয় সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাবিবুর রহমান পাড়ার আব্দুল মাবুদ এর ছেলে কামরুল ইসলাম (৩৬)। বজল আহম্মদের স্ত্রী রাজু বেগম (৩২) স্বামী দেশে না থাকায় দোকানের ভাড়া আদায় করত। নিয়মিত দোকানে যাতায়াত করতে গিয়ে দোকানের ভাড়াটিয়া কামরুল ইসলামের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুইজনের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বজল আহম্মদ ও রাজু বেগমের সংসারে ২টি ছেলে ও ১ মেয়ে রয়েছে। অপরদিকে কামরুল ইসলাম বিবাহিত ও তিন সন্তানের জনক।
গত ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে প্রবাসীর স্ত্রী রাজু বেগম ডাক্তারের কাছে যাচ্ছে বলে বাড়িতে বড় ছেলে শাহাব উদ্দিন (১৪) ও মেয়ে সানজিদা আক্তার সাইমা (১১) কে ফেলে ছোট সন্তান সায়েদকে সাথে নিয়ে প্রেমিক কামরুল ইসলামের সাথে পালিয়ে যায়। লোকলজ্জার ভয়ে নিরবে সন্তান ও স্বজনরা রাজু বেগমকে খুঁজতে থাকে। ঘটনার পর থকে প্রেমিক কামরুল ইসলামকে এলাকায় দেখা যাচ্ছে না ও দোকান বন্ধ রয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা সমাধান করার কথা বলায় ও খোঁজাখুঁজি করতে গিয়ে অনেক সময় অতিবাহিত হওয়ায় আদালতে মামলা করতে বিলম্ব হয় বলে জানায় শাহাব উদ্দিন।
শাহাব উদ্দিন আরো বলে, আমার পিতার ঋণ পরিশোধের জন্য বিদেশ থেকে পাঠানো নগদ ৬ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং ব্যবহৃত কাপড়-চোপড় সাথে নিয়ে আমার মা পালিয়েছে। বিষয়টি আমার জেঠা রফিকুল ইসলামকে জানালে তিনি আমার মায়ের ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। বর্তমানে আমি ও আমার বোন আমার জেঠা রফিকুল ইসলাম ও চাচা আব্দুল আজিজের হেফাজতে আছি। আমার পিতা বিদেশে অনেক টেনশনে আছে। প্রবাসী বজল আহম্মদের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ছোট ভাই ৬ বছর প্রবাসে থেকে অর্জিত সকল টাকা ও সম্পদ নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে রাজু বেগম। বড় ২টি সন্তানের কান্না থামাতে পারছি না। সাথে নিয়ে যাওয়া ছোট সন্তানটি কি অবস্থায় আছে জানি না। সন্তান ফেলে চলে যায় এ কেমন মা।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধিঃ
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের পর এবার কক্সবাজারের আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৩৪ কর্মকর্তাকে দেশের বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটনে একযোগে বদলি করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর তাদের ঢাকায় তলব করা হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ আদেশের কথা জানা যায়।
বদলির আদেশকৃত কর্মকর্তারা হলেন- উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জুকে সিলেট রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌসকে বরিশাল রেঞ্জে, ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদারকে বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে, রামু থানার ওসি মো. আবুল খায়েরকে রাজশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজমকে রংপুর রেঞ্জে, টেকনাফের ওসি (তদন্ত) এ বি এম এস দোহাকে খুলনা রেঞ্জে, ডিএসবির ওসি (ডিআই১) মো. আলী আরশাদকে বরিশাল রেঞ্জে, কুতুবদিয়ার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীকে খুলনা রেঞ্জে, সদর থানার ওসির দায়িত্বে থাকা মো. মাসুম খানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়।
অন্যদের মধ্যে পরিদর্শক রোমেল বড়ুয়া সিআইডি ঢাকায়, মিজানুর রহমান সিআইডি ঢাকায়, মো. মঈন উদ্দিন বরিশাল রেঞ্জে, খোরশেদ আলম সিলেট রেঞ্জে, মো. একরামুল হক বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আমিরুল ইসলাম রংপুর রেঞ্জে, মানস বড়ুয়া ময়মনসিংহ রেঞ্জে, এস এম মিজানুর রহমান এসএমপি সিলেটে, এসএম আতিক উল্লাহ ঢাকা রেঞ্জে, মো. আবুল মনসুর বরিশাল রেঞ্জে, মোহাম্মদ ইয়াছিন এসএমপি সিলেট, মো. আনোয়ার হোসেন বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আরিফ ইকবাল রাজশাহী রেঞ্জে, মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী রেঞ্জে এবং শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ সিলেট রেঞ্জে বদলির আদেশ পেয়েছেন।
এ ছাড়া আমিনুল ইসলামকে এসএমপি সিলেটে, প্রদীপ কুমার দাসকে (কোর্ট ইন্সপেক্টর) এসএমপি সিলেটে, মো. আনিছুর রহমানকে বরিশাল রেঞ্জে, মো. ফজলুল আলমকে বরিশাল রেঞ্জে, রূপল চন্দ্র দাসকে (বিপিএ, সারদায় সংযুক্ত) বরিশাল রেঞ্জে, মো. বদরুল আলম তালুকদারকে সিলেট রেঞ্জে, মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে এবং টেকনাফ থানার রফিকুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
এই ৩৪ পুলিশ কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৫.১৯.১৩৩.১৫.৯৪ এর সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
আদেশে আরও বলা হয়, ওই পুলিশ পরিদর্শকরা বদলিকৃত ইউনিটে যোগ দেওয়ার জন্য আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নেবেন। এরপর আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুরো পোশাকে এক বিফ্রিংয়ে উপস্থিত হতে হবে তাদের।
এই বড় বদলির মধ্য দিয়ে কক্সবাজার জেলা পুলিশের খোলনলচে বদল হলো বলা চলে। এর আগে গত ২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। আর গত ১৬ সেপ্টেম্বর বদলি করা হয় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ মো. রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
বুধবার রাতে উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের আই ব্লক এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম বান্দরবান জেলার আলীকদম উপজেলার দক্ষিণ-পূর্ব পালংপাড়ার আবুল কালামের ছেলে।
কক্সবাজার-১৬ এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ হেমায়ুতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা শিবিরে কর্মরত পুলিশ পরিদর্শক রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএনের একটি দল অভিযান চালায়। তারা রোহিঙ্গা শিবিরের ওই এলাকা থেকে আসামি মো. রবিউল ইসলামকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কালো পলিথিনে মোড়ানো একটি শাটারগান ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করে।
আটক যুবক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলে জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অন্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছেন।
এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দ অস্ত্র ও গুলিসহ আটক আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন কর্মকর্তা।
|
|
|
|
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকালে মাসুদ নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেলদুয়ার থানার ওসি সায়েদুল হক ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাসুদ উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বুধবার সকালে মাসুদসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।
ভিকটিমের পরিবার ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রাইভেটে যাওয়া-আসার সময় মাসুদ বিরক্ত করে আসছিলেন। পরে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মাসুদ মোবাইলে এসএমএসের মাধ্যমে ওই ছাত্রীকে বাড়ির সামনে যেতে বলেন। তার এসএমএসে সাড়া দিয়ে ওই ছাত্রী বাড়ির সামনে গেলে তাকে মাসুদসহ কয়েকজনে মিলে জোর করে গাড়িতে উঠিয়ে বিলের মধ্যে নৌকায় নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করে।
বিষয়টি কাউকে জানালে মেরে ফেরার হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। প্রাণের ভয়ে ওই সময় স্কুলছাত্রী তার পরিবারকে বিষয়টি জানায়নি। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওই ছাত্রী তার পরিবারকে জানালে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ওই স্কুলছাত্রীকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার টিম গঠন করে পরীক্ষা করে প্রকৃত ফলাফল জানা যাবে।
ওসি সায়েদুল হক ভূইয়া বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলার পর মূল অভিযুক্ত মাসুদ গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করা হবে।
|
|
|
|
পাবনা প্রতিনিধিঃ
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের দুটি নির্বাচন অফিসে ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ঈশ্বরদীর সাহাপুরের আজিজল তলা নির্বাচনী অফিস এবং সলিমপুর ইউনিয়নের মানিকনগর স্কুল সংলগ্ন নির্বাচন অফিসে এই হামলার ঘটনা ঘটে। এ সময় অফিস দুটিতে কোনো নেতাকর্মী ছিল না।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, আকষ্মিকভাবে নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা সাতটি গুলি ছুঁড়ে ও অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা জানাজানি হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক এসে বিক্ষোভ মিছিল করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনাজ ফকির ও সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধিঃ
দুই বন্ধু মিলে ১৩ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে হোটেলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত দুই যুবকের মধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া গ্রামের মো. কামালের ছেলে শেফায়েত হোসেনকে (২২) এলাকাবাসীর সহাতায় গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্ত মো. মহিউদ্দিন (২১) পলাতকরয়েছে। তারা দুজনই টমটম চালক।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার ভাবির সঙ্গে তার বাবার বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী। বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার টমটম চালক শেফায়েত তার বন্ধু মহিউদ্দিনসহ কিশোরীকে ফুসলিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে হোটেলে নিয়ে তিনদিন অবস্থান করে। হোটেলে দুই বন্ধু মিলে তিনদিন ধরে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তারা দুই বন্ধু মিলে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছার পর রাস্তার পাশে স্থানীয় লোকজনকে দেখে সে চিৎকার করে কান্না শুরু করে দেয়। এক পর্যায়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন শেফায়েত হোসেনকে পাকড়াও করলেও মহিউদ্দিন পালিয়ে যায়।
চকরিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। এর মধ্যে একজন গ্রেপ্তার রয়েছেন। অপর আসামিকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। ভুক্তভোগীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
|
|
|
|
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে বিয়ার ও ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নরসিংদী সদর মডেল থানা ও মাধবদী থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক তাপস কান্তি রায়, সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। বিয়ারসহ গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার সুকুমার সাহার ছেলে স্বর্বজিৎ সাহা স্বর্প (৩০), একই এলাকার হরে কৃষ্ণ সাহার ছেলে মানিক সাহা (২৫) ও নাগরিয়াকান্দি এলাকার মোরশেদ মিয়ার ছেলে হানিফ মিয়া(২৪)। ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার বাঘাইকান্দি এলাকার আসাদ মিয়ার ছেলে মোঃ অলি মিয়া (২৫), চরমধুয়া এলাকার কাজল মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২৫) ও সদর থানার হাজীপুর এলাকার নির্মল দাসের ছেলে হিমেল দাস ওরফে হিমেল ইসলাম (২৪)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাধবদী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে পিপিএল নামের যাত্রীবাহী বাস থেকে ৫৪ ক্যান বিয়ার উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নরসিংদী মডেল থানাধীন হাজীপুর হতে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিয়ার ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেপ্তারকৃত সর্বজিৎ সাহা স্বর্পের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক আইনে ৩ টি সহ মোট ৫ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
|
|
|
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় চার ছাত্রলীগ নেতাকর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা যুব মহিলা লীগ নেত্রী আফরোজা পারভীন।
মামলার আসামিরা হলো, চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার শহিদ খানের ছেলে মানিক খান (২৬), কেদারগঞ্জের খবির শেখের ছেলে ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (২৭), বাহাদুর পাড়ার আদম আলীর ছেলে রাকিবুল ইসলাম নিপ্পন (২৪) ও আরামপাড়ার কাশেমের ছেলে ফয়সাল খানসহ অজ্ঞাত ১০/১৫ জন।
মামলার এজাহারে আফরোজা পারভীন উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর ছাত্রলীগ কর্মী মানিক খান তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে জেলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীনকে নিয়ে মানহানিকর তথ্য পোস্ট করে। পরদিন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করে। এসব পোস্টে রাকিবুল ইসলাম নিপ্পন ও ফয়সাল খানসহ ১০/১৫ জন বাজে মন্তব্য প্রদান করে। এতে আফরোজা পারভীনের সামাজিকভাবে হেয় ও সুনামক্ষুন্ন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, লিখিত অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
|
|
|
|
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শ্যামপুরে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় শারীরিক পরীক্ষার জন্য ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মঙ্গলবার সকালে অত্র থানাধীন তাদের বাসার পাশের বাড়ির ১৫ বছর বয়সী এক কিশোর তাকে ফুঁসলিয়ে নিজের বাসায় নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালিয়েছে। পরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়।
ভুক্তভোগী শিশুর মা জানিয়েছেন, তিনি বাসা বাড়িতে কাজ করেন। শিশুটির বাবা রিকশাচালক। সকালে তারা দুজনই কাজের জন্য বেরিয়ে যান। দুপুরে বাসায় ফিরে বিষয়টি জানতে পেরেছেন। পাশের বাড়ির ওই কিশোর ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়।
পরে থানায় গিয়ে অভিযোগ করেন শিশুর মা। শিশুটি এক ভাই এক বোনের মধ্যে ছোট। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান।
|
|
|
|
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাধা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে ঘিওর থানায় মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার সকালে আসামিদের গ্রেপ্তার করা হয়।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ঘটনাটি গত বুধবার ঘিওরের বালিয়াবাধা গ্রামে ঘটে। ভুক্তভোগীর বাড়ির টিউবওয়েল নষ্ট থাকায় প্রতিবেশি রাজিবের বাড়িতে পানি আনতে যায় ওই ছাত্রী। সেই সুযোগে ওই ছাত্রীকে একা পেয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন রাজিব।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গতকাল সোমবার এ বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাড়িতে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ তোলেন। পরে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে ধর্ষক রাজিব, তার বাবা-মা এবং এলাকার মাতব্বর তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনাটি ভুক্তভোগী পরিবারকে টাকা পয়সা দিয়ে মিমাংসা ও ধামাচাপা দেওয়ার অভিযোগে সহযোগী আসামি হিসেবে ধর্ষকের বাবা-মা ও মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
|
|
|
|
নোয়াখালী প্রতিনিধিঃ
বিভিন্ন অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
সোমবার রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন প্রবাসীর বাড়িতে গভীর রাতে হানা দিয়ে ঘর তল্লাশির নামে ঘরে ইয়াবা রেখে মাদক ব্যবসায়ী বলে টাকা আদায়, বিভিন্ন লোকজনকে ধরে থানায় এনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
প্রত্যাহারকৃত এসআই ফারুক হোসেন বলেন, বদলির আদেশের খবরটি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো কাগজ আমি পাইনি। তার দাবি, চাষীরহাট ইউনিয়ন এলাকার আওয়ামী লীগ নেতা ঢাকার ব্যবসায়ী জসিম উদ্দিন আরমান বিভিন্ন সময় তার কাছে খুনের মামলা, মারামারিসহ বিভিন্ন মামলার আসামিদের না ধরার জন্য অনৈতিক তদবির করতেন। তিনি তার অনৈতিক তদবির রক্ষা না করায় তার বিরুদ্ধে বিভিন্ন লোক দিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দাখিল করিয়েছেন।
আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন আরমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ফারুক হোসেন একজন ঘুষখোর দুর্নীতিবাজ পুলিশ। তিনি সোনামুড়ী উপজেলার বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, ফারুক হোসেনের বদলির আদেশ তিনি হাতে পেয়েছেন। তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
|
|
|
|
যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতেনাতে দুই নারী ও দুই পুরুষসহ এক দালালকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থানায় সোপর্দ করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এসময় সিনেমা হলটি সিলগালা করে দিয়েছেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালিয়াডাঙা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে মহাদেব দাস (৩২) , বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩০), মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমি খাতুন (২৫), কেশবপুরের বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্লা (৩২) ও যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আবজাল হোসেনের মেয়ে সুসমিতা খাতুন (২০)।
এদের মধ্যে মহাদেব পূরবী সিনেমা হলের ম্যানেজার। সে দালাল সেজে সিনেমা হলে এসব খরিদ্দার আনার কাজ করে।
আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিনমাস করে সাজা দিয়েছেন।
এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। তখন আদালতের উপস্থিতি টের পেয়ে হলে উপস্থিত সবাই পালিয়ে যান।
তার আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরশহরের তাহেরপুর এলাকায় আল আমিন পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পার্কের মালিক আব্দুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
পৃথক এসব অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এসআই হাসান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযান ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
|
|
|
|
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জামাইর ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্বশুর নুর কবির (৪৫)। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মশরফপাড়ায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ছুরিকাহত শাশুড়ি নুর জাহান বেগমকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘাতক জামাতা মিজানুর রহমান (২৮) পলাতক রয়েছেন। মিজান একই ইউনিয়নের বানিয়াপাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। নিহত নুর কবির পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, স্বামীর সঙ্গে বনিবনা সমস্যার কারণে নিজের বাপের বাড়িতে চলে যান মিজানের স্ত্রী জেরিন আক্তার। কৌশলে সেখানে গিয়ে শ্বশুরকে খুন করেন জামাই মিজানুর রহমান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নুর কবিরের মেয়ে জেরিন আক্তারের সঙ্গে দেড় বছর আগে মিজানুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
মিজানুর রহমান প্রবাসে ছিল। দেশে ফিরে বউকে দেয়া সাত ভরি স্বর্ণ বিক্রি করে দেন। এগুলো শেষ হলে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য নির্যাতন করতে থাকে। নির্যাতন সইতে না পেরে জেরিন আক্তার তার গরিব কাঠমিস্ত্রী বাবার কাছ থেকে এক লাখ টাকা এনে দেন।
এরই মধ্যে মাদকসেবন ও জুয়ার আসরে মেতে ওঠে মিজান। আবারো বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে স্ত্রীকে চাপ দেয় তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। স্ত্রীকে প্রচুর মারধর করে। নিরুপায় হয়ে বাপের বাড়ি চলে যায় জেরিন। তাতে মিজান ক্ষিপ্ত হয়ে রাতের আধারে শ্বশুর বাড়িতে ঢুকে শ্বশুর শাশুড়িকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে রাত ৩টার দিকে শ্বশুর নুর কবির মারা যান।
শাশুড়ি নুর জাহান বেগমের সারা শরীরে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লাশের সুরতহাল রিপোর্ট করেছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বিরোধের সূত্র ধরে শ্বশুর বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্ত্রীকে মারধর করে স্বামী মিজানুর রহমান। তাতে বাধা দিতে গেলে শ্বশুর-শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে মারা যান শ্বশুর।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মাসুম খান।
|
|
|
|
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে সুমাইয়া (৭) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার শৈলকূপা পৌরসভার সাতগাছি গ্রামে এঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের মো. সুজাল মন্ডলের মেয়ে। সুমাইয়া সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে শিশুটি হঠাৎ করে হাতে ব্যথা বলে চিৎকার শুরু করে। পরিবারের লোকের সাপের কামড় টের পেয়ে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাড় ফুঁক শুরু করে। তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথিমধ্যে মারা যায় সুমাইয়া।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
সম্পাদকমন্ডলীর সভাপতিঃ হাজী মোবারক হোসেন।। সহ-সম্পাদক : কাউসার আহম্মেদ।
ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু।
ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, মোবাইল : 01731190131, 01930226862, E-mail : mannannews0@gmail.com, mannan2015news@gmail.com, web: notunbazar71.com, facebook- mannan dhaka club
|
|
|
|