|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ দেখা যাবে শুধুমাত্র বায়োস্কোপে
স্টাফ রিপোর্টার
ব্লকবাস্টার হিট মুভি ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ মুক্তির ঘোষণা দিয়েছে গ্রামীণফোনের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ।
সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত অ্যাকশন-ধর্মী থ্রিলার মুভি ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ নির্মিত হয়েছে জঙ্গিবাদ ও পুলিশ বাহিনির বীরত্ব ও নিবেদন নিয়ে। আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকেই। অ্যাকশনধর্মী থ্রিলার পছন্দ করেন যেসব দর্শক তাদের জন্যই ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২। এ বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং উপভোগের সুযোগ নিয়ে এসেছে বায়োস্কোপ। আগ্রহীরা এখন চলার পথেই এ মুভি উপভোগের সুযোগ পাবেন; কিংবা বাসায় বসে তাদের নিজস্ব ডিভাইসে মুভিটি দেখতে পারবেন।
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব সার্ভিস বান্ডলিং অ্যান্ড ডিজিটাল কনটেন্ট, হিতেশ সুদ বলেন, “গ্রাহকদের কাছে তাদের পছন্দের কন্টেন্ট নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভালবাসাই ব্ল্যাক ওয়ারকে সফল করেছে। বাংলাদেশের মানুষ ব্ল্যাক ওয়ার নিয়ে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তা দেখে আমরা আনন্দিত।” তিনি আরও বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য সেরা ও দারুণ সব কনটেন্ট নিয়ে আসতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি। আর এ চলচ্চিত্রই এর অনন্য উদাহরণ।”
এর পাশাপাশি, চলচ্চিত্রটির সফলতা উদযাপনে গত ১৪ মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, মিশা সওদাগর, সুমিত সেন গুপ্ত এবং পরিচালক ফয়সাল আহমেদ। আরিফিন শুভ বলেন, “ব্ল্যাক ওয়ার টিম এ চলচ্চিত্রকে সফল করে তুলতে ৩ বছর ধরে পরিশ্রম করেছে। এ ছবির প্রতিটি শট বেশ যত্নের সাথে নেয়া হয়েছে এবং এ মুভির সফলতা নিয়ে আমরা আনন্দিত।”
বায়োস্কোপে ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ বিনামূল্যে দেখতে ব্যবহারকারীদের বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ভিজিট করতে হবে। মুভিটি শুধুমাত্র বায়োস্কোপেই দেখা যাবে। তাই, দেরি না করে বায়োস্কোপে দেখে ফেলুন মিশন এক্সট্রিম ইউনিভার্সের সর্বশেষ মুভি। ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ এবং বায়োস্কোপের অন্যান্য কনটেন্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন প্ল্যাটফর্মটির সোশ্যাল মিডিয়ায়।
|
স্টাফ রিপোর্টার
ব্লকবাস্টার হিট মুভি ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ মুক্তির ঘোষণা দিয়েছে গ্রামীণফোনের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ।
সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত অ্যাকশন-ধর্মী থ্রিলার মুভি ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ নির্মিত হয়েছে জঙ্গিবাদ ও পুলিশ বাহিনির বীরত্ব ও নিবেদন নিয়ে। আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকেই। অ্যাকশনধর্মী থ্রিলার পছন্দ করেন যেসব দর্শক তাদের জন্যই ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২। এ বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং উপভোগের সুযোগ নিয়ে এসেছে বায়োস্কোপ। আগ্রহীরা এখন চলার পথেই এ মুভি উপভোগের সুযোগ পাবেন; কিংবা বাসায় বসে তাদের নিজস্ব ডিভাইসে মুভিটি দেখতে পারবেন।
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব সার্ভিস বান্ডলিং অ্যান্ড ডিজিটাল কনটেন্ট, হিতেশ সুদ বলেন, “গ্রাহকদের কাছে তাদের পছন্দের কন্টেন্ট নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভালবাসাই ব্ল্যাক ওয়ারকে সফল করেছে। বাংলাদেশের মানুষ ব্ল্যাক ওয়ার নিয়ে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তা দেখে আমরা আনন্দিত।” তিনি আরও বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য সেরা ও দারুণ সব কনটেন্ট নিয়ে আসতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি। আর এ চলচ্চিত্রই এর অনন্য উদাহরণ।”
এর পাশাপাশি, চলচ্চিত্রটির সফলতা উদযাপনে গত ১৪ মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, মিশা সওদাগর, সুমিত সেন গুপ্ত এবং পরিচালক ফয়সাল আহমেদ। আরিফিন শুভ বলেন, “ব্ল্যাক ওয়ার টিম এ চলচ্চিত্রকে সফল করে তুলতে ৩ বছর ধরে পরিশ্রম করেছে। এ ছবির প্রতিটি শট বেশ যত্নের সাথে নেয়া হয়েছে এবং এ মুভির সফলতা নিয়ে আমরা আনন্দিত।”
বায়োস্কোপে ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ বিনামূল্যে দেখতে ব্যবহারকারীদের বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ভিজিট করতে হবে। মুভিটি শুধুমাত্র বায়োস্কোপেই দেখা যাবে। তাই, দেরি না করে বায়োস্কোপে দেখে ফেলুন মিশন এক্সট্রিম ইউনিভার্সের সর্বশেষ মুভি। ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ এবং বায়োস্কোপের অন্যান্য কনটেন্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন প্ল্যাটফর্মটির সোশ্যাল মিডিয়ায়।
|
|
|
|
স্টাফ রিপোর্টার
ঢাকাই সিনেমার এ সময়ের সম্ভাবনাময় চিত্রনায়ক আদর আজাদ। তার অভিনীত ক্যারিয়ারের চতুর্থ সিনেমা ‘লোকাল’ তৃতীয় সপ্তাহ এসেও সগৌরবে চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। এ সিনেমার মাধ্যমে আলাদাভাবে নজর কেড়েছেন আদর। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ভালোই দর্শক টেনেছে। সিনেমার গানগুলোও মুগ্ধ করেছে শ্রোতাদের। সব মিলিয়ে সময়টা বেশ ভালো যাচ্ছে নায়ক আদরের। এদিকে, বুধবার (১০ মে) ছিল আদর আজাদের জন্মদিন। এবারের জন্মদিন ছিল তার জন্য অন্যরকম। জীবনের বিশেষ এ দিনের প্রথম প্রহরেই পেলেন সুখবর। নতুন সিনেমা উপহার পেলেন তিনি। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘লিপস্টিক’। এ সিনেমার মাধ্যমে আদরের বিপরীতে কাজ করতে চলেছেন কলকাতার লাস্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিক। দ্বিতীয়বারের মতো ঢাকাই সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। এর আগে এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায়। ‘লিপস্টিক’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু।
নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, ভালো কিছু দিতে পারব এ সিনেমা দিয়ে। এবারের জন্মদিনে অনেক উপহার পেয়েছি। কিন্তু এই উপহারটি আমার কাছে অন্যরকম স্পেশাল।
কাজটি করছেন জানিয়ে কলকাতা থেকে দর্শনা বলেন, অনেক আগেই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। গল্পটি শুনে বেশ ভালো লেগেছে। সবকিছু মিলে যাওয়াতে কাজটি করছি। শাকিব খানের পর নতুন নায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বার ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ঢাকার দর্শকরা ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে চলেছেন।
সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, ‘লোকাল’ সিনেমায় আদর আজাদের অভিনয় এবং লুক দেখেই আমি, আমার প্রযোজক ও রাইটারের পছন্দ হয়ে যায়। তারপর আদরের বিপরীতে দর্শনাকে চূড়ান্ত করে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘লিপস্টিক’ সিনেমার পরিকল্পনা করা। আশা করছি, দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে পারব। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে।
এদিকে, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আদর আজাদ অভিনীত ‘লোকাল’ সিনেমাটি ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শক চাহিদার ফলে প্রতি সপ্তাহেই হল সংখ্যা বেড়েই চলেছে এবং সিনেমাটি হিট পওয়ার পথে এগিয়ে রয়েছে।
আদর অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’, ‘যন্ত্রণা’, ‘চিৎকার’ ও ‘পোড়া অন্তর’ সিনেমাগুলো। নির্মাণাধীন রয়েছে ‘রাইটার’ ও ‘মুক্তি’ সিনেমা দুটি। হাতে রয়েছে নতুন আরও কয়েকটি সিনেমা। যা শিগগিরই চূড়ান্ত করে জানান দেবেন ঢালিউডের সম্ভাবনাময় এই নায়ক।
|
|
|
|
বিনোদন প্রতিবেদক
দীর্ঘ বিরতীর পর দর্শকদের জমিয়ে আনন্দ দিতে বায়োস্কোপ অরিজিনাল ওয়েব সিরিজ ‘কাবাডি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটি’তে আসছেন ডিপজল। সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে হাজির দর্শকদের সামনে হাজির হবেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকরা উপভোগ করতে পারবেন নতুন ডিপজলকে।
এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ – এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এরপর ঘটনার পরিক্রমনায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সাথে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা। ওয়েব সিরিজটির গল্পকে আরও জমিয়ে দিতে ‘কাবাডি’তে আরও অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু।
রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি। এ সম্পর্কে আরও জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।
|
|
|
|
বিনোদন প্রতিবেদক
দীর্ঘ বিরতীর পর দর্শকদের জমিয়ে আনন্দ দিতে বায়োস্কোপ অরিজিনাল ওয়েব সিরিজ ‘কাবাডি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটি’তে আসছেন ডিপজল। সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে হাজির দর্শকদের সামনে হাজির হবেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকরা উপভোগ করতে পারবেন নতুন ডিপজলকে।
এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ – এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এরপর ঘটনার পরিক্রমনায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সাথে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা। ওয়েব সিরিজটির গল্পকে আরও জমিয়ে দিতে ‘কাবাডি’তে আরও অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু।
রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি। এ সম্পর্কে আরও জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।
|
|
|
|
চাচ্চু, ‘দাদী মা, ‘পাঁচ টাকার প্রেমসহ একের পর এক হিট ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি।
তবে এবার একবারে পাঁচটি ছবিতে চুক্তিব’দ্ধ হয়েছেন। সেই ছোট্ট দীঘি এখন ষোলকলা যুবতী। সম্প্রতি ‘টু’ঙ্গিপাড়ার মিয়া ভাই নামের একটি ছবির শুটিংও শেষ করেছেন তিনি।
তবে শুটিং শেষ হলেও প্রথমবার হওয়ায় ভয়টা এখনো কাটেনি এই উঠতি নায়িকার। তবে মাঝখানে প্রায় আট’ বছরের মতো ক্যামেরার বাহিরে ছিলেন এই নায়িকা। এসময় তার কাছে অনেক ছবি অফার আসে বলেও জানান তিনি। কিন্তু নিজেকে তৈরি করার জন্যই এই সময় নিয়েছেন বলে জানান দীঘি। এদিকে ‘চাচ্চু সিনেমা তার ক্যারিয়ারে ‘টার্নিং পয়েন্ট বলেও উল্লেখ করেছেন এই নায়িকা।
তবে দীঘি এবার জানালেন এক অজানা খবর। তিনি যখন অষ্টম শ্রেণিতে পড়েন তখন থেকেই নায়িকা হওয়ার অফার আসছিলো তার কাছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে অভিনয়ের জন্য নিজেকে তৈরি অবশেষে ক্যামেরার সামনে দাঁড়ালেন এই নায়িকা। দীঘির মা প্রয়াত ও বাবা সুব্রত দুজনই চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। বাবা-মায়ের দেখানো পথ ধরেই ঢালিউড নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেন দীঘি।
|
|
|
|
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর ট্র্যাব এর আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর প্রদান করা হয়েছে ২৮তম ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২২। এতে টেলিভিশনের নাটক বিভাগে জনপ্রিয় ধারাবাহিক ‘মুসা’র জন্য শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নির্মাতা, প্রযোজক ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। অন্যদিকে, ‘পরিবার’ ধারাবাহিক নাটকের জন্য নাটক বিভাগে শ্রেষ্ঠ নাট্যকার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দোদুলের সহধর্মিণী নির্মাতা, নাট্যকার ও অভিনেত্রী রাশেদা আক্তার লাজু, বংলাদেশে লাজুক একমাত্র নারী নাট্যকার যার প্রায় আড়াই হাজার পর্বের মতো বিভিন্ন ধারাবাহিক প্রচার হয়েছে। অসংখ্য একক নাটক প্রচার হয়েছে। এরই মধ্যে তার পরিবার ধারাবাহিকটি ৩০৯ পর্ব প্রচার হয়েছে। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে দোদুল বলেন, এর আগেও অনেক বার শ্রেষ্ঠ নাট্যকার ও পরিচালক সহ বিভিন্ন শাখায় ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়েছি। এবার পেলাম বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ধারাবাহিক নাটক ‘মুসা’র জন্য। তিনটি ক্যাটাগরিতে আমি পুরস্কার পেয়েছি। সবচেয়ে আনন্দ লাগছে অভিনয়ের জন্য পুরস্কার অর্জন। এর আগেও অভিনয়ের জন্য বাচসাস সহ অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু অনেক বছর বিরতির পর নতুন করে এলাম অভিনয়ে। এসেই স্বীকৃতি পেলাম ‘মুসা’ নাটকে অভিনয়ের জন্য, খুব ভালো লাগছে। কাজের সব স্বীকৃতি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও উৎসাহ দেয়। লাজুক বলেন, পুরস্কার সবসময় কাজের গতি বাড়িয়ে দেয়। পুরস্কার শুধুমাত্র একটি সম্মান নয়, অনুপ্রেরণাও, এমন সম্মাননা প্রাপ্তিতে কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বেড়ে গিয়েছে। চেষ্টা থাকবে সামনে এর চেয়েও ভালো কিছু করার। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
|
|
|
|
স্টাফ রিপোর্টার
দীর্ঘদিনপর প্রথমবারের মতো একসাথে দেখা যাবে অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে। গ্রামীণফোনের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে ২০২৩ সালের জানুয়ারিতে ‘কে’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) জিপিহাউজের ইনোভেশন ল্যাবে ‘কে’এর উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকা সহ ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরা, পরিচালক গৌতম কৈরী, প্রযোজক শাহরিয়ার শাকিল, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ।
এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। তাছাড়া, অনেক দিন পর আমি জাহিদ হাসানের সাথে একসঙ্গে অভিনয় করলাম। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’
এই ওয়েব সিরিজ নিয়ে গৌতম কৈরী বলেন, “‘কে’ফ্যামেলি গল্পের ভিতর দিয়ে একটি মার্ডার মিস্ট্রি গল্পের ওয়েব সিরিজ। দুই দিকপাল অভিনেতাকে আমার প্রথম সিরিজে এক ফ্রেমে বন্দি করতে পেরেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। গল্পের ভিতরেও গল্প আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
জাহিদ হাসান বলেন, “গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর আমার কাছে গল্পটি চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এছাড়া, গৌতম খুবই গুছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয় এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে। বায়োস্কোপকে ভালো কাজের সাথে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”
এ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, “বিনোদনের ক্ষেত্রে বর্তমানে ভোক্তাদের রুচি ও চাহিদার পরিবর্তন ঘটছে। দর্শকদের চাহিদা অনুযায়ী তাদের প্রত্যাশিত কনটেন্ট তৈরিতে এবং সবাইকে পছন্দের বিষয়ের সাথে কানেক্ট করতে গ্রামীণফোন ও বায়োস্কোপ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং নিত্যনতুন বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে আসছে। ওয়েব সিরিজটির মাধ্যমে অভিনয় জগতের সবচেয়ে জনপ্রিয় ও বহুমুখী প্রতিভা-সম্পন্ন দু’জন অভিনেতাকে একত্র করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আরও কনটেন্ট নিয়ে আসার মাধ্যমে আমরা আমাদের প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করবো; পাশাপাশি, গ্রাহকদের আস্থা পূরণের ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।”
অনুষ্ঠানে ওয়েব সিরিজটির প্লটের সম্পর্কে আলোচনা করা হয়। শাহরিয়ার শাকিল এর প্রযোজনায় প্রডাকশন হাউজ আলফা-১ ষ্টুডিউজ এর ‘কে’ ওয়েব সিরিজে পেশায় লেখক এমন দু’জন বন্ধুকে ঘিরে গল্পটি ফুটিয়ে তোলা হয়েছে যেখানে অভিনয় করছেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। জীবনের জটিলতার মুখোমুখি হতে হতে, তারা দু’জনই দেখতে পান সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য খুঁজে বের করা আসলেই খুব কঠিন। ওয়েব সিরিজটিতে একটি মার্ডার মিস্ট্রির গল্প তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হবে- প্রতারণা, মিথ্যা ও হ্যালুসিনেশন; সাথে খুঁজে বের করা হবে, ‘কে সত্য বলছে আর কে মিথ্যা’!
|
|
|
|
অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমন অনেক ছবি আছে যেখানে ক্যামেরার সামনে সত্যিকারের দৈহিক সম্পর্কে লিপ্ত হতে হয়েছে তাদের। জেনে নেওয়া যাক তেমননি পাঁচটি ছবির নাম-
১. লাভ (Love):
২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ফরাসি ছবিটি। যেখানে একাধিকবার অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে। তার উপর ছবিটি ছিল থ্রি ডি। ফলে বড়পর্দায় রীতিমতো জীবন্ত হয়ে উঠেছিল সেসব দৃশ্য। যা উপভোগ করেছিলেন সিনেমাপ্রেমীরা।
২. সংস (Songs):
২০০৪ সালের এই ব্রিটিশ রোম্যান্টিক ছবিতে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ মুহূর্তের সেই দৃশ্য ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ছবির নায়ক-নায়িকা বাস্তবেই ক্যামেরার সামনেই দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন।
৩. নিমফোম্যানিয়াক (Nymphomaniac):
এই ছবিতে আবার নগ্নতা ও যৌনতাকে তুলে ধরেছিলেন নায়িকার ডামি। নায়িকা নিজে মিলনের দৃশ্যে ছিলেন না। তাই সে সব দৃশ্যে তার শরীরকেই পর্দায় দেখানো হয়েছিল। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবির এক-একটি দৃশ্য শরীরের উষ্ণতা বাড়িয়ে দিয়েছিল সিনেমাপ্রেমীদের।
৪. ইন্টিমেসি (Intimacy):
দুই অচেনা মানুষ যারা জড়িয়ে পড়েছিলেন শারীরিক সম্পর্কে। এই হল ছবির গল্প। আর শুধু ক্যামেরার সামনেই নয়, ছবির স্বার্থে অফ ক্যামেরাও একাধিকবার যৌনতায় লিপ্ত হন নায়ক-নায়িকা। ক্যামেরার সামনে নিজেদের অভিব্যক্তিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতেই নাকি এই প্রয়াস।
৫. অ্যান্টিক্রাইস্ট (Antichrist):
ভুতুড়ে এই ছবিতে যেমন ভয়ে গায়ে কাঁটা দেবে, ঠিক তেমনই এর যৌন দৃশ্য বাড়িয়ে তুলবে শরীরের উষ্ণতা। বিনোদনে ভরপুর এই ছবি ২০০৯ সালে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল
মাসুম হাসান, বিনোদন ডেস্ক
কার্টেসি: গো নিউজ
|
|
|
|
সাহসী গল্পের ওয়েব সিরিজ চার্মসুখ -মা ও মেয়ে একই জনের প্রেমে পড়ে ভালোবাসা ভুলে দূরে চলে এলো দুজনেই! এমনই একটি সাহসিকতার গল্প নিয়ে হাজির হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ULLU. সিরিজটির নাম চার্মসুখ৷
ডিজিটাল যুগ উচ্চতায় পৌঁছে যাওয়ার পর থেকে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদাও বেড়েছে। কোভিড টেবিলটিকে একটি ভিন্ন স্তরে পরিণত করেছে। এখন মানুষ থিয়েটারের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা দেখতে উপভোগ করে। এটি বোল্ড এবং হট ওয়েব সিরিজের প্রতি আগ্রহও বাড়িয়েছে। দর্শকরা এই ধরনের সিরিজ দেখতে পছন্দ করে, বিশেষ করে উল্লুতে। তাই আজ আমরা নিয়ে এসেছি উল্লুর সবচেয়ে জনপ্রিয় সিরিজ `চার্মসুখ মম অ্যান্ড ডটার`।
এই ওয়েব সিরিজের কাহিনী অনেকটা এরকম:
অনন্যা নামের এক মেয়েকে নিয়ে এই ধারাবাহিক। মেয়েটি কার্তিক নামের একটি ছেলের সাথে প্রেম করছে। পরে সিরিজে একদিন অনন্যার মা পার্টিতে বেরিয়েছিলেন। তাই অনন্যা তাকে কার্তিককে বাড়িতে ডাকতে বলে। এরপর অনন্যার মা অনুমতি দেন। কিন্তু এরপর কী ঘটবে তা জানতে হলে আপনাকে প্রথমে এই সিরিজগুলো দেখতে হবে।
রাজসি ভার্মা এবং রুবি ভারাজ সাহসিকতার সমস্ত সীমা ভেঙে দেন এই ওয়েব সিরিজে, রাজসি ভার্মা, রুবি ভারাজ এবং নিখিল অরোরা বিশিষ্ট কাস্ট খেয়েছিলেন। সিরিজে অন্তরঙ্গ দৃশ্যের পরের স্তর দিয়েছেন তারা। সাহসিকতার সব সীমা ছাড়িয়ে গেছেন অভিনেত্রীরা। আপনার পরিবারের সাথে এই ওয়েব সিরিজটি দেখবেন না, একা একা দেখুন এবং আনন্দ উপভোগ করুন।
Daily News Post India এর
মূল ইংরেজি থেকে অনুবাদ মাসুম হাসান
|
|
|
|
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা বেশ ভালোই। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।
সম্প্রতি নিজের একটি ম্যাগাজিনের কভার শুটের জন্যই আপাতত চর্চার আলোয় মোনালিসা। সম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ভিডিওর শুরুতেই করিডোর দিয়ে সোজা হেঁটে যেতে দেখা গিয়েছে তাকে। এরপরেই একটি ঘরের মধ্যে নিজের সহকর্মীদের সাথে কথা বলতে বলতে তৈরী হয়েছিলেন তিনি। এরপরেই দেখা দিয়েছিলেন বোল্ড ফটোশুট লুকে। ‘ফ্যাব লাইফ স্টাইল’ নামক একটি ম্যাগাজিনের কভার শুটেই অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার স্বামী বিক্রান্ত সিংও। সেই ঝলকও অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলেছে৷
জুমবাংলা অবলম্বনে বিনোদন ডেস্ক
|
|
|
|
শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তানসহ নানা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন নায়িকা শবনম বুবলী। স্বামী-সন্তানের খবর তিনি নিজেই সামাজিকমাধ্যমের বদৌলতে প্রকাশ করেছেন। তার পথ অনুসরণ করেছেন শাকিবও। বিয়ে-সন্তান বিষয়ক তথ্য বিস্ফোরণের পর কয়েকদিন কিছুটা চুপ ছিলেন বুবলী। হঠাৎ বৃহস্পতিবার (২০ অক্টোবর) তার ফেসবুক পেজে ব্যতিক্রম একটি পোস্ট দেখা গেলো। যেখানে কাউকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছেন তিনি। বুবলী তার দেওয়া পোস্টে লেখেন, ‘আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুণে গুণান্বিত…আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক। আপনাকে আমি সম্মান করি। কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সেই ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন। ’ ওই পোস্টে বুবলী আরো লেখেন, ‘আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি। আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সব সন্তানকে এক চোখে দেখেন না। দুঃখজনক! আমরা সিনিয়রদের কাছ থেকে এভাবেই শিখছি!’ বর্তমানে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ করেছেন শাকিব-বুবলী জুটি। এছাড়া আরো নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।
|
|
|
|
সম্প্রতি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম।
কিছুদিন আগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে হতাশায় একটি ‘মজাদার’ পোস্ট করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়।
এরপর গত সোমবার মানিকগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য ফেসবুকে লেখেন, ‘সাপ পালছিলাম দুধ দিয়া।’
তার সেই পোস্টের তলায় অনেকে প্রশ্ন করেছেন, ‘কে সেই সাপ?’
কেউ কেউ বিশ্বাসঘাতক থেকে কৌশলি হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেন তাকে। অনেকে আবার পোস্টটি নিয়ে মজা করেন। কেউ প্রশ্ন রাখেন - দুধের সঙ্গে কলা দিয়েছিলেন কিনা?
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, ‘দিন শেষে যে পালে তার দোষ।’
সেই পোস্ট নিয়ে আলোচনার রেশ কাটার আগেই আরেকটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন এমপি মমতাজ।
এবার তিনি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি।’
কাদেরকে ‘বেইমান’ বললেন, মমতাজ তা রহস্য রেখে দিয়েছেন। তবে সেই রহস্য ভেদ হোক বা না হোক, মমতাজের শুভাকাঙ্ক্ষিরাও মন্তব্যে ‘আলহামদুলিল্লাহ’ লিখছেন।
অনেকের মতে কণ্ঠশিল্পী মমতাজ বেগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব। প্রায়ই ফেসবুকে ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এসব নিয়ে নানা রকম পোস্ট করেন তিনি।
র আগে গায়ক আসিফ আকবরের বড় ছেলে রণ’র বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে মমতাজ ফেসবুকে লেখেন, ‘হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম।’ সেই সঙ্গে কান্নার ইমোজিও জুড়িয়ে দেন এই গায়িকা।
মমতাজের সেই পোস্টের কমেন্টে আসিফ লেখেন, ‘প্রিয় মম (মমতাজ এমপি), তুমি আমি সেরা পারিবারিক বন্ধু। এখানে কোনদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময় দাও বাচ্চাদেরসহ। আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত।’
|
|
|
|
সাম্প্রতিক চলমান আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে ‘পুস্তিকা’ প্রকাশ করেছে জিয়া পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ‘মৃত্যুকূপে ধাবমান বাংলাদেশ’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। গত আগস্ট থেকে জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি জেলা উপজেলা পর্যায়ে সভা-সমাবেশের কর্মসূচি করে। এসব কর্মসূচি পালনকালে ভোলায় স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম, ছাত্র দলের নুরে আলম, নারায়নগঞ্জে যুব দলের রাজা আহমেদ শাওন, মুন্সিগঞ্জে যুব দলের শহিদুল ইসলাম শাওন পুলিশের গুলিতে নিহত হয়। বিএনপি সমর্থিত পেশাজীবীদের সংগঠন ‘জিয়া পরিষদ’ এর উদ্যোগে সাম্প্রতিক কালে পুলিশের গুলিতে নিহত ভোলার আব্দুর রহিম, নুরে আলম, নারায়নগঞ্জের রাজা আহমেদ শাওন, মুন্সিগঞ্জের শহিদুল ইসলাম শাওনের পরিবারকে জিয়া পরিষদের আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপি মহাসচিব। সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল চলমান আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা করে তাদের আত্মত্যাগকে শক্তিতে পরিণত করে সকলের সোচ্চার হওয়ার আহবান জানান। তিনি বলেন, কিভাবে অন্যায়-অত্যাচার-নিপীড়ন-নির্যাতন হচ্ছে তা আপনারা সবাই জানেন।তিনি বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, আন্দোলনকে দমন করার জন্য সরকার কিভাবে তারা ভয়ংকরভাবে কাজ করছে। তারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে তারা বিরোধী দলের সমাবেশকে বাধা দিচ্ছে। বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করেছে যে সমাবেশ যেন বড় না হয়।সমাবেশ বড় না হলে তাদের (সরকার) লাভটা কি হবে? তারা বলতে পারবেন যে, বিএনপির সমাবেশ বড় হয়নি। তাতে কি হবে? মানুষের অন্তরের মধ্যে যে ক্ষোভ জমে আছে, প্রতিটি মানুষের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে তা কি ওরা মুছে দিতে পারবে না? পারবে না। মির্জা ফখরুল বলেন, আর না। এখন সময় এসে গেছে যার যা শক্তি আছে সেটি দিয়ে সমস্ত দেশের মানুষকে জাগিয়ে তোলা। আজকে জিয়া পরিষদের দায়িত্ব হবে এই গণজাগরণের কাজটি করা। আমাদের শহীদরা তাদের আত্মত্যাগকে শক্তিতে পরিণত করে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকেও রাস্তায় নেমে আসতে হবে। রাস্তায় দাঁড়িয়ে সোচ্চার কন্ঠে বলতে হবে, তাদেরকে আমরা চাই না, মানুষ চায় না। যারা মানুষ খুন করে, গুম করে, যারা জনগনের সম্পদ লুটে নিয়ে বিদেশে পাঠায় তাদেরকে মানুষ চায় না।এই সরকারকে যদি আমরা সরাতে না পারি এই দেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় জিয়া পরিষদের অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাহফুজুর রহমান ফরহাদ, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, নিহত শহিদুল ইসলাম শাওনের বাবা ছোয়াব আলী ভুঁইয়া বক্তব্য রাখেন। এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, অধ্যাপক ড মোঃ কামরুল আহসান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
|
|
|
|
লোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো সৌদি আরব গিয়ে গান শুনিয়ে আসেন। এবার আবারও গান করতে সৌদি আরব গেলেন তিনি।
বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য। সঙ্গে আছেন তার কন্যাসহ পরিবারের একাধিক সদস্য এবং মিউজিশিয়ান টিম। সৌদি রওয়ানা দেওয়ার ছবি নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন মমতাজ। ছবিতে তাকে ভিন্ন পোশাকে দেখা যায়।
মমতাজ বলেন, ‘আশা করি সৌদি প্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। মিউজিশিয়ানসহ আমরা সবাই সেখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।’ কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন মমতাজ৷ চলতি মাসেই আবার দেশে ফিরবেন।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠান গান পরিবেশন করেন মমতাজ।
|
|
|
|
ইন্দোরের বাড়িতে টিভি অভিনেত্রী বৈশালী টক্করের আত্মহত্যার ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। মৃত্যু পর ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীর সামজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
এ ঘটনায় প্রথমে অভিযোগ ছিল বৈশালীর হবু বর অভিনন্দন সিংহর দিকে। এবার জানা গেল, বৈশালীর আত্মহত্যার জন্য দায়ী তার প্রাক্তন প্রেমিক রাহুল। পরিবারের দাবি— বিয়ে ঠিক হওয়ায় বৈশালীর ‘আপত্তিকর’ ছবি, ভিডিও রাহুল পাঠিয়েছিল হবু বর অভিনন্দনকে।
ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সুইসাইড নোটে বৈশালী লিখেছেন, রাহুল আমাকে শারীরিক-মানসিকভাবে শেষ করেছে। ও বলেছিল, আমাকে কিছুতেই বিয়ে করতে দেবে না; আর ঠিক তাই করল।
রইন্দোরের সহকারী পুলিশ কমিশনার এম রহমানের ভাষ্যমতে, বৈশালীর কক্ষে পাওয়া একটি সুইসাইড নোট দেখে মনে হচ্ছে, তিনি চাপে ছিলেন এবং প্রাক্তন প্রেমিক তাকে হয়রানি করছিলেন।
(১৬ অক্টোবর) সকালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাড়ি থেকে বৈশালীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
অভিনেত্রী তার বাবা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। তারা এ ঘটনা শোকে স্তব্ধ।
প্রসঙ্গত, বৈশালী ২০১৫ সালে ‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি এরপর ‘সসুরাল সিমার কা’সহ এক ডজনেরও বেশি সিরিয়ালে কাজ করেন।
সম্প্রতি তাকে ‘রক্ষাবন্ধনে’ দেখা গেছে, যেখানে তিনি রিয়েলিটি শো ‘বিগ বস’ খ্যাত নিশান্ত মালকানির বিপরীতে অভিনয় করেন।
|
|
|
|
সূর্যটা যেন দেখা দিয়েও দিচ্ছে না। এই রোদ তো এই মেঘের ছায়া। এমন বহুরূপী আকাশের নিচে কালো সামিয়ানায় নিথর দেহে শুয়ে আছেন বরেণ্য অভিনেতা মাসুম আজিজ। তাকে শেষ দেখার জন্য হাজির নাট্যজগতের শিল্পী-কলাকুশলীরা। তাদের মুখ মলিন, কারও আবার চোখের কোণে জায়গা করে নিয়েছে জল। কারণ দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যে মানুষটা নাটকের মধ্যে ডুবে ছিলেন, সবার সঙ্গে মিশে ছিলেন, তিনি আর নেই।মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় মাসুম আজিজের মরদেহ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসেছেন নন্দিত অভিনেতা ও রাজনীতিক আসাদুজ্জামান নূর, কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা মামুনুর রশীদ, নাট্যজন রামেন্দু মজুমদার, নাদের চৌধুরী, আহসান হাবিব নাসিম, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, আব্দুন নূর সজলসহ অনেকেই। নাট্যাঙ্গনের বিভিন্ন দল ও সংগঠনের পাশাপাশি কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকেও মাসুম আজিজের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
মাসুম আজিজ শুধু অভিনেতা নন, গানের মানুষও ছিলেন। তার সরল-সুরেলা গায়কীতে মুগ্ধ হতেন আশেপাশের মানুষেরা। তাই বেলা সাড়ে ১২টার দিকে সমবেত কণ্ঠে গান গেয়েই অভিনেতাকে শেষ বিদায় জানানো হয়। গানটি হলো- ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি’। উপস্থিত বিখ্যাতজনেরাও মাসুম আজিজের স্মরণে গানটিতে কণ্ঠ মেলান।শ্রদ্ধা জানাতে এসে আসাদুজ্জামান নূর বলেছেন, “মাসুম আজিজ একুশে পদক পাওয়ার একটি অনুষ্ঠান হয়েছিলো, সেখানে একটি কথা বলেছিলো সে, ‘আমি সারাজীবন শুধু নাটক করতে চেয়েছি, অন্য কিছু নিয়ে ভাবিনি। এই উচ্চারণটা আমার কাছে সাহসী উচ্চারণ মনে হয়েছিলো। কারণ আমাদের এই দেশে শুধু নাটক করে বেঁচে থাকার যে প্রত্যয়, সেটি আমরা আমাদের জীবনে রাখতে পারিনি। আমরা অনেক আপোষ করেছি জীবনের সঙ্গে। কিন্তু মাসুম ছিলো আপোষহীন এবং অনেক সাহসী। অসুস্থ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে কখনও মনোবল হারাতে দেখিনি। এইতো সপ্তাহ দুয়েক আগেও তার সঙ্গে কথা হয়েছে। তখনও দেখেছি, বেঁচে থাকার বিপুল শক্তি তার মধ্যে কাজ করছে, সেটি আমি ভুলবো না। মাসুম আজিজ চলে যাওয়া মানে, অঙ্গীকারাবদ্ধ নাট্যব্যক্তি যারা, তাদের মধ্যে একজন প্রধান ব্যক্তি আজকে চলে গেলেন। আমি এই মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাই।”বরেণ্য অভিনয়শিল্পী ও নাট্যজন মামুনুর রশীদের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন মাসুম আজিজ। নিজের শিষ্যের প্রয়াণে তাই কান্নায় ভেঙে পড়েন তিনি। বক্তব্য রাখতে গিয়ে বারবার তার গলা ধরে আসে, ভিজে আসে চোখ। তিনি বলেন, ‘একটা স্মৃতির কথা মনে পড়ছে খুব, একটি অনুষ্ঠান থেকে মাসুম গান গেয়ে ফিরছিলো, ভূপেন হাজারিকার গান; আমি ফিরছিলাম নাটক করে। দুজন রিকশায়; ও জানালো দেশে চলে যাবে। জানতে চাইলাম কেন? কারণ সবরকম বৈষয়িক চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। আমি তখন চট করেই বলে ফেললাম, তুমি থাকো, আমি দেখবো। সেই থেকে ও আমার সঙ্গে কাজ করতে শুরু করলো। আর ঢাকা পদাতিকের সঙ্গে তো সে আছেই। তার সেইসব নাটকে অভিনয় দেখে আগে থেকেই আমি মুগ্ধ ছিলাম।’অভিনেতা নাদের চৌধুরীর সঙ্গেও দীর্ঘদিনের সখ্য ছিলো মাসুম আজিজের। কান্নাজড়ানো কণ্ঠে এ অভিনেতা বললেন, “প্রায় তিন-চার যুগের সম্পর্ক; অনেক আনন্দ, কষ্ট, ভালোলাগার স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এই ইতিহাস যদি বলতে যাই, তাহলে অনেক লম্বা সময় লাগবে। অসুখটা হওয়ার পর উনি আমাকে ফোন দিয়ে বলেছেন, ‘নাদের আপনি আসেন, আপনি আসলে আমি অর্ধেক ভালো হয়ে যাবো’। কিন্তু আমি তো মনে মনে জানতাম, এই অসুখ সারবার নয়, মাসুম ভাইকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। চুপিচুপি যেতাম, বসতাম, গল্প করতাম, অন্তত কিছুক্ষণের জন্য যদি ভালো থাকে। মাস খানেক আগেও তাকে বলেছি, মাসুম ভাই সুস্থ হন, নাটক করতে হবে না? একটা স্ক্রিপ্ট দেন আমাকে। দরকার হলে আপনার বাসায় রিহার্সাল করবো। উনি আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছেন। (কাঁদতে কাঁদতে) কাজটাই শুরু করা হয়নি, করবো। মাসুম ভাইয়ের আত্মা শান্তি পাক, এই কামনা করি।”সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “সংগঠনের সম্মেলন থাকার কারণে মাসুম ভাইয়ের অসুস্থতার সময় যেতে পারিনি। কিন্তু টেলিফোনে খবর নিয়েছি। ৯ অক্টোবর সম্মেলন শেষ হলো, ১০ তারিখেই আমি চলে গেলাম মাসুম ভাইয়ের বাসায়। সেদিনই তার সঙ্গে কথা হলো, আমি বিস্মিত হয়েছি তার মনোবল দেখে। একজন মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারপরও তিনি বলছেন, ‘আমি ঠিক হয়ে যাবো। আবার নাটক করবো’। আমরা কী বলবো, তিনিই আমাদের সান্ত্বনা দিয়েছেন। সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছি।”মাসুম আজিজের পুত্র উৎস জামান কান্না চেপে বলেছেন, ‘আমি আসলে কী বলবো! আমার বাবাকে যে দেশের মানুষ কেমন ভালোবাসেন, সেটা বলে বোঝাতে পারবো না। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। গত দশ মাসে আমাদের যে যুদ্ধে যারা পাশে ছিলেন, একসঙ্গে যুদ্ধ করেছেন, তাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আমার মতে, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন। উনি অনেক সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, কিন্তু সেই কষ্টটা সন্তানদের স্পর্শ করতে দেননি। মৃত্যুর আগে আমিই বোধহয় শেষ ব্যক্তি, যে বাবার সঙ্গে কথা বলেছি। মৃত্যুর আগ পর্যন্ত উনি আমাকে বলেছেন, ‘আমি ঠিক হয়ে যাবো। তুমি কাঁদবে না’। উল্টো আমাকে সান্ত্বনা দিয়েছেন। বাবা আমাদের এভাবেই সাহস দিয়েছেন। আমার বাবার ওপরে তো আসলে কোনও বাবা হয় না।”শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে মাসুম আজিজের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর অভিনেতার নিথর দেহ নিয়ে ফ্রিজার ভ্যান রওনা করে পাবনার ফিরোজপুরের উদ্দেশ্যে। সেখানেই দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান নির্বাহী সম্পাদক: মোহাম্মদ রাসেল মোল্লা
ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, বার্তা সম্পাদক: মাসুম হাসান৷ সহকারী-বার্তা সম্পাদক লাকী আক্তার । ফোন: বার্তা বিভাগ- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232
ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com, facebook- notunbazar / সম্পাদক dhaka club
|
|
|
|