|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
করোনায় আক্রান্ত স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক : শোবিজে গত কয়েক সপ্তাহে একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এবার জানা গেল, করোনা পজিটিভ এসেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার নতুন সিনেমা `নবাব এলএলবি`র পরিচালক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, `খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া। তার শারীরিক অবস্থা অনুকূলেই রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।`
এ বিষয়ে স্পর্শিয়ার কাছে জানতে চাইলে তিনি আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বলেন, `আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠান্ডার বাতিক আছে। এজন্য একটু ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি।`
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্পর্শিয়া।
মডেল হিসেবে শোবিজে যাত্রা করা স্পর্শিয়া কয়েক বছর রাজত্ব করেছেন টিভি নাটকে। বর্তমানে তিনি বেছে বেছে কাজ করছেন। সেই সঙ্গে মনোযোগী হয়েছেন সিনেমায়। গত বছর তার অভিনীত `কাঠবিড়ালী` ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে।
চলতি বছর তিনি আসছেন বিগ বাজেটের `নবাব এলএলবি` সিনেমা নিয়ে। এখানে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। সেই সঙ্গে অনন্য মামুন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।
প্রসঙ্গত, এর আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় অভিনেতা তাহসান খান, পরিচালক মোস্তফা কামাল রাজ ও অভিনেত্রী তানজিন তিশা।
|
বিনোদন প্রতিবেদক : শোবিজে গত কয়েক সপ্তাহে একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এবার জানা গেল, করোনা পজিটিভ এসেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার নতুন সিনেমা `নবাব এলএলবি`র পরিচালক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, `খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া। তার শারীরিক অবস্থা অনুকূলেই রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।`
এ বিষয়ে স্পর্শিয়ার কাছে জানতে চাইলে তিনি আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বলেন, `আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠান্ডার বাতিক আছে। এজন্য একটু ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি।`
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্পর্শিয়া।
মডেল হিসেবে শোবিজে যাত্রা করা স্পর্শিয়া কয়েক বছর রাজত্ব করেছেন টিভি নাটকে। বর্তমানে তিনি বেছে বেছে কাজ করছেন। সেই সঙ্গে মনোযোগী হয়েছেন সিনেমায়। গত বছর তার অভিনীত `কাঠবিড়ালী` ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে।
চলতি বছর তিনি আসছেন বিগ বাজেটের `নবাব এলএলবি` সিনেমা নিয়ে। এখানে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। সেই সঙ্গে অনন্য মামুন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।
প্রসঙ্গত, এর আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় অভিনেতা তাহসান খান, পরিচালক মোস্তফা কামাল রাজ ও অভিনেত্রী তানজিন তিশা।
|
|
|
|
বিনোদন প্রতিবেদক : শুক্রবার (১৬ অক্টোবর) থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে এ অনুমতি দেয়া হয়।
তথ্য মন্ত্রণালয়ের পরিচালক-তথ্য ও জনসংযোগ মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
|
|
|
|
বিনোদন ডেস্ক : এক টুইট বার্তায় বিতর্কিত কৃষি বিলের বিরোধিতা করায় বলিউডের `কুইন` খ্যাত কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
কর্নাটকের টুমকুরু জেলায় কঙ্গনার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়েছে।
জানা যাচ্ছে, ভারতীয় দণ্ডবিধির ১০৮, ১৫৩ এ ও ৫০৪ ধারায় এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর কঙ্গনার টুইটে আঘাত পেয়েছেন বলে অভিযোগ জানিয়েছিলেন আইনজীবী এল রমেশ নায়েক। তার অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশকে এফআইআর (প্রাথমিক প্রতিবেদন) দায়ের করতে গত ৯ অক্টোবর নির্দেশ দেন তুমাকুরুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট।
টুইটারে ঠিক কী লিখেছিলেন কঙ্গনা-
`যারা সিএএ নিয়ে ভুল তথ্য ও গুজব রটিয়েছিলেন, যার ফলে দাঙ্গা হয়েছিল, সেই লোকগুলোই এখন কৃষি বিল নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। যার ফলে দেশে দাঙ্গা হচ্ছে, তারা সন্ত্রাসবাদী। আপনারা ভালোই বুঝতে পারছেন, আমি কী বলছি।`
|
|
|
|
বিনোদন প্রতিবেদক : ঈদ, পূজা বা অন্য যে কোনো উৎসবকে কেন্দ্র করে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানমালা সাজায়। এ তালিকায় নাটক বিশেষ স্থান দখল করে থাকে সবসময়। প্রতিবারের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে থাকবে বেশকিছু নাটক।
তার ভিড়ে একটি একক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। তার সঙ্গে আছেন সৈয়দ জামান শাওন। নাটকের নাম `রঙ`।
এসএস রাত্রির রচনায় এটি পরিচালনা করেন তরুণ নারী নাট্যনির্মাতা আর এন রুম্পা। সম্প্রতি ঢাকার দোহার নবাবগঞ্জে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
এ নাটক প্রসঙ্গে তিশা বলেন, `উৎসবকেন্দ্রিক নাটকে কাজ করতে সবসময়ই ভালো লাগে। এবারের পূজায় `রঙ` নামের নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। তাছাড়া আরও কয়েকটি পূজার নাটকে অভিনয় করেছি। আশা করছি নাটকগুলোতে দর্শক আমাকে নতুনভাবে পাবেন।`
`রঙ` নাটকে তিশা ও শাওন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শেলি আহসান, এস এম আশরাফুল আলম, জয়ীতা, নিরব খান, সারাফাতসহ অনেকেই।
নির্মাতা রুম্পা জানান, আসছে পূজায় `রঙ` নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
নতুন চরিত্র নিয়ে শুটিংয়ে ফিরলেন আলিয়া ভাট। এবার তাকে যৌনকর্মীর ভূমিয়া দেখা যাবে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ফিল্মসিটিতে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং ফের শুরু করলেন আলিয়া ভাট।
সঞ্জয় লীলা বানশালী পরিচালিত এই ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনেত্রী। তার চরিত্রের ফার্স্ট লুক দর্শকের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল। এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ থেকে এই ছবির গল্প অনুপ্রাণিত।
এ দিন আলিয়ারই বেশিসংখ্যক দৃশ্য শুট হয়েছে। শুট শুরুর দিনকয়েক আগে ইউনিটের সদস্যদের করোনা টেস্ট করা হয়। সাত দিন পরে আবার সদস্যদের করোনা পরীক্ষা করা হবে। পরিস্থিতি বুঝে শুটিং চলবে।
ছবিতে করিম লালার চরিত্রে রয়েছেন অজয় দেবগণ। তবে আলিয়ার বিপরীতে ছোট পর্দার দুই জনপ্রিয় নায়কের নাম শোনা গেলেও, তাদের কাউকেই চূড়ান্ত করার ঘোষণা এখনও অবধি হয়নি।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
বলিউডের মাদককাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ডেকে পাঠাল দীপিকা পাড়ুকোনসহ চার অভিনেত্রীকে। দীপিকা ছাড়া আরও ডাকা হলো সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রাকুল প্রীত সিংহকে। আগামী তিন দিনের মধ্যে ওই চার বলি অভিনেত্রীকে তাদের দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি।
দীপিকা এই মুহূর্তে গোয়ায় পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটে রয়েছেন। সূত্রের খবর, মঙ্গলবার অবধি ছবির শুটিং হলেও বুধবার থেকে আপাতত স্থগিত রয়েছে শুটিং। দীপিকার পাশাপাশি মঙ্গলবারই তার ম্যানেজার কারিশমা প্রকাশকে ডেকে পাঠায় এনসিবি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত এনসিবি-র কাছ থেকে কিছু দিন সময় চেয়েছেন কারিশমা।
কয়েকটি সূত্র বলছে, দীপিকা এবং কারিশমা এই মুহূর্তে একসঙ্গে গোয়াতেই রয়েছেন। সোমবার রাতেই বেশ কয়েকজন বলি তারকার হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে আসে এনসিবি-র। চ্যাটটি পুরনো। ২০১৭ নাগাদ। সেই চ্যাটেই দেখা যায়, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিক বার কথা চালাচালি হয়েছে। কখনো ‘ডি’, ‘কে’-কে গাঁজা আছে কি না জিজ্ঞাসা করছেন। আবার কখনো বা ‘কে’ তাকে (ডি’কে) গাঁজার হদিস দিচ্ছেন।
বলিউডের একাংশের দাবি, এই ‘ডি’ হলেন দীপিকা নিজেই। আর ‘কে’ অর্থাৎ কারিশমা দীপিকার ম্যানেজার। সত্যিই কি তাই? খতিয়ে দেখছে এনসিবি। পাশাপাশি এনসিবি-র নজরে রয়েছে বছর তিনেক আগে দীপিকা-সহ বলিউডের বেশ কয়েকজন নামজাদা অভিনেতার ক্লাব ‘কোকো’তে একটি পার্টির ঘটনা।
বলিউডের অন্দরের খবর, ওই পার্টির জন্যই‘কে’-র কাছে গাঁজার খবর জানতে চাইছিলেন ‘ডি কারিশমা কাজ করেন ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’-তে। ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’র কর্ণধার মধু মন্টেনাকে আজ জেরা করেছে এনসিবি। কারিশমা আবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার জয়া সাহারও ঘনিষ্ঠ বন্ধু। এই জয়ার সঙ্গেই রিয়া চক্রবর্তীর মাদক সংক্রান্ত চ্যাট কিছু দিন আগে ফাঁস হয়েছিল।
জয়া রিয়াকে লিখেছিলেন, ‘সুশান্তের চায়ে চার ফোঁটা মিশিয়ে দিও। ৩০/৪০ মিনিটের মধ্যেই ফল টের পাবে।’’
গত তিন ধরেই জয়াকে নিয়মিত তাদের দপ্তরে ডেকে পাঠাচ্ছে এনসিবি। শোনা যাচ্ছে, জয়া এবং কারিশমাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এনসিবি সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার জয়া সাহা জিজ্ঞাসাবাদের সময় এনসিবি-কে জানান, রিয়া, শ্রদ্ধা এবং সুশান্তের জন্য তিনিই সিবিডি অয়েল (ক্যানাবিডিয়ল) কিনে দিয়েছিলেন। সিবিডি আদপে গাঁজা থেকে তৈরি এক ধরনের তেল জাতীয় পদার্থ।
এনসিবি সূত্রে আরও জানা যাচ্ছে, রাকুল এবং সারার নাম বয়ানে উল্লেখ করেন মাদককাণ্ডে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। রিয়ার বয়ান অনুযায়ী, ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। ওই ছবিতে সুশান্তের কো-স্টার ছিলেন সারা। সে সময় সম্পর্কেও ছিলেন তারা। কিছু দিন আগেই সারা এবং সুশান্তের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, একসঙ্গে ধূমপান করছেন সারা-সুশান্ত। রিয়া এদিকে এনসিবি-কে জানিয়েছেন, সুশান্তের সিগারেটে গাঁজা ভরে খাওয়ার অভ্যাস ছিল। আর সেই অভ্যাস নাকি হয়েছিল ‘কেদারনাথ’শুটের সময়েই। সুশান্তের মতো সারাও কি মাদকাসক্ত? খতিয়ে দেখবে এনসিবি।
এখনো পর্যন্ত সারা, দীপিকা, রাকুল বা শ্রদ্ধা, কেউই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে বলিউডের প্রথম সারির অভিনেতাদের নাম হঠাৎই মাদক মামলায় জড়িয়ে যাওয়ায় আপাতত স্তম্ভিত বলিউড। শোনা যাচ্ছে, এখানেই শেষ নয়। এনসিবি’র নজরে আরও বেশ কয়েকজন বলিস্টার। এর পর ডাক পড়বে কার? উত্তাল ইন্ডাস্ট্রি।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
স্বামীর বিরুদ্ধে হয়রানির মামলা দিয়েছেন বিতর্কত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। সেই মামলায় গোয়া থেকে তার স্বামী স্যাম বোম্বেকে পুলিশ গ্রেফতার করেছে। স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানি, হুমকি প্রদান ও লাঞ্ছিত করার অভিযোগ এনেছেন পুনম।
দক্ষিণ গোয়াতে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সেখানে পুনম তার একটি ছবির শুটিং করছেন।
গত জুলাইয়ে পুনম ও স্যামের বাগদান হয়। সম্প্রতি দীর্ঘ সময়ের প্রেমিক স্যামকে বিয়ে করেন পুনম। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে পুমন লিখেছিলেন, `সাত জনম তিনি স্যামের সাথে কাটাতে চান।` মধুচন্দ্রিমার ভিডিও শেয়ার করে লিখেছিলেন, `সবচেয়ে সেরা মধুচন্দ্রিমা।` সেই মধুচন্দ্রিমার রেশ না কাটতেই পুলিশকে দিয়ে নববিবাহিত স্বামীকে গ্রেফতার করিয়েছেন পুনম। সূত্র: বলিউড লাইফ
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অভিনয় জীবনে বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তার। রাবীনা ট্যান্ডন, শিল্পা শেঠি থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফসহ অনেক অভিনেত্রীদের সঙ্গেই তিনি সম্পর্কে ছিলেন বলে জোর গুঞ্জন ছিল বলিপাড়ায। তাকে ক্যাসানোভা হিসেবেই চিনতেন অনেকে। আবার সম্পর্কে ইতি টেনে মনও ভেঙেছেন তিনি।
রাবীনা ট্যান্ডন এর সঙ্গে বাগদান হয়েও বিচ্ছেদ হয়ে যায়। তারপরে রাবিনা নাকি খুবই ভেঙে পড়েছিলেন। শিল্পা শেঠির একই অভিজ্ঞতা হয়েছিল। একটি সংবাদমাধ্যমে শিল্পা শেঠি বলেছেন, অক্ষয় কুমার যে আসলে তার হৃদয়ের সঙ্গে খেলা করেছেন সেই বিষয়টি মেনে নিতেই তার খুব কষ্ট হয়েছিল।
শিল্পার সঙ্গে থাকাকালীন নাকি অন্য আরেকটি সম্পর্কেও ছিলেন অক্ষয়। শিল্পা বলেন, আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে থাকাকালীন আরো একটি সম্পর্ক ছিল। অক্ষয় কুমার আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে এবং সময়মত অন্য আর একজনকে পেয়ে যাওয়ার পর আমায় ছেড়ে দিয়েছে।শিল্পা আরও বলেন, আমি একমাত্র অক্ষয়ের বিষয়ে সত্যিই দুঃখ পেয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত ও এই সমস্ত কিছু ফিরে পাবে। অতীত সহজে ভোলা যায় না। তবে আমি খুশি যে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পেরেছি। আমি ওর সঙ্গে আর ভবিষ্যতে কোনদিন কাজ করবো না।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
মানবপাচারের সঙ্গে জড়িত অভিযোগে কিছুদিন আগেই গ্রেপ্তার হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক দালাল চক্রের কে বা কারা জড়িত তা জানার জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে ইভানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অবশেষে মানবপাচার আইনে করা মামলায় র সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
সেই আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ১১ সেপ্টেম্বর ইভান শাহরিয়ার সোহাগকে গুলশান নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা ভুক্তভোগীদের নাচ শিখিয়ে ভালো বেতনে বিদেশে পাঠানোর প্রস্তাব করেন। তাদের প্রস্তাবে ভুক্তভোগীরা রাজি হলে তাদের থাকা-খাওয়া নিশ্চিত করাসহ ক্লাবে নাচ-গান করার বিনিময় প্রতিমাসে ৫০ হাজার টাকা বেতন প্রদান করবে বলে মৌখিক চুক্তি করেন।
‘ভুক্তভোগীরা সরল বিশ্বাসে আসামিদের ওপর ভরসা করে দুবাইসহ অন্যান্য দেশে যেতে সম্মতি প্রদান করেন। আসামি আজম খান, তার ভাই নাজিম ও এরশাদের সহায়তায় ভুক্তভোগী ময়নার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাজগপত্র প্রস্তুত করে দেন। তারপর ২০১৯ সালের মে মাসে ময়নাকে দুবাইয়ের সারজা নিয়ে যান। পরবর্তীতে আজম খান সেখানে নিয়ে ময়নাকে নিজেসহ বিভিন্ন লোক নিয়ে যৌন নির্যাতন চালান। কিন্তু দুবাই গমনের পর আসামিরা ময়নাকে কোনো বেতন দেয়নি। এভাবে আসামিরা পরস্পর যোগসাজশে বিবাদী নির্মল দান, আলমগীর, আমান ও শুভসহ অজ্ঞাতনামা এজেন্টের সহায়তায় ভুক্তভোগী আলেয়া ও মনি আক্তারদের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ড্যান্স ক্লাব থেকে প্রলোভনের মাধ্যমে নির্বাচন করেন। এভাবে বহু বাংলাদেশি নারীর সরলতার সুযোগ নিয়ে আসামিরা দুবাইসহ অন্যান্য দেশে পাচার করেন এবং জোরপূর্বক আটক রেখে যৌন নির্যাতন চালান।’
‘আসামি নির্মল চন্দ্র দাসকে গ্রেপ্তার করলে গত ১৩ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, ইভান বিদেশে পারফর্ম করার জন্য অধরা ও বিথী নামে দুজন আর্টিস্ট দেন। আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করলে ২০ আগস্ট আদালতে স্বীকোরোক্তিমূলক জবানবন্দিতে একই কথা বলেন।’
রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি তরুণীদের দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করছেন। তাদের বিরুদ্ধে তিনজন ভুক্তভোগী ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের গ্রেফতার ও আসামিদের সঙ্গে আন্তর্জাতিক দালাল চক্রের অন্যকে বা কারা জড়িত তা বের করার জন্য ইভানকে সাত দিনের পুলিশ রিমান্ডে নেয়া প্রয়োজন বলে আবদনে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।
বহু বাংলাদেশি নারীর সরলতার সুযোগ নিয়ে দুবাইসহ অন্যান্য দেশে পাচার এবং জোরপূর্বক আটক রেখে যৌন নির্যাতন করার অভিযোগে গত ২ জুলাই মূলহোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ কাণ্ডে স্বরা ভাস্কর ও তাপসী পান্নুর পর এবার পাশে পেলেন আরেক অভিনেত্রী মাহি গিলকে। রবিবার একটি সাক্ষাৎকারে হাজির হয়ে মাহি স্পষ্ট জানিয়ে দেন, ‘অনুরাগ কখনোই এসব করতে পারেন না।’
শনিবার অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। অভিনেত্রী বলেন, অনুরাগ তাকে মদ্যপ অবস্থায় কুপ্রস্তাব দিয়েছিলেন। তিনি তা প্রত্যাখান করায় পরিচালক নাকি ‘অশালীন’ শব্দ ব্যবহার করে বলেছিলেন, ‘একটা ফোন করলেই হুমা, রিচা এবং মাহি চলে আসবে।’
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মাহি বলেন, ‘অনুরাগকে বহু বছর ধরে চিনি। এখন হয়তো আমাদের মধ্যে যোগাযোগ কমে গেছে, তবে আমি নিশ্চিত অনুরাগ কখনোই কারও সঙ্গে এভাবে কথা বলতে পারেন না।’
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘দেব ডি’র মধ্যে দিয়েই বলিউডে সুনাম অর্জন করেন মাহি গিল। ওই ছবিতে পরমিন্দর (পারো) চরিত্র তাঁকে এনে দিয়েছিল ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড।
প্রসঙ্গত, শনিবার রাতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দপ্তরকে ট্যাগ করে অনুরাগ অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন পায়েল। বিষয়টি সামনে আসতেই মুহূর্তের মধ্যে মাঠে নেমে পড়েন কঙ্গনা রানাউত। অনুরাগের গ্রেপ্তার দাবি করেন তিনি।
কিন্তু শনিবার মধ্যরাতের পর থেকে পর পর বেশ কয়েকটি টুইট করে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অনুরাগ। জানিয়ে দেন, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। পাশপাশি নাম না করে কঙ্গনাকেও তিনি একহাত নেন।
এ সময় পরিচালকের পাশে দাঁড়ান তাপসী পান্নু। খোলাখুলি অনুরাগের প্রশংসা করে তিনি লেখেন, অনুরাগের চেয়ে বড় কোনো নারীবাদী তিনি দেখেননি। তাপসীর পর মুখ খোলেন স্বরা ভাস্কর। অনুরাগের একটি টুইট তিনি রিটুইটও করেন।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী পায়েল ঘোষ। তার সঙ্গে গলা মেলালেন অভিনেত্রী কঙ্গনা রনাউতও।
পায়েল শনিবার রাতে টুইট করেন, অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। নরেন্দ্র মোদিজি দয়া করে কিছু করুন। লোকে জানতে পারুক শিল্পী সত্ত্বার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে আছে। জানি, আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি আছে। প্লিজ সাহায্য করুন!
পায়েলের টুইট ভাইরাল হওয়ামাত্রই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। পরিচালকের গ্রেপ্তারির দাবিতে সরব তারা। পাল্টা টুইট করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপও। মুখ বন্ধ করাতেই পায়েল এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বলেই দাবি তার।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির উপপরিদর্শক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল শনিবার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফ করবেন।
সিআইডির কর্মকর্তারা জানান, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে আজম খান ও তার সহযোগীরা বলেছেন, এই চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। জড়িত আছেন ছোটখাটো ক্লাবের কর্ণধারেরাও। ছোটখাটো ক্লাব বা প্রতিষ্ঠানের যেসব নৃত্যশিল্পী গায়েহলুদসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করেন, তারাই ছিলেন এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট। দেশের বেশ কিছু জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত।
সিআইডি জানায়, গত ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় তার বান্ধবী রিয়া চক্রবর্তীর জামিন আবেদন আজ বৃহস্পতিবারও খারিজ করে দিয়েছেন আদালত। জামিন আবেদনে রিয়া অভিযোগ করেন, মাদক নেওয়ার ব্যাপারে তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। তবুও দ্বিতীয়বারের মতো জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়।
আদালতে রিয়া তার সমস্ত অপরাধের স্বীকারোক্তি প্রত্যাহার করছেন। এই দাবিতেই রিয়া বিশেষ আদালতে জামিনের আবেদন করেছিলেন। জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয়, জেরার সময় কোনো মহিলা অফিসার ছিলেন না, যা আইনানুসারে বাধ্যতামূলক।
এর আগে এনসিবি’র জিজ্ঞাসাবাদে রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক জানিয়েছেন, বলিউডের অন্তত ২০ থেকে ২৫ জন তারকা মাদক কারবারে জড়িত। জিজ্ঞাসাবাদে গাঁজা ও অন্য রাসায়নিক মাদক সেবনের কথা স্বীকার করেন রিয়া।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৬ দিন পর গত মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। মোবাইল ফোন ও একাধিক তথ্য থেকে বলিউডের মাদকচক্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন এনসিবির তদন্তকারীরা।
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে মুম্বাই পুলিশের হাতেই তদন্তভার ছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে ওঠে। সেই মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক সেবনের কথা উঠে আসে। এরপর আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি।
ওই ঘটনায় গত সপ্তাহে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন সুশান্তের পরিচারক দীপেশও।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। এ তালিকায় আছেন তার `প্রেমিকা` দাবি করা রিয়া চক্রবর্তীও। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রিয়াকে নিরাপত্তাজনিতকারণে আলাদা সেলে স্থানান্তর করা হয়েছে। দুইদিন আগে রিয়াকে গ্রেফতারের কথা জানায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
মাদক গ্রহণ, বিক্রি ও ক্রয়ে সংশ্লিষ্টতার অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে তিন দিন ২৮ বছর বয়সী এ বাঙালি অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়। সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া ও শৌভিক ছাড়াও স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত, জেইদ বিলাত্রা, আব্দুল বাসিত পরিহারকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।
গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রায় নিজ বাসা থেকে সুশান্তের (৩৪) মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে এখনো তদন্ত চলছে। সূত্র: বলিউড লাইফ
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
সুশান্ত সিংহ মৃত্যু মামলায় সারাবিশ্ব যার কাছ থেকে সত্য ঘটনা জানার জন্য উৎসুক, তিনি আর কেউ নন, সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। সেই রিয়া এ বার প্রথম মুখ খুললেন সংবাদমাধ্যমে। তাকে ঘিরে জমতে থাকা বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিলেন ‘ইন্ডিয়া টুডে’ চ্যানেলকে।
সুশান্তের কাছে আঘাত পেয়ে ভট্ট সাবকে ফোন করি
রিয়া জানিয়েছেন, মহেশ ভট্টের সঙ্গে সুশান্ত আর তার সম্পর্ক নিয়ে কোনও মেসেজ বিনিময় করেননি তিনি। সুশান্তকে ছাড়ার বিষয়ে মহেশ ভট্ট তাকে মদত দিয়েছিলেন এমনও না। রিয়া এই সাক্ষাৎকারে বলেন, আমি খুব কষ্ট পেয়েছিলাম সে দিন। আমি সুশান্তকে ছেড়ে চলে আসার পরেও ও আমায় ফিরে ডাকল না। ফোন অবধি করল না। আমি খুব দুঃখ পেয়েছিলাম, ভেবেছিলাম আমি অসুস্থ বলে সুশান্ত আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। এত খারাপ লেগেছিল যে ভট্ট সাবকে ফোন করি।
গাড়ির চালক আমি তাড়াইনি
রিয়া এই সাক্ষাৎকারেই বলেন, আমি ভাবতেই পারিনি সিদ্ধার্থ পিঠানি আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে এমন কথা বলতে পারে! আমাকে নিয়ে অবশ্য এখন যে যা পারছে লিখছে। তবে আমি কোনও ড্রাইভার বদলাইনি। আমার কাছে কোনও ড্রাইভার আসেওনি। আমি বাড়ি ছেড়ে চলে আসার পর সুশান্তের দিদি ড্রাইভার বদল করে।
শৌভিককে বলতাম আমার সতিন
রিয়া জানান, সুশান্তের কোম্পানি নিয়ে তার আর শৌভিকের ভূমিকা ঘিরে নানা গুজব ছড়িয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, সুশান্ত এত ভালবাসত শৌভিককে যে আমরা বলতাম আমার ভাই আমার সতিন। সুশান্তের জেদেই আমাদের ইতালি ট্রিপে পরে শৌভিক এসে যোগ দেয়। আর এই ভালবাসার জন্যই সুশান্ত আমাদের দু’জনকে ওর ড্রিম প্রজেক্টের সঙ্গে যুক্ত করে।
রিয়া পরিষ্কার জানিয়ে দেন, এই কোম্পানির জন্য তিনি আর তার ভাই সমান টাকা সুশান্তকে দেন।
তিনি বলেন, এই সময়ে তিনি, শৌভিক-সুশান্ত মিলে রিলেটিক্স নামের সংস্থাটি শুরু করেন। সকলের এতে ৩৩.৩৩ শতাংশ টাকা দিতে হয়েছিল৷ “ভাইয়ের চাকরি ছিল না বলেই ওর টাকা আমি ওর ব্যাঙ্কে ট্রান্সফার করি। সুশান্তের কোম্পানি সংক্রান্ত শুধু এই লেনদেন হয়েছে আমাদের। বাকি সব মিথ্যে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
|
|
|
|
বিনোদন ডেস্কঃ
মডেল অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার একটি ছবি ঘিরে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইনের সঙ্গে পোস্ট করা ছবিটি নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কারণ সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খোলামেলা ছবি দেন না মিথিলা।
ছবিটির সঙ্গে তিনি ক্যাপশন দেন, `সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ~ জীবনানন্দ দাশ`। মিথিলার আগুন ঝরানো এ ছবিটিতে মুহূর্তের মধ্যে লাইকের বন্যা বয়ে গেছে। তার পাশাপাশি নেতিবাচক মন্তব্যেও ভরে উঠেছে ফেসবুকের পাতা।
বর্তমানে কলকাতার স্বামী সৃজিত মুখার্জীর বাড়িতে অবস্থান করছেন মিথিলা। ছবিটির বিষয়ে দেশের শীর্ষ একটি দৈনিককে মিথিলা বলেন, আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টাইনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
সম্পাদকমন্ডলীর সভাপতিঃ হাজী মোবারক হোসেন।। সহ-সম্পাদক : কাউসার আহম্মেদ।
ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু।
ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, মোবাইল : 01731190131, 01930226862, E-mail : mannannews0@gmail.com, mannan2015news@gmail.com, web: notunbazar71.com, facebook- mannan dhaka club
|
|
|
|