|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
আল-হিলালে লিওনেল মেসি – সত্যি, নাকি কেবলই গুঞ্জন?
স্টাফ রিপোর্টার
অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল – আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির পরবর্তী গন্তব্য নাকি সৌদির ক্লাব আল-হিলালে। তবে এবারে সকল জল্পনাকল্পনায় যেন একপ্রকার পানিই ঢেলে দিলেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। প্রিয় তারকার ভবিষ্যৎ নিয়ে যেন আরো গভীর অনিশ্চয়তায় ডুবে গেলেন মেসি ভক্তরা।
পিএসজি ছেড়ে মেসির আল-হিলালে যোগ দেওয়া নিয়ে গুঞ্জনের সুত্রপাত ঘটে ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র খবর থেকে। জানানো হয়, সৌদি আরবের সাথে এই ‘ভিনগ্রহের ফুটবলারের’ চুক্তিটি রীতিমতো ‘ডান ডীল’। সংস্থাটি আরো জানায়, সৌদির জনপ্রিয় এই ক্লাবটিতে পরবর্তী দুই বছরের জন্য নাম লেখানোর মাধ্যমে বছরে ২০০ মিলিয়ন ডলার পকেটে পুরবেন মেসি!
তবে এই সব তথ্য উড়িয়ে দিয়ে হোর্হে মেসি সম্প্রতি জানিয়েছেন, তার ছেলের ভবিষ্যৎ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। “আগামী বছরের জন্য এখনো কোনো ক্লাবের সঙ্গে কোনো কিছু চূড়ান্ত হয়নি। মৌসুম শেষ হলে আমরা ভেবে দেখব সামনে কী কী পথ আছে, তারপর সিদ্ধান্ত নেব।[1]“, নিজ বিবৃতিতে জানান হোর্হে মেসি। পিএসজি’র সাথে মেসি’র চুক্তি শেষ হতে যাচ্ছে এই মৌসুমের শেষেই। আর এরই মধ্যে আল-হিলাল ছাড়াও এই ৩৫-বছর-বয়সী ফুটবল তারকার সম্ভাব্য গন্তব্যের তালিকায় ইতিমধ্যে এসেছে ইন্টার মায়ামি, ম্যানচেস্টার সিটি, এমনকি তার সাবেক ক্লাব বার্সেলোনার নামও।
পরবর্তি মৌসুমে মেসির দল কোনটা হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আসছে সপ্তাহগুলোর ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলি নিয়ে নিশ্চিত ও নির্ভরযোগ্য সব আপডেট পেতে ভিজিট করুন পারিম্যাচ নিউজ।
স্বাভাবিকভাবেই মেসির আল-হিলালে যাওয়ার খবরটি অনেকের জন্য বিস্ময় নিয়ে এসেছে। অর্থের প্রাচুর্য্য যতই থাকুক, ইউরোপিয়ান ফুটবলের গতানুগতিক ‘পাওয়ারহাউজ ক্লাব’ কোনো দিক থেকেই নয় এই সৌদি দলটি। অন্যদিকে, আল-হিলালের সাথে মেসির সম্ভাব্য সম্পৃক্ততার পক্ষে বা বিপক্ষে নিশ্চিত হওয়ার মত কোনো তথ্যও মিলছে না। কারো কারো মতে, এবারে একেবারেই নতুন কোন চ্যালেঞ্জ খুঁজছেন মেসি। ফুটবলার হিসেবে যা কিছু জেতা সম্ভব, তার প্রায় সবই জিতে নিয়েছেন মেসি, আর তাই হয়তো এবার পুরোপুরি নতুন পরিবেশে, নতুন ভক্তদের সামনে নিজেকে তুলে ধরার ইচ্ছে জেগেছে এলএমটেনের মনে! আরেকটি কারণ হতে পারে – অর্থ। মেসিকে যে বিশাল অঙ্কের প্রস্তাব আল-হিলাল দিয়েছে বলে শোনা যাচ্ছে, তা সঠিক হয়ে থাকলে কেবল মেসি কেন, যেকোনো খেলোয়াড়েরই প্রলুব্ধ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু হবে না!
কারণটা যাই হোক, মেসির যোগদান ক্লাব হিসেবে আল-হিলালের জন্য সৃষ্টি করতে পারে এক নতুন অধ্যায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন লিওনেল মেসি, তার আগমন ক্লাবটির ইতিহাসকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে, পাশাপাশি আকৃষ্ট করবে অনেক নতুন ভক্ত। তাছাড়া আপাতত সৌদিরই আরেক ক্লাব আল নাসের-এ খেলছেন মেসির সমকালীন আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কি আরবের মাটিতেই দেখা যাবে এই দুই মহারথীর পরবর্তী দ্বৈরথ?
আরও জানতে ভিজিট করুন পারিম্যাচ নিউজ।
|
স্টাফ রিপোর্টার
অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল – আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির পরবর্তী গন্তব্য নাকি সৌদির ক্লাব আল-হিলালে। তবে এবারে সকল জল্পনাকল্পনায় যেন একপ্রকার পানিই ঢেলে দিলেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। প্রিয় তারকার ভবিষ্যৎ নিয়ে যেন আরো গভীর অনিশ্চয়তায় ডুবে গেলেন মেসি ভক্তরা।
পিএসজি ছেড়ে মেসির আল-হিলালে যোগ দেওয়া নিয়ে গুঞ্জনের সুত্রপাত ঘটে ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র খবর থেকে। জানানো হয়, সৌদি আরবের সাথে এই ‘ভিনগ্রহের ফুটবলারের’ চুক্তিটি রীতিমতো ‘ডান ডীল’। সংস্থাটি আরো জানায়, সৌদির জনপ্রিয় এই ক্লাবটিতে পরবর্তী দুই বছরের জন্য নাম লেখানোর মাধ্যমে বছরে ২০০ মিলিয়ন ডলার পকেটে পুরবেন মেসি!
তবে এই সব তথ্য উড়িয়ে দিয়ে হোর্হে মেসি সম্প্রতি জানিয়েছেন, তার ছেলের ভবিষ্যৎ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। “আগামী বছরের জন্য এখনো কোনো ক্লাবের সঙ্গে কোনো কিছু চূড়ান্ত হয়নি। মৌসুম শেষ হলে আমরা ভেবে দেখব সামনে কী কী পথ আছে, তারপর সিদ্ধান্ত নেব।[1]“, নিজ বিবৃতিতে জানান হোর্হে মেসি। পিএসজি’র সাথে মেসি’র চুক্তি শেষ হতে যাচ্ছে এই মৌসুমের শেষেই। আর এরই মধ্যে আল-হিলাল ছাড়াও এই ৩৫-বছর-বয়সী ফুটবল তারকার সম্ভাব্য গন্তব্যের তালিকায় ইতিমধ্যে এসেছে ইন্টার মায়ামি, ম্যানচেস্টার সিটি, এমনকি তার সাবেক ক্লাব বার্সেলোনার নামও।
পরবর্তি মৌসুমে মেসির দল কোনটা হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আসছে সপ্তাহগুলোর ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলি নিয়ে নিশ্চিত ও নির্ভরযোগ্য সব আপডেট পেতে ভিজিট করুন পারিম্যাচ নিউজ।
স্বাভাবিকভাবেই মেসির আল-হিলালে যাওয়ার খবরটি অনেকের জন্য বিস্ময় নিয়ে এসেছে। অর্থের প্রাচুর্য্য যতই থাকুক, ইউরোপিয়ান ফুটবলের গতানুগতিক ‘পাওয়ারহাউজ ক্লাব’ কোনো দিক থেকেই নয় এই সৌদি দলটি। অন্যদিকে, আল-হিলালের সাথে মেসির সম্ভাব্য সম্পৃক্ততার পক্ষে বা বিপক্ষে নিশ্চিত হওয়ার মত কোনো তথ্যও মিলছে না। কারো কারো মতে, এবারে একেবারেই নতুন কোন চ্যালেঞ্জ খুঁজছেন মেসি। ফুটবলার হিসেবে যা কিছু জেতা সম্ভব, তার প্রায় সবই জিতে নিয়েছেন মেসি, আর তাই হয়তো এবার পুরোপুরি নতুন পরিবেশে, নতুন ভক্তদের সামনে নিজেকে তুলে ধরার ইচ্ছে জেগেছে এলএমটেনের মনে! আরেকটি কারণ হতে পারে – অর্থ। মেসিকে যে বিশাল অঙ্কের প্রস্তাব আল-হিলাল দিয়েছে বলে শোনা যাচ্ছে, তা সঠিক হয়ে থাকলে কেবল মেসি কেন, যেকোনো খেলোয়াড়েরই প্রলুব্ধ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু হবে না!
কারণটা যাই হোক, মেসির যোগদান ক্লাব হিসেবে আল-হিলালের জন্য সৃষ্টি করতে পারে এক নতুন অধ্যায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন লিওনেল মেসি, তার আগমন ক্লাবটির ইতিহাসকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে, পাশাপাশি আকৃষ্ট করবে অনেক নতুন ভক্ত। তাছাড়া আপাতত সৌদিরই আরেক ক্লাব আল নাসের-এ খেলছেন মেসির সমকালীন আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কি আরবের মাটিতেই দেখা যাবে এই দুই মহারথীর পরবর্তী দ্বৈরথ?
আরও জানতে ভিজিট করুন পারিম্যাচ নিউজ।
|
|
|
|
জাহাঙ্গীর আলম শাহিন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক ডিগবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার ঈদগাঁ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কেএফসি (কামসাইর) স্পোর্টিং ক্লাবকে ২-৩ গোলে হারিয়ে হযবরল চিটাগাংরোড স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মালেক মোল্লা। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তালিবুল কাদির তমাল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য ওমর ফারুক ভুইয়া ও কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
পরে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল ও রানার্স আপ হিসেবে ফ্রিজ তুলেদেন অতিথিবৃন্দ।
|
|
|
|
মোঃ আফজাল হোসেন,
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমি ফুলবাড়ী দিনাজপুর আয়োজিত পুর্নমিলনী প্রীতি ক্রিকেট ম্যাচ গতকাল শুক্রবার বিকেল ৪টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে, উক্ত পুনর্মিলনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী মাই টিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মানিক সরকার, ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক
মো তারিকুজ্জামান শুভর সার্বিক পরিচালনায়, হীড বাংলাদেশ, গন উন্নয়ন কেন্দ্র, এস এস এস ক্রিকেট টিম বনাম বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমি মধ্যকার চরম প্রতিদ্বন্দিতা পুর্ন ম্যাচে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমি ৫ উইকেটে জয়লাভ করে। খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার দর্শক খেলা উপভোগ করেন।
|
|
|
|
স্টাফ রিপোর্টার
বাংলাদেশে, কোচ সাদমান ‘জিমি’ আবিদুর রহমানের সহায়তায় এই পাঁচ জন মেয়ে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের। সেখানে সাউথ এশিয়া গ্রুপ স্টেজে তারা টক্কর দেয় টিম সিঙ্গাপুর ও টিম শ্রীলঙ্কাকে!
|
|
|
|
মোঃ আবু সুফিয়ান শান্তি
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের ভিত তৈরি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল তার গড়া বিভিন্ন জাতীয় খেলার ধারা-বাহিকতায় দৌড়-ঝাপ খেলায় অংশ নেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের পাচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ সাদিক হৃদয় (২৪শে-জানুয়ারি) কোটচাঁদপুর উপজেলায় দৌড়-ঝাপ খেলায় প্রতিযোগিতা করে প্রথম স্থান জয়লাভ করেন,(১৩ই-ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা দৌড়-ঝাপ খেলায় প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করেন,(২৪শে-ফেব্রুয়ারি)খুলনা বিভাগীয় উচ্চ লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন,উচ্চ-লাফ খেলায় সব জায়গায় সেরা হওয়ায়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহ এলাকার সবার মাঝে উৎসবের আমেজ। এবিষয়ে পাচ লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন,পাচলিয়া গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন এর ছেলে সাদিক হৃদয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী। উচ্চ-লাফ খেলোয়াড়ের তালিকায় নাম লিখে কোটচাঁদপুর উপজেলার সুনাম বয়ে এনেছে।
তিনি দৈনিক নতুন বাজার`কে,আরো বলেন
সাদিক হৃদয় পর্যায়ক্রমে উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে উচ্চ লাফ খেলায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। সর্বশেষ ঢাকায় উচ্চ লাফ খেলায় সাদিক হৃদয় অংশগ্রহণ করে (১৫ই-মার্চ) ঢাকা আর্মি স্টেডিয়াম মাঠে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস (ঢাকা) ২০২৩ এ অংশ গ্রহন করে (ক) গ্রুপ থেকে উচ্চ লাফে সারা বাংলাদেশ থেকে সাদিক হৃদয় ২য় স্থান অর্জন করে কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পাচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সুনাম অর্জন করেছে আমি সহ আমার এলাকা বাসি খুশি ও সাদিক হৃদয়ের জন্য দোয়া রইলো সে সামনে আরো ভালো কিছু করবে বলে আশা রাখি। সাদিক হৃদয় সারা বাংলাদেশ থেকে উচ্চ লাফে ২য় স্থান অর্জন করায় পাচ লিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সাদিক হৃদয়কে সম্বর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। পি,ডি,জি ফুটবল ক্লাবের কোর্স মোঃ লাল্টু রহমান সহকারী কোর্স সজীত আহাম্মেদ সাদিক হৃদয়কে জার্সি সহ খেলার সামগ্রী উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন পি,ডি,জি ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান,খলিলুর রহমান সহ এলাকার অনেকে।
|
|
|
|
স্টাফ রিপোর্টার
২০০৮ সালে শুরুর পর থেকেই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে বহুল প্রত্যাশিত টুর্নামেন্টে পরিণত হয়েছে আইপিএল। এবারের সংস্করণের নিলাম গত বছর শেষ হলেও আসরের পর্দা ওঠার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত। এবারের আসরে তিনজন বাংলাদেশী খেলোয়াড় নিজেদের দক্ষতা দেখাতে প্রস্তুত আছেন। আর এ কারণেই হয়তো ক্রিকেটপ্রেমী বাংলাদেশীরা উত্তেজনায় অস্থির হয়ে আছে - কবে শুরু হবে আইপিএল ‘২৩!
খেলার সর্বশেষ স্কুপ, খেলোয়ারদের রেকর্ড এবং টুর্নামেন্টের খুঁটিনাটি নিয়ে পারিম্যাচ নিউজ আছে আপনার পাশে। চলুন এবার নজর দেয়া যাক, আইপিএল ২০২৩ এর আসর মাতাতে প্রস্তুত বাংলাদেশের তিন টাইগারের দিকে!
সাকিব আল হাসান
দূর্দান্ত এক ‘বাংলাওয়াশ’ উপহার দেয়ার পর, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের প্রিয়মুখ সাকিব আল হাসান এবারও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে তার কারিশমা প্রদর্শন করতে প্রস্তুত। ৬৩ উইকেট ও ১২৪.৪৯ স্ট্রাইক রেট-সহ ৭৯৩ রানের অনবদ্য রেকর্ড থেকে কেকেআরের সাথে সাকিবের পুরোনো কেমিস্ট্রি কিছুটা হলেও বোঝা যায়। ২০১১-২০১৬ আবার ২০২১ সালে অনবদ্য এই দলটির প্রতিনিধিত্ব করেন তিনি, আইপিএলের পুরো আসর জুড়ে রাখেন প্রতিভার অনন্য স্বাক্ষর!
লিটন দাস
আইপিএলের আসরে এবারই প্রথম খেলতে নামবেন বাংলাদেশী ব্যাটসম্যান ও উইকেটকিপার লিটন দাস। ৫০ লাখ ভারতীয় রুপির বিনিমিয়ে তাকে কিনে নেয় কেকেআর। তার পুরো ক্যারিয়ার জুড়েই অনবদ্য সব পারফর্ম্যান্স, তবে এরমধ্যে সবচেয়ে স্মরণীয় বিজয়গুলোর মধ্যে একটি হচ্ছে ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা গ্ল্যাডিয়েটরস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী রয়্যালস এবং পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি দলগুলোয় অসামান্য দক্ষতা প্রদর্শন করেন। ফ্যানদের জন্য আইপিএলের আসরে তার দুর্দান্ত পারফর্ম্যান্সের সাক্ষী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র!
মুস্তাফিজুর রহমান
মনোমুগ্ধকর সুইং আর কাটারে দিল্লী ক্যাপিটালসের পিচ কাঁপাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে যাত্রা শুরু করেন। মাত্র ১৬ ম্যাচে ১৭ উইকেটের অসামান্য পারফর্ম্যান্সের জোরে তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসির ‘ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পান। তার এমন অসামান্য অবদানের কারণেই দলটি ফাইনালে জয়লাভ করে। কাটারের জন্য বিখ্যাত এই বাঁহাতি মিডিয়াম পেস বোলার আইপিএলে ৪৬টি ম্যাচ খেলে ৪৬ উইকেট সংগ্রহ করেছেন। আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের মতো দলের হয়ে খেলেছেন। এবারে ফ্যানরা দিল্লী ক্যাপিটালসের হয়ে এই কাটার-মাস্টারের মনমাতানো কারিশমা উপভোগ করতে যাচ্ছেন।
সাকিব, মুস্তাফিজ, লিটন-সহ আইপিএলের বাকি খেলোয়াড়দের দুর্দান্ত পারফর্ম্যান্সের সব খবরাখবর ও আপডেট ফ্যানরা এখন পাবেন পারিম্যাচ নিউজ এ।
আগের মৌসুমের মতো এবারও আইপিএলের দলগুলো দু’টি গ্রুপে খেলবে। গ্রুপ এ-তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিটি টিম অপর গ্রুপের ৫টি টিমের সাথে দু’টি করে ম্যাচ খেলবে এবং নিজের গ্রুপের বাকি ৪টি টিমের সাথে একটি করে ম্যাচ খেলবে। এভাবে, প্রতিটি টিমকে খেলতে হবে মোট ১৪টি করে ম্যাচ। ৩১ মার্চ থেকে আরম্ভ হয়ে ২১ মে পর্যন্ত চলবে লিগ পর্যায়ের খেলা। ১২টি শহর জুড়ে ১৮টি ডাবল-হেডার-সহ (একই ভেন্যুতে একসাথে বা অল্প সময়ের ব্যবধানে পরপর দু’টি ম্যাচ) ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের নিয়মিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, লখনৌ, দিল্লী, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি। এছাড়া, গোয়াহাটি (রাজস্থান রয়্যালসের সেকেন্ড হোম ভেন্যু) ও ধর্মশালাতেও (পাঞ্জার কিংসের সেকেন্ড হোম ভেন্যু) কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।
------
|
|
|
|
সারওয়ার আলম মুকুল,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ঘর পাচ্ছেন আরও ১৫১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুওে দেখা গেছে, এ ঘর গুলো নির্মাণ হয়েছে উপজেলার বালাপাড়া ইউনিয়নে ১৫টি, শহীদবাগ ইউনিয়নে ১০৬টি, সারাই ইউনিয়নে ১০টি, টেপামধুপুর ইউনিয়নে ২০টি। চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে দুই শতাংশ খাস জমিসহ উপজেলায় মোট ১৫১টি ঘর সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হচ্ছে। ঘরের সাথে থাকছে ২টি শয়ন কক্ষ, বারান্দা, রান্নাঘর, সংযুক্ত শৌচাগারসহ অন্যান্য সুবিধা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান, সঠিক নিয়ম ও ডিজাইন অনুসারে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ঘর গুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস জানান, আমরা নিয়মিন কঠোর নজরদারি করে ঘরের কাজ গুলো করাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরকারের প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত এর খোঁজ খবর রাখছি। এ উপজেলায় চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ১৫১ টি ঘর পবিত্র ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে ২২মার্চ সারাদেশের ন্যায় কাউনিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন।
|
|
|
|
সালমা উর্মি
স্টাফ রিপোর্টার
২০০৮ সালে শুরুর পর থেকেই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে বহুল প্রত্যাশিত টুর্নামেন্টে পরিণত হয়েছে আইপিএল। এবারের সংস্করণের নিলাম গত বছর শেষ হলেও আসরের পর্দা ওঠার জন্য আমাদের
অপেক্ষা করতে হচ্ছে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত। এবারের আসরে তিনজন বাংলাদেশী খেলোয়াড় অংশ নিতে যাচ্ছেন; আর এ কারণেই হয়তো ক্রিকেটপ্রেমী বাংলাদেশীরা উত্তেজনায় অস্থির হয়ে আছে - কবে শুরু হবে
আইপিএল ‘২৩! খেলার সর্বশেষ স্কুপ ও টুর্নামেন্টের খুঁটিনাটি নিয়ে পারিম্যাচ নিউজ আছে আপনার পাশে। চলুন এবার নজর দেয়া যাক, আইপিএল ২০২৩ এর আসর মাতাতে প্রস্তুত বাংলাদেশের তিন টাইগারের দিকে!
সাকিব আল হাসান
দূর্দান্ত এক ‘বাংলাওয়াশ’ উপহার দেয়ার পর, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের প্রিয়মুখ সাকিব আল হাসান এবারও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে তার কারিশমা প্রদর্শন করতে
প্রস্তুত। ৬৩ উইকেট ও ১২৪.৪৯ স্ট্রাইক রেট-সহ ৭৯৩ রানের অনবদ্য রেকর্ড থেকে কেকেআরের সাথে সাকিবের পুরোনো কেমিস্ট্রি কিছুটা হলেও বোঝা যায়। ২০১১-২০১৬ আবার ২০২১ সালে অনবদ্য এই দলটির
প্রতিনিধিত্ব করেন তিনি, আইপিএলের পুরো আসর জুড়ে রাখেন প্রতিভার অনন্য স্বাক্ষর!
লিটন দাস
আইপিএলের আসরে এবারই প্রথম খেলতে নামবেন বাংলাদেশী ব্যাটসম্যান ও উইকেটকিপার লিটন দাস। ৫০ লাখ ভারতীয় রুপির বিনিমিয়ে তাকে কিনে নেয় কেকেআর। তার পুরো ক্যারিয়ার জুড়েই অনবদ্য সব
পারফর্ম্যান্স, তবে এরমধ্যে সবচেয়ে স্মরণীয় বিজয়গুলোর মধ্যে একটি হচ্ছে ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা গ্ল্যাডিয়েটরস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী
রয়্যালস এবং পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি দলগুলোয় অসামান্য দক্ষতা প্রদর্শন করেন। ফ্যানদের জন্য আইপিএলের আসরে তার দুর্দান্ত পারফর্ম্যান্সের সাক্ষী হওয়া এখন
সময়ের ব্যাপার মাত্র!
মুস্তাফিজুর রহমান
মনোমুগ্ধকর সুইং আর কাটারে দিল্লী ক্যাপিটালসের পিচ কাঁপাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে যাত্রা শুরু করেন। মাত্র ১৬ ম্যাচে ১৭ উইকেটের অসামান্য
পারফর্ম্যান্সের জোরে তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসির ‘ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পান। তার এমন অসামান্য অবদানের কারণেই দলটি ফাইনালে জয়লাভ করে। কাটারের জন্য
বিখ্যাত এই বাঁহাতি মিডিয়াম পেস বোলার আইপিএলে ৪৬টি ম্যাচ খেলে ৪৬ উইকেট সংগ্রহ করেছেন। আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের মতো দলের হয়ে
খেলেছেন। এবারে ফ্যানরা দিল্লী ক্যাপিটালসের হয়ে এই কাটার-মাস্টারের মনমাতানো কারিশমা উপভোগ করতে যাচ্ছেন।
সাকিব, মুস্তাফিজ, লিটন-সহ আইপিএলের বাকি খেলোয়াড়দের দুর্দান্ত পারফর্ম্যান্সের সব খবরাখবর ও আপডেট ফ্যানরা এখন পাবেন পারিম্যাচ নিউজ এ।
আগের মৌসুমের মতো এবারও আইপিএলের দলগুলো দু’টি গ্রুপে খেলবে। গ্রুপ এ-তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে
রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিটি টিম অপর গ্রুপের ৫টি টিমের সাথে দু’টি করে ম্যাচ খেলবে এবং নিজের
গ্রুপের বাকি ৪টি টিমের সাথে একটি করে ম্যাচ খেলবে। এভাবে, প্রতিটি টিমকে খেলতে হবে মোট ১৪টি করে ম্যাচ। ৩১ মার্চ থেকে আরম্ভ হয়ে ২১ মে পর্যন্ত চলবে লিগ পর্যায়ের খেলা। ১২টি শহর জুড়ে ১৮টি ডাবল-
হেডার-সহ (একই ভেন্যুতে একসাথে বা অল্প সময়ের ব্যবধানে পরপর দু’টি ম্যাচ) ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের নিয়মিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, লখনৌ, দিল্লী,
আহমেদাবাদ, জয়পুর ও মোহালি। এছাড়া, গোয়াহাটি (রাজস্থান রয়্যালসের সেকেন্ড হোম ভেন্যু) ও ধর্মশালাতেও (পাঞ্জার কিংসের সেকেন্ড হোম ভেন্যু) কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।
|
|
|
|
মোঃ আফজাল হোসেন,
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মুস্তাাফিজুর রহমান ফুটবল একাডেমির আয়োজনে চলছে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। ১৬ টিমের এই খেলায় প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচে অংশগ্রহণ করেন ফুলবাড়ীর ঐতিহ্যবাহী ফাইভ স্টার ক্লাব। বীর মুক্তিযোদ্ধা মুস্তাাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভর বলিষ্ঠ নেতৃত্বে সফলভাবে এই খেলার আয়োজন করা হয়েছে। প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচের খেলায় পার্বতীপুর ফুটবল একাডেমির মুখোমুখি হয় ফাইভ স্টার ক্লাব। বাঘে বাঘে লড়াই চলে মনমুগ্ধকর এই খেলায়, খেলার শুরুতেই দুটি গোল করেন পার্বতীপুর ফুটবল একাডেমী, হাফ টাইমের পর গোল দুটি পরিশোধ করেন ফাইভ স্টার ক্লাব। খেলায় উভয় দল সমান সমান গোল করলে অবশেষে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়, ট্রাইবেকারে পার্বতীপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে বিজয়ী হন ফাইভ স্টার ক্লাব। উক্ত খেলায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ছিলেন এসএসএস এর ফুলবাড়ী শাখার ব্রা ম্যানেজার আবুল কালাম আজাদ, সিনথিয়া টেলিকম এর স্বত্বাধিকারী সোহাগ কিবরিয়া, সহ অন্যন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইভ স্টার ক্লাব এর দপ্তর সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ জানান ফাইভ স্টার ক্লাব দীর্ঘদিন পর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করলো, বিজয়ের আশা নিয়েই আমরা মাঠে নেমেছিলাম, কাঙ্খিত সেই বিজয় অর্জন করতে পেরে আমরা অনেক আনন্দিত। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী ফাইভ স্টার ক্লাবের সদস্যরা পুরো খেলা জুড়ে জয়ের অকাঙ্খায় মেতে ছিলেন, জয়লাভ করার সাথে সাথেই শুরু হয়ে বীজয়ের উল্লাস, তিনি আরো বলেন আমরা যেন শেষ পর্যন্ত এই বীজয় কে ধরে রাখতে পারি। ক্লাবের কোষাধক্ষ্য আশরাফুল আলম বলেন আমরা সর্বোচ্চ ভালো টিম সাজানোর চেষ্টা করেছি আমাদের টিমে একজন নাইজেরিয়ান প্লেয়ারও খেলেছেন, ফুলবাড়ী বাসি আমাদের আজকের খেলা আনন্দের সাথে উপভোগ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ফাইভ স্টার ক্লাবের পক্ষে খেলার ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন ফুলবাড়ীর তারকা ফুটবলার (ব্যাক হর্স খ্যাত) জাহাঙ্গীর আলম ও শাহজাহান। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ আরাফাত রতন। খালা শেষে টুর্নামেন্টের আয়োজক তারিকুজ্জামান শুভ বলেন ইতিপূর্বে আমরা ছয়টি ম্যাচ পরিচালনা করেছি, এটি সপ্তম ম্যাচ, এই ম্যাচটি সবচেয়ে হাই ভোল্টের ম্যাচ ছিল, মাঠের কানায় কানায় দর্শক ভরপুর ছিল,পূর্বের খেলা গুলোর চেয়ে অনেক বেশি দর্শক ছিল, এবং দর্শকের ভিতর এক ধরনের উল্লাস ছিল, বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টে এই প্রথম বিদেশী কোন খেলোয়াড় খেললেন, আমি ফাইভ স্টার ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য।
|
|
|
|
জাহাঙ্গীর আলম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গোল্ডকাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্টে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবকে ২-০ পয়েন্টে হারিয়ে দেবই যুব সমাজ জয়লাভ করেছে। ২৬ ফেব্রæয়ারি রবিবার রূপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র মাঠে বেপারীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান তারেক।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, পিতলগঞ্জ দাখিল মাদরাসার সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহমেদ পিষ্টন, ছাত্রলীগ নেতা সাগর আহমেদ, সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের অর্থ সম্পাদক মোস্তফা মিয়া প্রমুখ। খেলায় সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবকে ২-০ পয়েন্টে হারিয়ে দেবই যুব সমাজ জয়লাভ করে।
পরে বিজয়ীদের মধ্যে ১ভরি ওজনের স্বর্ণ দিয়ে তৈরি গোল্ডকাপ বিতরণ করা হয়।
উল্লেখ্য রূপগঞ্জের বিভিন্ন অঞ্চলের ২৪টি দল টুর্ণামেন্টের খেলায় অংশগ্রহণ করে।
|
|
|
|
স্টাফ রিপোর্টার
আনুষ্ঠানিক ইতি টানা হয়ে গেল জানুয়ারির দলবদলের। তবে, অন্যবারের চেয়ে এবারের দলবদল ফুটবলপ্রেমীদের জন্য ছিল অনেক বেশি শ্বাসরুদ্ধকর – রোমাঞ্চকর অনেক দলবদলের সাক্ষী হয়েছে এবারের সিজন। এক্ষেত্রে, উদাহরণ হিসেবে বলা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাবে যাওয়ার করা। পাশাপাশি, চ্যাম্পিয়নস লিগকে সামনে রেখে নিজেদের দলকে শক্তিশালী করতে বিশ্বকাপের পর তারকাখ্যাতি পাওয়া উদীয়মান খেলোয়ারদের নিয়ে বড় দলগুলোর দড়ি টানাটানিতো ছিলোই!
আসুন দেখে নেয়া যাক, কোন পাঁচটি দল এবারের দলবদলে খেলোয়ার কেনায় সবচেয়ে বেশি খরচ করলো।
চেলসি এফসি (৩২৮ মিলিয়ন ইউরো)
সর্বশেষ দলবদলে চেলসি আটজন খেলোয়ার কিনেছে। নতুন খেলোয়ার কিনতে দলটি এবার খরচ করেছে সর্বমোট ৩২৮ মিলিয়ন ইউরো! যা এবারের দলবদলে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করা ক্লাবে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দলের চেয়ে প্রায় ২৬০ মিলিয়ন ইউরো বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগে দলবদলের রেকর্ড ভেঙে বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দলে ভিড়িয়েছে চেলসি। অন্যদিকে, ইউক্রেনের মিখাইলো মাদ্রিককে কিনেছে ৭০ মিলিয়ন ইউরো খরচ করে। এবারের দলবদলে চেলসির কেনা অন্যান্য খেলোয়ার হচ্ছেন: মালো গাস্তো, ননি মাদুয়েকে, বেনোয়া বাদিয়াশিলে, ডেভিড দাত্রো ফোফানা এবং আন্দ্রেই সান্তোস। এছাড়াও, ক্লাবটি আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে এনেছে পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে।
সাউদাম্পটন এফসি – ৬৫.২৫ মিলিয়ন ইউরো
শুনতে অবাক লাগলেও, এবারের দলবদলে তাক লাগিয়ে দিয়েছে সাউদাম্পটন। ইংলিশ এ ক্লাবটি এবারের দলবদলে ফ্রান্সের লিগ আঁ’র ক্লাব রেঁনে থেকে দলে ভিড়িয়েছে কামালদিন সুলেমানাকে। সুলেমানাকে নিজেদের করতে ক্লাবটিকে খরচ করতে হয়েছে ২৫ মিলিয়ন ইউরো। এছাড়াও, কে. আর. সি. জেঙ্ক থেকে ১৮ মিলিয়ন ইউরোতে কিনেছে পল অনুয়াচুকে এবং আর্জেন্টিনার উদীয়মান খেলোয়ার কার্লোস আলকারাজকে দলে ভিড়িয়েছে ১৩.৭ মিলিয়ন ইউরো খরচ করে। পাশাপাশি, সাউদাম্পটন মিসলাভ ওরসিক ও জেমস ব্রি’কে কিনেছে যথাক্রমে ৫.৮ মিলিয়ন ইউরো ও ৯ লাখ ইউরো খরচ করে।
আর্সেনাল এফসি – ৬০.৩ মিলিয়ন ইউরো
এবারের সিজনজুড়েই দুর্দান্ত খেলছে আর্সেনাল। এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগের টাইটেল দৌড়ে খুব ভালোভাবেই আছে দলটি, লড়াই করছে নিজেদের সর্বস্ব দিয়ে। এবারের দলবদলে আর্সেনাল কিনেছে ইয়াকুব কিভিওর, লিয়ানদ্রো ট্রোসার্দ ও জর্জিনহোর মতো দুর্দান্ত কিছু খেলোয়ার। এ তিন খেলোয়ারের ট্রান্সফার ফি’র পেছনে ক্লাবটি খরচ করেছে যথাক্রমে ২৫ মিলিয়ন, ২৪ মিলিয়ন ও ১১.৩ মিলিয়ন ইউরো। এ তিন খেলোয়ার নিয়ে ক্লাবের সমর্থকদের প্রত্যাশার পারদও অনেক উঁচুতে। এবার দেখা যাক, সিজনের দ্বিতীয়ার্ধে এ খেলোয়ারদের ওপর আর্তেতা ম্যাজিক কাজ করে কি না?
বোর্নমাউথ এফসি – ৫৬.২ মিলিয়ন ইউরো
এবারের দলবদলে বোর্নমাউথও রয়েছে সেরা খরুচে ক্লাবের তালিকায়। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও খেলোয়ার কেনায় পিছিয়ে নেই ক্লাবটি। ইউক্রেনের ডিফেন্ডার ইলিয়া জাবারনিকে কিনেছে ২২.৭ মিলিয়ন ইউরো খরচ করে। লঁরিয়ে থেকে ড্যাঙ্গো ওউত্তারাকে কিনেছে ২২.৫ মিলিয়ন ইউরো দিয়ে। এছাড়াও, ইংলিশ এ ক্লাবটি ব্রিস্টল সিটি থেকে ১০.৩ মিলিয়ন ইউরোতে কিনেছে আন্তোয়নি সেমেনিওকে। এখন বাকি শুধু পয়েন্ট টেবিলে উত্তরণ!
নিউকাসল ইউনাইটেড – ৪৯.৩ মিলিয়ন ইউরো
এবারের দলবদলে সবমিলিয়ে ৪৯.৩ মিলিয়ন ইউরো খরচ করেছে নিউকাসল ইউনাইটেড। এর মধ্যে অ্যান্থনি গর্ডনকেই কিনতে ক্লাবটি খরচ করেছে ৪৫ মিলিয়ন ইউরো! এছাড়াও, ক্লাবটি ওয়েস্ট হ্যাম থেকে দলে ভিড়িয়েছে হ্যারিসন অ্যাশবিকে, যাকে কিনতে ক্লাবটির খরচ হয়েছে প্রায় ৩ মিলিয়ন ইউরো।
ওপরের সংখ্যাগুলো দেখলেই মনে হয়, নিজেদের সামর্থকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কোনো প্রচেষ্টাই বাদ দেয়নি এ ক্লাবগুলো। একইসাথে দলবদলে কিছু ক্লাবের ব্যয় তাদের ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়েও প্রশ্ন তুলেছে। এবার অপেক্ষার পালা, সিজনের বাকি ম্যাচগুলো নিয়ে।
ফুটবলসহ পছন্দের খেলা ও দল হালনাগাদ সব তথ্য জানতে ভিজিট করুন: parimatchnews.com।
---------
|
|
|
|
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
মাদককে না বলি ক্রীড়াকে হা বলি এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাডীতে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর আয়োজনে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে।
ফুলবাড়ীর এক সময়ের ফুটবলার শহীদুজ্জামান বাবুর সন্তান বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভর অক্লান্ত পরিশ্রমে, ফুলবাঙী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর সভাপতি জনাব মুশফিকুর রহমান বাবুল এর নেতৃত্বে একেরপর এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছ বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি।
ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে, ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা রাজু কুমার গুপ্তা।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাডী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সদস্য মানিক সরকার, ফুলবাড়ী থানা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক দৈনিক নবরাজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আল আমিন বিন আমজাদ, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সদস্য বৃন্দ।
খেলা দেখতে দুরু দুরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য দর্শক। অতিথিরা বক্তব্য বলেন মাদক মুক্ত সমাজ গঙতে খেলাধুলার কোন বিকল্প নেই এভাবে খেলাধুলার চর্চা করতে হবে খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
|
|
|
|
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্র সংবাদ সম্মেলন করেছে।বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সভাপতি মোঃ মজির উদ্দিন চাকলাদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ ক্রেীড়া সংগঠন বিগত ৫০ বছর যাবত বহু সংখ্যক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি টুর্ণামেন্ট ও খেলোয়াড় প্রশিক্ষণের মাধ্যমে এলাকার সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা অন্বেষনের উদ্যোগ অব্যাহত রেখেছে।
সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমার বিগত পহেলা জানুয়ারী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা আয়োজনের পদক্ষেপ গ্রহন করেছি। এ উপলক্ষে আয়োজিত "স্বপ্ন সুপার মার্কেট মিশিগান” ইউএসএ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ বিগত ১১ফেব্রুয়ারী অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্ত হয়েছে। উক্ত ফাইনাল ম্যাচে ভুল বুঝাবুঝি থেকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রকে নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভিত্তিহীন মানহানিকর বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
|
|
|
|
গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি:
গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্র সংবাদ সম্মেলন করেছে।বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সভাপতি মোঃ মজির উদ্দিন চাকলাদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ ক্রেীড়া সংগঠন বিগত ৫০ বছর যাবত বহু সংখ্যক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি টুর্ণামেন্ট ও খেলোয়াড় প্রশিক্ষণের মাধ্যমে এলাকার সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা অন্বেষনের উদ্যোগ অব্যাহত রেখেছে।
সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমার বিগত পহেলা জানুয়ারী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা আয়োজনের পদক্ষেপ গ্রহন করেছি। এ উপলক্ষে আয়োজিত "স্বপ্ন সুপার মার্কেট মিশিগান” ইউএসএ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ বিগত ১১ফেব্রুয়ারী অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্ত হয়েছে। উক্ত ফাইনাল ম্যাচে ভুল বুঝাবুঝি থেকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রকে নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভিত্তিহীন মানহানিকর বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
ওইদিন, ফাইনাল ম্যাচ শেষ হওয়ার ৪০ সেকেন্ড আগে ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র লাল দলের খেলোয়াড় শাহজাহান গোল করলে খেলায় ২-২ গোলে সমতা আসে। রেফারী আনোয়ার হোসেন সাজু গোলের বাঁশি বাজান। কিন্তু সহকারী রেফারী হাসানুজ্জামান মিলন উদ্দেশ্য প্রণিত ভাবে টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করতে হ্যান্ডবল হয়েছে বলে ফ্ল্যাগ তুলে ধরেন। এসময় রেফারী খেলা শুরুর সংকেত দিলে উভয় দল গোল মেনে নিয়ে খেলা শুরু করার প্রস্তুতি নেয়। সহকারী রেফারী মিলন তখন মাঠে ঢুকে পড়েন এবং রেফারীকে উক্ত গোল বাতিলে বাধ্য করেন। তুমুল উত্তেজনা পূর্ণ এ ফাইনাল ম্যাচে উপস্থিতি হাজার হাজার জনতা এ ঘটনায় ধৈর্য্যচ্যুত হয়ে মাঠে ঢুকে পড়ে।
উত্তেজীত জনতার হাত থেকে সহকারী রেফারী হাসানুজ্জামান মিলনকে রক্ষার জন্য উভয় দলের খেলোয়াড় এবং টুর্ণামেন্ট কমিটির সদস্যবৃন্দ সর্বাত্মক চেষ্টা করেন। এসময় সহকারী রেফারিকে বাঁচাতে ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র দলের অধিনায়ক রিপন, সিরাজ আশংকাজন ভাবে আহত হন।
তিনি বক্তব্যে বলেন, সেই মূহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে আমরা উত্তেজনা জনতার হাত থেকে রেফারীদের রক্ষা করে নিরাপদে ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিসে নিয়ে আসি। এসময় টুর্ণামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ, কলেজের অধ্যক্ষ মহোদয় ও এলাকাবাসী মুরব্বীয়ানদের নিয়ে রেফারী মহোদয়ের কাছে বার বার দুঃখ প্রকাশ করি এবং আমাদের গৃহিত ব্যবস্থায় রেফারী গন সন্তোষ প্রকাশ করেন। অনাক এ ঘটনার জন্য কোনভাবে আয়োজক কমিটি বা কোন খেলোয়াড় দায়ী নন। রেফারীদের হঠকারী এবং বেআইনি সিদ্ধান্তই এমন পরিস্থিতির তৈরীরজন্য দায়ী ।
কিন্তু দুঃখ জনক ভাবে সিলেট রেফারী এসোসিয়েশন ঘটনার দুইদিন পর আয়োজক কর্তৃপক্ষকে কোন ভাবে অবগত না করে এবং কোন ব্যাখ্যা না শুনে একতরফা ভাবে বেআইনিভাবে কিছু সিদ্ধান্ত গ্রহন করেছে, যা এলাকাবাসী তথা ঢাকাদক্ষিণ বাসী ক্রীড়াচক্রের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মানহানিকর। ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র কোন নতুন সংগঠন নয় ৫০ বছর থেকে আমারা ঢাকাদক্ষিণ মাঠে সুনামের সাথে বহু খেলাধুলার আয়োজন করে আসছে।
ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র তথা ঢাকাদক্ষিণের ক্রীড়াঙ্গনের ধ্বংস করার জন্য এটা কোন কুচক্রি মহলের ষড়যন্ত্র কী না, তা ভেবে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে। রেফারী এসোসিয়েশন ঢাকাদক্ষিণ মাঠে কোন খেলা পরিচালনার না করার যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন তার কোন কারন ব্যাখ্যা করেননি তারা। খেলার মাঠে বিতর্কিত সিদ্ধান্তের জন্য গোলযোগ সৃষ্টি হওয়ার কোন নতুন বিষয় নয়। সিলেটের বিভিন্ন মাঠে এমনকি সিলেট স্টিডিয়ামে পর্যন্ত ইতিপূর্বে বহুবার এ ধরনের ঘটানা ঘটেছে। কিন্তু রেফারীগন উক্ত মাঠে খেলা পরিচালনা করবেন না এরকম কোন সিদ্ধান্ত ইতোপূর্বে গ্রহন করেননি। কিন্তু ঢাকাদক্ষিণ মাঠের বেলা এরকম কঠোর সিদ্ধান্ত কেন নেওয়া হলো নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের তিনজন উদীয়মান তরুণ খেলোয়াড়ের ওপর বিনা অপরাধে কোন রুপ নিরপেক্ষ তদন্ত ছাড়া যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা তাদের ক্যারিয়ার ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র বলে আমার মনে করি। তারা কোন বিশেষ মহলের ইন্ধনে রেফারীগণ এ রকম একটি উত্তেজনা ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পূর্ব মুহুর্তে এরকম বিতর্কিত হটকারী ও অবৈধ সিদ্ধান্ত গ্রহন করেছেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
বিতর্কিত রেফারী হাসানুজ্জামান মিলন এবং আনোয়ার হোসেন সাজু এর এ ধরনের হঠকারী সিদ্ধান্ত ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সূবর্ণজয়ন্তীর সকল আয়োজন ম্লান হয়ে গেছে। হাজার হাজার দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে যোগ দিতে আসা সদস্যদের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা ও ক্ষোভ। ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র এবং ঢাকাদক্ষিণের ক্রীড়াঙ্গনের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। আমার রেফারী এসোসিয়েশন সিলেটের এরুপ বিতর্কিত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এরুপ সিদ্ধান্ত প্রত্যাহারের আহব্বান জানচ্ছি। অন্যতায় ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র ঢাকাদক্ষিণ তথা সিলেটের সচেতন মহলকে সাথে নিয়ে এ ষড়যন্ত্রের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবো।
তিনি ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সূবর্ণজয়ন্তীর আয়োজনকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও হুশিয়ারী উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সহ সভাপতি সাদিকুর রহমান
|
|
|
|
মোঃ জুলহাজুল কবীর
নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
আগামী জুন মাসে বিশ্বকাপ জয়ী মেসির দল বাংলাদেশ সফরে আসার খবর আরও আবেগ আপ্লূত করেছে মেসি ভক্ত বাদশা মিয়াকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে দৃঢ় মনোবল ছিল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের পল্লীমা গুচ্ছগ্রামে বসবাস কারী মোঃ বাদশা মিয়ার। আর্জেন্টিনা সমর্থনে বিরিয়ানি ভোজের আয়োজনসহ বিজয় মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থক এই বাদশা মিয়া।
বিশ্বকাপ শুরু থেকেই স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাদশা মিয়া মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে ১০৬০ ফিট পতাকা বানিয়ে র্যালী করে তার এলাকার মোড়ে টাঙিয়ে দেন। এর পর তার পক্ষ থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলার পর খিচুড়ি ও বিরিয়ানি ভোজনের আয়োজন করা হয়।
আর্জেন্টিনা সমর্থক বাদশা মিয়ার আয়োজনে পূর্ব বৈদাহার প্রাথমিক বিদ্যালয় মাঠে এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থার পাশাপাশি ৫০ কেজি মাংস দিয়ে রান্না করা হয় বিরিয়ানি। খেলায় ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে জয়লাভ করে আর্জেন্টিনা।
এতেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। তারা আনন্দ মিছিল বের করে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালারপাড়া মোড়ে এসে শেষ হয়।
বাদশা মিয়া জানান, অসাধারণ খেলা খেলেছেন মেসিরা। ইতিপূর্বে খিচুড়ি ভাত ৫০০ জনকে খাইয়েছি। আর্জেন্টিনা জয় পেয়েছে বিজয় মিছিল করেছি। ক্রোশিয়ার সঙ্গে জয় পাওয়ায় ৫০০ জন সমর্থক নিয়ে বিরিয়ানি ভোজ করেছি। ইনশাল্লাহ কাপ আর্জেন্টিনাই নেবে। আর্জেন্টিনা জয়ের পরই ৫টি গরু জবাই দিয়ে জনগণকে ভাত খাওয়ানোর যে প্রতিশ্রুতি সেটিও রাখা হবে।
|
|
|
|
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক ও ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান শুভর অক্লান্ত প্রচেষ্টায় ৮০-৯০ দশকের উত্তরবঙ্গের কিংবদন্তি তারকা খেলোয়াড়দের এক মিলনমেলা ঘটেছে।
গত শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর সোনালী অতিথি ক্লাব বনাম ফুলবাড়ী সোনালী অতিথ ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
খেলার শুভ উদ্বোধন করেন-আমীন অটো রাইস এন্ড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব রুহুল আমিন।
খেলায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাাফিজুর রহমান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মঞ্জু রায় চৌধুরী।
উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্তা,ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক বৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাাফিজুর রহমান ফুটবল একাডেমীর সদস্য বৃন্দ।
৮০-৯০ দশকের তারকাদের এই খেলাটি ফুলবাড়ীর সর্বস্তারের মানুষ আনন্দের সাথে উপভোগ করেন এবং তারিকুজ্জামান শুভর প্রশংসা করেন।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান নির্বাহী সম্পাদক: মোহাম্মদ রাসেল মোল্লা
ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, বার্তা সম্পাদক: মাসুম হাসান৷ সহকারী-বার্তা সম্পাদক লাকী আক্তার । ফোন: বার্তা বিভাগ- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232
ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.com, facebook- notunbazar / সম্পাদক dhaka club
|
|
|
|