মোঃ শফিকুল ইসলাম
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতকাল ৩১ জানুয়ারি মঙ্গলবার শেষ হয়েছে। বাণিজ্য মেলাকে কেন্দ্র করে ৩শত কোটি টাকার পণ্য রপ্তানির আদেশ পাওয়া গেছে। বিক্রি হয়েছে একশত কোটি টাকার পণ্য। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।
এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৩১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট অংশ নেয়। মেলায় ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও নেপালের ১৭ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন ধরণের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস, ইলেক্ট্রনিক্স, বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া কিংবা আরটিফিসিয়াল চামড়া, জুতা, চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারীওয়্যার, খেলনা, স্টেশনারী, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারী, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ও ফার্ণিচার প্রদর্শন করা হয়।
ক্রেতা ও দর্শনার্থীদের যাতায়াতের জন্য ঢাকার কুড়িল থেকে পূর্বাচল উপশহরের ৪নং সেক্টরের মেলাপ্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড শাটল বাস নিয়মিত পরিচালনা করা হয়। মেলায় পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা, রক্তদান, ফায়ার সার্ভিস, শিশুদের জন্য বিনোদনমূলক শিশুপার্ক ও মেলার আশপাশ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়।
গত ১ জানুয়ারি থেকে গতকাল ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেল পর্যন্ত ভ্যাট ফাঁকি দেওয়া সহ বিভিন্ন অনিয়মে ১১টি প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেলায় ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ জরিমানার টাকা আদায় করে।
বাণিজ্য মেলায় বেশি মূল্যে পণ্য বিক্রি, বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদ, মোড়কে মূল্যবিহীন পণ্য বিক্রি করার অপরাধে ৬টি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আর কখনো অনিয়ম করবেনা এ মুসলেকা দিয়ে ১০টি প্রতিষ্ঠান তাদের অপরাধ থেকে মুক্তি পেয়েছে।
মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়েছে। ১ম পুরস্কার গোল্ড কালার ট্রফি বিভিন্ন ক্যাটাগরির ১০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলে মধ্যে প্রদান করা হয়েছে। দ্বিতীয় পুরস্কার সিলভার কালার ট্রফি অপর প্রতিষ্ঠানের ১৩টি স্টল ও প্যাভিলিয়নকে ও তৃতীয় পুরস্কার ব্রোঞ্জ কালার ট্রফি বিভিন্ন ক্যাটাগরির ১১টি প্যাভিলিয়ন ও স্টলকে প্রদান করা হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে ৪টি প্রতিষ্ঠানকে, বেস্ট ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ৩টি প্রতিষ্ঠানকে, বেস্ট ফার্ণিচার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ৪টি প্রতিষ্ঠানকে এবং ইনোভেটিভ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ২টি প্রতিষ্ঠানকে ট্রফি প্রদান করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। যা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এছাড়া দর্শনার্থীদের বিনোদন, ক্রয়-বিক্রয় ও বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশিন সেন্টারের নান্দনিক স্থাপত্যশৈলীর আকর্ষণ ডিঅইটিএফকে একটি জাতীয় অনুষ্ঠান হিসেবে প্রসিদ্ধ করেছে।
প্রিমিয়ার প্যাভিলিয়ন-এ ক্যাটাগরিতে আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড প্রথম, ডায়মন্ড ওয়ার্ড ও তানভীর ফুড (এমজেআই) দ্বিতীয় এবং সেভয় আইসক্রিম ফ্যাক্টরী লিমিটেড তৃতীয় স্থান অর্জন করে।
রিপোর্ট
দৈনিক নতুন বাজার ৭১.কম
প্রধান সহকারী সম্পাদক
|