বাণিজ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কাউনিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে নিহত-১
25, April, 2023, 11:53:22:AM
সারওয়ার আলম মুকুল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
কাউনিয়ায় আওয়ামী লীগের দু-গ্রæপের সংর্ষষে সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তের লাঠির আঘাতে সোনা মিয়া (৫০) নামের এক ব্যক্তির ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে সোমবার দুপুরে উপজেলার ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির আগমন উপলক্ষে শ্লোগান দেয়া কে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রæপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রæপের নেতা কর্মীরা। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনার জের ধরে পুনরায় সন্ধা সাড়ে ৭টা দিকে উভয় পক্ষের মধ্যে খানসামা হাট ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠের রাস্তায় ইব্রহীমের দোকানের সামনে উভয় গ্রæপের সংঘর্ষ বেধে যায় এতে দুর্বৃত্তের লাঠির আঘাতে হারাগাছ নাজিরদহ নয়াটারী গ্রেিমর আব্দুল খালেকের পুত্র ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য সোনা মিয়া (৫৫) ঘটনা স্থলেই মারা যায়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান ও সুলতানা রাজিয়া ঘটনা স্থল পরিদর্শন করেন। এর পর রাতে পুলিশ সুপার রংপুর ফেরদৌস আলী চৌধুরী ঘটনা স্থল পরিদর্শন করার পর লাশ পুলিশের হেফাজতে নেয়। তিনি জানান সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষি ব্যাক্তিকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে। হারাগাছ খানসামা হাট ইমামগঞ্জ স্কুল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।