অন্যদিকে রাজধানীর সেগুনবাগিচায় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়। এ সময় লাঠিসোঁটা হাতে নিয়ে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল (৩২) নিহত হয়েছেন। তবে তার তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।