গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন। তবে উপজেলার ইসলাম ব্রাদার্স কমিউনিটি সেন্টারে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান না করে পরে উপাজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছেন দলের নেতাকর্মীরা।
রবিবার(৭ মে) বিকাল ৫টায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ঢাকাদক্ষিণস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছাল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম লাগামছাড়া। কিন্তু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই। মানুষের কথা বলতে রাস্তায় নামলে পুলিশ বাধা দিচ্ছে। মানুষের ভাত ও কাপড় নিশ্চিত করতে হলে এই সরকারকে হটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, গোলাম কিবরিয়া, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা বদরুল আলম, পৌর বিএনপি`র সহসভাপতি ও সাবেক আহবায়ক হাসান ইমাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল মাস্টার সেলিম আহমদ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান আহমদ, আবুল কালাম খোকন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান,বাঘা ইউনিয়ন বিএনপি`র সভাপতি কলিম উদ্দিন, আমুড়া ইউনিয়ন বিএনপি`র সভাপতির মাহবুবুর রহমান লুলু, সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার কুটি, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাভাপতি লুকুজ আহমদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপি`র সভাপতি শামীম আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল আহমদ, উপজেলা বিএনপি নেতা সেনাম আহমদ, সুলেমান আহমদ, আব্দুল কালাম, হাসির আলী, মুজিবুর রহমান, বাবুর আলী, ফেরদৌস আলম, ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: কয়েছ আহমদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক কামাল আহমদ, জুবেল আহমদ, সদস্য জিয়া উদ্দিন, আঃ আহাদ, রাজন আহমদ, মহসিন আহমদ, সালাহ উদ্দিন, ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, সদস্য সচিব সাহান আহমদ, যুগ্ন আহবায়ক জাকারিয়া শাহজান, ছাত্রদল নেতা আশফাক আহমদ, আশফাক আহমদ, নাহিদ আহমদ, শাকিব আহমদ, মুন্না আহমদ, রুমেল আহমদ, হুসাম উদ্দিন, জাহিদ হাসান, মান্না ফাহিম আহমদ প্রমুখ।
এ বিষয়ে বিএনপির কয়েকজন নেতা বলেন, বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগ দিতে ইসলাম ব্রাদার্স কমিউনিটি সেন্টারের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হন। এসময় পুলিশ এস তাঁদের বাধা দিলে দলের নেতাদের সঙ্গে পুলিশের বাগ্বিতন্ডা হয়। পরে আমরা উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানটি করি।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে পুলিশ কোন বাঁধা দেয় নি।
|