ঢাকা: সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন বেড়েছে দুই বাজারে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫১৫ কোটি টাকার শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার। ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৫ কোটি টাকার শেয়ার। যা গতকালের তুলনায় ৮৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৬টি কো¤পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫০ পয়েন্টে। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কো¤পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, আইটিসি, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো¤পানি, এমারেল্ড অয়েল, সিভিও পেট্রোকেমিক্যাল এবং কাশেম ড্রাইসেলস। একইসঙ্গে আজ সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কো¤পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।