বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন হুমকি পেয়ে আইনের দ্বারস্থ হয়েছেন তারা। এ ঘটনায় সান্তাক্রুজ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হুমকিতে কী বলা হয়েছে, সেটি জানা যায়নি।
সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন ভিকি-ক্যাটরিনা। সেখান থেকেই ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের মাতিয়ে রাখেন তারা। ভারতে ফিরেই এমন হুমকির সম্মুখীন তারকা দম্পতি।
প্রসঙ্গত, সম্প্রতি বলিউডের ভাইজান সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দেওয়া হয়। যে কারণে সালমান ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়।