ইমরান আলী ,(পঞ্চগড়) প্রতিনিধি দেবীগঞ্জ উপজেলায় কালিগঞ্জ বাজারে বুধবার দুপুরে হান্নান মার্কেট থেকে চিত্ত রঞ্জন রায় (৩০) নামে এক জাল নোট প্রস্তুুত কারীকে আটক করে র্যাব-১৩। এ সময় তার কাছে ২ লক্ষ ২০ হাজার টাকার জাল নোট জব্দ করে ও জাল টাকা তৈরীর ব্যবহারিত কম্পিউটার, মনিটর, প্রিন্টার সহ যাবতীয় সরজাম উদ্ধার করেছে র্যাব।
আটক চিত্ত রঞ্জন রায় সুন্দরদির্ঘী ইউনিয়নের কোজপাড়া গ্রামের বিশ্বনাথ রায়ের ছেলে। র্যাবের সূত্রে জানা যায়, সে দন্ডপাল ইউনিয়নে কালিগঞ্জ বাজারে ষ্টুডিও ও ছাপাখানা ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে জাল নোট তৈরীর ব্যবসা করছিল। তার দোকানের নাম চিত্ত ডিজিটাল ষ্টুডিও এন্ড ছাপাখানা।
নীলফামারী ক্যাম্প কমান্ডার মেজর খুরশিত আনোয়ার (র্যাব-১৩) ঘটনাটি নিশ্চিত করেন এবং তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে এএসপি মাহামুদুল হাসানের নেতৃত্বে চিত্ত রঞ্জনকে আটক করেন।