না ফেরার দেশে চলে গেলেন প্রথম মহাকাশ অবতরণকারী ইউরি গ্যাগারিনের স্ত্রী ভেলেন্তিনা গ্যাগারিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। রাশিয়ান স্পেস এজেন্সি স্থানীয় সময় মঙ্গলবার ভেলেন্তিনা গ্যাগারিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
রুশ সিটি মিশন কন্ট্রোল সেন্টারের দেওয়া তথ্য মতে, গেলো মাসে স্ট্রোকের শিকার হয়েছিলেন ভেলেন্তিনা গ্যাগারিন। এরপর তার শরীরে একটি অস্ত্রপ্রচার করা হয়। এ থেকেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেলেন্তিনার মৃত্যুর সঠিক কোন কারণ জানায়নি রুশ স্পেস এজেন্সি। তার এই মৃত্যুতে স্বজনদের সান্ত্বনা জানিয়েছে রাশিয়ান স্পেস এজেন্সি। ১৯৫৭ সালে ইউরি গ্যাগারিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভেলেন্তিনা গ্যাগারিন। ১৯৬৮ সালে ইউরি গ্যাগারিনের মৃত্যুর সময় স্টার সিটি মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্রে জৈব রাসায়নিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন ভেলেন্তিনা। গ্যালিনা গ্যাগারিন ও ইলেনা ইউরিভেনা গ্যাগারিন নামের দুই কন্যা সন্তান রয়েছে এই দম্পতির।