//সেলিম মিয়া
বাংলায়, ৮ই ফাল্গুন, ১৩৫৮। বাঙালি জাতির, অতি চেনা, একটি দিন। শহর, উপশহর, গ্রাম-গঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, শহীদ মিনারে, ফুলে-ফুলে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার আয়োজন।
কারো মুখে শুনিনা, ঐতিহাসিক ফাগুন, অমর ফাল্গুন, হৃদয়ের ফাল্গুন ৮ই ফাল্গুন। কেউ, কেউতো জানেন, কিন্তু বলেন না।
অথচ; ইংরেজিতে ঘটা করে শুনতে পাই, মহান একুশে ফেব্রুয়ারি, অমর একুশে ফেব্রুয়ারি; কত কত মধুর সুরে, গানে-গানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি। এতে আমার দুঃখ হয়, কষ্ট হয়; যন্ত্রনায় আমার ব্যথিত হৃদয়, ক্ষত বিক্ষত হয়।
বাঙালির প্রতিবাদ, প্রাণের স্পন্দনে, ভালবাসার মুগ্ধতায়, তাজা রক্ত ঢেলেছেন, ছেলে হারা মায়ের আর্তনাদে অর্জিত, অমর ৮ই ফাল্গুন, বিশ্ব ভাষা দিবস।
মুজিব বর্ষ থেকে আমরা বলব এবং লিখব, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস অমর ৮ইফাল্গুন। পরে বলব, লিখব, International Mather language day. Immortal 21 February.
যারা দিয়ে গেছেন প্রাণ, রেখে গেছেন মান; তাদের আত্মায় শান্তি পাবেন, মর্যাদায় বৃদ্ধি হবে, মায়ের মান, টিকবে মাতৃ ভাষার জান। অর্ধ বাংলা, অর্ধ ইংরেজি, কেন করবনা বর্জন?
|