সরকারকে সাড়ে ১৪ লাখ মে.টন খাদ্যশস্য সংগ্রহ করতে হবে
18, February, 2021, 12:13:10:AM
চলতি অর্থবছর সরকারকে খাদ্য চাহিদা পূরণ করতে হলে আরও সাড়ে ১৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করতে হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৬ষ্ঠ সভায় এ বিষয়টি অর্থমন্ত্রীকে অবহিত করা হয়েছে।খাদ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা খাদ্য অধিদপ্তরের জন্য ২০২০-২১ অর্থ বছরে খাদ্য শস্যের সংশোধিত চাহিদা ধরা হয়েছে ২৪ লাখ ৫৫ হাজার ৭ মেট্রিক টন। তার মধ্যে চাল ১৮ লাখ ৬৪ হাজার ৮শ’ ২৯ মেট্রিক টন এবং গম ৫ লাখ ৯০ হাজার ১শ’৭৮ মেট্রিক টন।
গত ফেব্রুয়ারি ১ তারিখ পর্যন্ত চালের মজুত ছিল ৫ লাখ ১৯ হাজার ৬১ মে.টন এবং গমের মজুত ছিল ১ লাখ ৪৬ হাজার ৭শ’৭২ মে.টন। লক্ষ্যমাত্রা অনুযায়ি চলতি অর্থ বছরে আনুমানিক আরও ১৪ লাখ ৪৯ হাজার ৫শ’ ২৯ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করতে হবে।
এছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগের অধীনে এলজিইডির মাধ্যমে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) পৌরসভার জন্য ২৫টি হুইল এক্সক্যাভেটর কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়।