পঞ্চগড়ে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা, চলছে অভিযান
9, March, 2022, 10:39:30:PM
বুধবার (৯ মার্চ) দিনব্যাপী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন মুদি দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করেন পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে পঞ্চগড় বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এসময় সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মূছে ফেলে বেশি দামে তেল বিক্রির অপরাধে খালেক স্টোরকে ৩ হাজার ও মের্সাস মাসুম স্টোর ১০ হাজার, ক্রয় রশিদ না রাখায় এবং বেশি দামে তেল বিক্রি দায়ে মেসার্স আল আমিন স্টোরকে ২ হাজার এবং বোতলের তেল খুলে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রির দায়ে মেসার্স মুজুমদার স্টোর ১০ হাজার সহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, পঞ্চগড় বাজারে নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সয়াবিন তেল বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ আবারো করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।