দেশের বেশিরভাগ বড় বড় ব্যবসায়ী বিএনপির সঙ্গে সম্পৃক্ত দাবি করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, মির্জা ফখরুলের সঙ্গে অনেকেই যুক্ত। মির্জা ফখরুলে যে চক্রান্ত, তাতে তাদের সঙ্গে হাত মিলিয়ে পণ্য মজুদ করে মূল্য বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মাহমুদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিচ্ছে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাগুলো বলেছেন, শুধু মির্জা ফখরুল নয় রিজভী সাহেবও অনেক কথা বলেছেন। আমাকে ব্যক্তিগত আক্রমণ করেও কথা বলেছেন।
তিনি বলেন, আমি কিন্তু গ্রামের এমপি। আমি ২০-২২ বছর ধরে প্রতি সপ্তাহে নির্বাচনি এলাকায় যাই। রিজভী সাহেব তো নয়াপল্টন কার্যালয়ে বসে থাকেন। ওখানেই খান, ঘুমান। সে কারণেই তিনি দেশের অবস্থা জানেন না।
তথ্যমন্ত্রী আরও বলেন, গত ১২ বছরে বাংলাদেশ বদলে গেছে, কিন্তু এই উন্নয়ন অগ্রগতি যাদের পছন্দ হয় না। সেই বিএনপি এবং তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে ও দেশের বাইরে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, যেহেতু খালেদা ও তারেক নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাই তাদের নির্বাচন নিয়ে আগ্রহ নেই। সে জন্য দলকে নির্বাচনমুখী করতে চায় না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী নির্বাচনে তাদের পরাজয় হবে সেটিও তারা নিশ্চিত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।