নিজস্ব প্রতিবেদক :- ময়মনসিংহের ভালুকা উপজেলা ১ নং উথুরা ইউনিয়নে উথুরা গ্রামে কলা গাছ দিয়ে তৈরি শহীদ মিনার করে ছোট ছেলেরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টি উপলক্ষে ছোট ছেলেরা কবিতা আবৃতি, দোয়া ও খাবারের আয়োজন করেন, এ সময় তাদেরকে উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান আজহারুল ইসলাম (ফাহিম) তিনি জানান ভাষা শহীদের আত্ন ত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃ ভাষা। এই মায়ের মুখের ভাষার জন্য শহীদ হলো, সালাম,বরকত,রফিক, জব্বার, আরও নাম না জানা অনেকেই। ও দৈনিক নতুন বাজার ৭১ডট. কম এর বার্তা সম্পাদক, সাপ্তাহিক চরকা পত্রিকার ভালুকা প্রতিনিধি মোঃ আবু ইউসুফ আলী মন্ডল, অনুষ্ঠান আয়োজনে যারা ছিলেন মোহাম্মদ সানি, মোহাম্মদ শিপন, মোঃ সাগর, মোঃ রাকিব, সেমল, মোঃ তাসফিক, মোঃ সাইম , নাজিম,আলিফ, এস,এম ফারজাহান (রিয়ান),রোপন,উদয়,হাসিব,জাহাঙ্গীর, রিংকু, সেলিম প্রমুখ।