বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য স্বৈরাচারী সরকার দায়ি বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, দুই বছর আগে বেগম খালেদা জিয়া সুস্থ মানুষ হেঁটে কারাগারে গিয়েছেন, হেঁটে গাড়িতে উঠেছেন, সেই মানুষ এখন নিজে দাঁড়াতে পারেন না, নিজের শক্তিতে হাঁটতে পারেন না। তার এ অবস্থার জন্য স্বৈরাচারী সরকার দায়ী।
দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার (২ মার্চ) বিকেলে শেরপুরে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মানুষের হাহাকার উল্লেখ করে তিনি বলেন, এই সরকার ভোটের আগে বলেছিল ১০টাকা কেজি দরে মানুষ চাল পাবে, কিন্তু আজ চাল কিনতে গিয়ে দেখেন ৬০টাকার নিচে চাল নেই। ৫৫টাকার নিচে পেঁয়াজ নেই, আর সয়াবিন তেলতো আকাশ চুম্বি ২০০টাকা লিটারে বিক্রি হচ্ছে। সুতরাং এই সরকার প্রতরণার মাধ্যমে টিকে আছে। প্রধানমন্ত্রী বলে রান্নায় পেঁয়াজের দরকার নাই, এইসব মসকরা জনগণের সাথে করবেন না। হুশিয়ার করে দেই এই মসকরা করে দীর্ঘ ২১বছর ক্ষমতার বাইরে ছিলেন।
মন্ত্রীদের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, দেশে এখন নাকি কোন ভিক্ষুক নাই, অভাব দূর হয়ে গেছে, উনারা কি রাস্তা দিয়ে হাঁটেন না, নাকি হেলিকপ্টার দিয়ে উড়ে বেড়ান; মাটিতে নামায়া আনবো, খুব বেশিদিন নাই।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় সহ: সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীসহ অনেকেই।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জনগণের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। তাই এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি।