জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে এক হাজার ৪৩৯ জনকে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। পদের নাম: অফিসার (ক্যাশ)।
পদ সংখ্যা
সোনালী ব্যাংক লিমিটেডে ৮৬৪ জন
জনতা ব্যাংক লিমিটেডে ১০৫ জন
আগ্রণী ব্যাংক লিমিটেডে ৪০০ জন
রূপালী ব্যাংক লিমিটেডে ৮৫ জন
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ০৩ জন।
যোগ্যতা
যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।