বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (ভিডিপি) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১টি পদে ৩৫০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ৯ আগস্ট থেকে। আর আবেদন করা যাবে ২৬ আগস্ট পর্যন্ত।
আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৬ আগস্টে ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা (http://ansarvdp.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ২৬ আগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন আবেদনপত্র।
এদিকে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে বলা হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার (৫ম গ্রেড) এর ৮টি শূন্য পদে (২০১৯ সাল ভিত্তিক) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
ওই বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
কাগজপত্র সরাসরি জমাদানে আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয় দ্বিতীয় ভবন সংলগ্ন ভবনের নিচ তলার এনক্লোজারে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক রক্ষিত বক্সে জমা দিতে হবে।
নির্ধারিত তারিখের মধ্যে চাহিদা অনুযায়ী কাগজপত্র জমাদানে ব্যর্থ আবেদনকারীদের আবেদন বাতিল মর্মে বিবেচিত হবে বলেও বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।