রূপগঞ্জে পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
10, April, 2024, 5:42:33:PM
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯এপ্রিল) সকালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন
রূপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার ইসরাত জাহান ভূঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম,আলাউদ্দিন প্রধান, আব্দুল হালিম মাস্টার, অনির্বান স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল, ও মোস্তফা মিয়া।
সভায় বক্তব্য রাখেন দায়িত্ব প্রাপ্ত সভাপতি পারভেজ ফকির,
শিমুলিয়া শাখা,শরীফ মালুম,আব্দুর রাজ্জাক সদস্য নিগর সুলতানা সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান প্রচার সম্পাদক, নুরুল হক প্রধান তরুণ, দপ্তর সম্পাদক, সভাপতি মশিউর রহমান রনি প্রমুখ।
পরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।