সিরাজগঞ্জ উল্লাপাড়ায় যুবলীগ থেকে পোল্টি মেরে এবার কৃষক দলের সভাপতি পদ ভাগিয়ে নিলেন ইসরাফিল
29, December, 2024, 5:57:7:PM
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমানঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এখন ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইসরাফিল নামে এক ব্যক্তি। ৫ আগস্টের পুর্বে ইসরাফিল তিনি উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিগত সময়ে সে লাহিড়ী মোহনপুর ইউনিয়ন যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে আওয়ামী লীগের সময়ে বালুর ব্যবসা করে বিপুল অর্থের মালিক হয়েছেন। ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত এমপি প্রার্থী শফিকুল ইসলাম শফির নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের কাছে লিফলেট বিতরণের বিভিন্ন ছবিতে ইসরাফিলকে দেখা যায়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর হঠাৎ করে ইসরাফিল ওয়ার্ড যুবলীগ থেকে কৃষক দলের সভাপতির পদ পেয়েছেন। এতে স্থানীয় বিএনপি`র নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। প্রশ্ন উঠেছে অবৈধ অর্থের বিনিময়ে তিনি যুবলীগ থেকে সরাসরি কৃষকদলের সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। এবিষয়ে অভিযোগ উঠলে জেলা কৃষক দল একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জানাযায়, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন কৃষক দলের ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রজব আলী। এরপর থেকে পুরো উল্লাপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মাঝে।
এ বিষয়ে সাবেক যুবলীগ নেতা ও বর্তমান কৃষকদলের সভাপতি ইসরাফিল হোসেনকে মুঠোফোনে প্রশ্ন করলে তার ফোনটি বন্ধ করা যায় ।
ইউনিয়ন বিএনপি`র সভাপতি মনিরুজ্জামান মনি বলেন ইসরাফিল যুবলীগ করে কিভাবে ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদ পেয়েছেন তা তিনি জানেন না।
এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ইসরাফিল যুবলীগ করেছে এটা আমাদের জানা নেই।
উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জেলা কমিটি একটি তদন্ত
কমিটি গঠন করেছে।তদন্ত শেষে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন ঠান্ডু বলেন, এবিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।