জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও উপজেলা পরিষদের সামনে সামনে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা এতে অংশ নেন। মধুপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সকল উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সকল স্তরে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে। এই দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাজ্জাদুর রহমান, মৎস্যকর্মকর্তা মো. আতিয়ার রহমান,, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, , প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শহীদুজ্জামান, প্রমুখ।এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।