তানোরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে খালেদা জিয়ার উপদেষ্টা শরিফ উদ্দিনের মতবিনিময়
19, December, 2024, 8:40:46:PM
আশরাফুল আলম তানোর রাজশাহী থেকেঃ রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার গুনগত মান উন্নয়নের বিষয় নিয়ে শিক্ষদের সাথে মতবিনিময় করেন। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি আইয়ুব আলী। সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখারুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল খাঁন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, তানোর উপজেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক হজরত আলী মাষ্টার। তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি মজিবর রহমান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরজ কবির, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা ও ইয়াসিন আলী, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাবেক সভাপতি জিল্লুর রহমান। বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর পৌর সভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, তানোর উপজেলা কৃষকদল সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক আব্দুল মালেক, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল আব্দুল মান্নান ও আবু সাইদ বাবু, তানোর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান আহাম্মেদ, তানোর পৌর যুবদল সাবেক সভাপতি এমদাদুল হক। গোদাগাড়ী পৌর যুবদল সভাপতি ও সাবেক কাউন্সিলর বিপ্লব, তানোর পৌর সেচ্ছা সেবক দল নেতা ওবায়দুর রহমান, তানোর পৌর সেচ্ছাসেবক দল নেতা মাহাবুর রহমান, শরিওতুল্লাহ, রবিউল ইসলাম প্রমুখ। এসময় তানোর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।