গাইবান্ধার পলাশবাড়ীতে একজন পানচাষীর সাফল্যে তিনি বড়ই আনন্দিত
27, December, 2024, 8:10:22:PM
গাইবান্ধা
গাইবান্ধা জেলার পলাশবাড়ীত একজন পানচাষী সফলতা অর্জনে বড়ই আনন্দিত হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, যে গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার কালুগাড়ী গ্রামের একজন সফল পানচাষী হায়দার আলী বিগত ১৮ বছর যাবৎ ১ বিঘা জমিতে পান চাষ করে ব্যাপক সফলতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে তিনি অন্য অন্য রবি শস্যের চেয়ে পান চাষে অধিক লাভজনক মনে করেন। এব্যাপারে পলাশবাড়ী পৌর এলাকার কালুগাড়ী গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল শেখের ছেলে হায়দার আলীর সাথে আলাপকালে তিনি জানান, সরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা ছাড়াই তিনি নিজব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে প্রায় ১৮ বছর যাবৎ ১ বিঘা জমিতে পান চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তার এই উদ্যোগকে পুজি করে ঐ এলাকার প্রায় শতাধিক কৃষক পান চাষ করা শুরু করেছেন। তিনি এই ফসলকে একটি লাভজনক ফসল হিসেবে বেছে নিযে বিগত দেড় যুগে তার ভাগ্যের দুয়ার খুলেছেন। তিনি আরো জানান বছরে তার ১ বিঘা জমি হতে প্রায় ১০ লক্ষাধিক টাকার পান বিক্রি করে বর্তমানে স্বাবলম্বী হয়েছেন। দুঃখজনক হলেও সত্য তার এই সফলতার খবর ছড়িয়ে পড়লে কৃষি বিভাগ থেকে কেউ কোনদিন দেখতে আসেননি বা সাহায্য সহযোগিতা করেননি। হায়দার আলী আক্ষেপ করে বলেন সরকারি সাহায্য সহযোগিতা পেলে তার মতো অনেক পানচাষী উদ্বুদ্ধ হয়ে দেশের কৃষি খাতে অর্থনৈতিক সমস্যার সমাধানে এগিয়ে আসতো। তারমতে অল্প জমি চাষ করেই অনেক কৃষক সফলতার মুখ দেখতো। তাই তিনি এ ব্যাপারে কৃষি বিভাগকে এগিয়ে এসে লাভজনক ফসল হিসবে এই পান চাষীদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছন।