পাখি শিকারর দিয় তথ্য দিলই শীতবস্ত্র উপহার ১১ টি শালিক অবমুক্ত, ফঁাদ জব্দ পাখি রক্ষায় লিফলট বিতরণ
28, December, 2024, 7:34:31:PM
নাটার প্রতিনিধি চলনবিল পাখি শিকার রাধ ও সচতনতা সষ্টির লক্ষ ব্যতিক্রম উদ্যাগ নিয়ছে পরিবশবাদী সংগঠন চলনবিল জীববচিত্র্য রক্ষা কমিটি। শিকারর তথ্য দিলই উপহার হিসাবে দেয়া হচ্ছে শীতবস্ত্র। শনিবার গাপন তথ্যর ভিত্তিত সিংড়ার চলনবিলর কমরপুর, কাদিরগাছা ও ইদ্রাসুন বিল অভিযান চালানা হয়। শিকারির ফঁাদ থক ১১ টি শালিক পাখি উদ্ধার কর মুক্ত আকাশ অবমুক্ত ও বিলর তিনটি পয়েন্ট থেকে প্রায় পঁাচ হাজার মিটার কারেট জালরে ফঁাদ উদ্ধার করে পুড়িয় দেয়া হয়। পাখি শিকার রোধ ও বিল পাড়ের মানুষের মাঝে সচেতনতা তরিত লিফলট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে শিকারির তথ্য দাতাদের মাঝে উপহার হিসেবে পঁাচটি শীতবস্ত্র বিতরণ করেন পরিবেশ কর্মীরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা, দপ্তর সম্পাদক অনিক আহমদ, সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান, জলবায়ু বিষয়ক সম্পাদক আরিফ হাসন প্রমূখ। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় শীতের পাখির কল কাকলিত মুখরিত চলনবিল। এই সুযোগে কিছু অসাধু শিকারি গোপনে ফাঁদ পেতে পাখি শিকার করে থাকে। বিল পাড়ের মানুষদের সচতন করছেন। পেশাদার শিকারিদের প্রশাসনের মাধ্যমে জেলা-জরিমানার আওতায় আনছেন। বিলের পাখি ও বন্যপ্রাণি রক্ষায় শীত মৌসুম জুড়ে তথ্য দাতাদের শীতবস্ত্র উপহার দেয়া হবে।