প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠছে সিরাজগঞ্জ সহ উল্লাপাড়া আশেপাশের লোকজন।একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়া কিংবা শীত কোন স্থানে। গরমের কারণে বাড়ছে জ্বর ঠান্ডা ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব।
গত কয়েকদিন ধরে উত্তরের আকাশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন আগুন সূর্য। কি রাত কি দিন তাপমাত্রার যেন কোন পরিবর্তন নেই। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শ্রমজীবী মানুষজন একটু প্রশান্তির আশায় খুঁজে বেড়ায় গাছের ছায়া বা কোনো ছায়া যুক্ত তথ্য স্থানে।
গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে ব্যবসা গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের ভর্তি করা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া বিভিন্ন হাসপাতালে। হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর, ঠান্ডা, ডায়রিয়া, ও শ্বাসকষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগ ভর্তি হয়েছে। আর তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থান থাকার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আবহাওয়া অফিস জানিয়েছে এ বছর সিরাজগঞ্জে সর্বোচ্চ ৪১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপপ্রবাহ আরো দু-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে।