নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জিল্লুর রহমান নামের এক ভাড়াটিয়া পরিবারের উপরে চুরির অভিযোগ এনে বাড়িয়ালা ও তার
লোকজন হামলা চালিয়ে নারীসহ দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার
গোলাকান্দাইল নতুনবাজার এলাকায় শাহাবুদ্দিন স্কুল সংলগ্ন আজিম উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে। জখমকৃত নারী ভাড়াটিয়া জাহেরা বেগমসহ জিল্লুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘ ৬ বছর যাবত জিল্লুর ও স্ত্রী জাহেরা এই মতির বাড়িতে বসবাস করে আসছে। গত মঙ্গলবার ভাড়াটিয়া জিল্লুরের ছেলে তানভীরকে (১৩) একটি সেলাই রেঞ্জ চুরির মিথ্যা অপবাদ দেয় বাড়িওয়ালা আজিম উদ্দিনের ছেলে মতি ও তার পরিবার ।এসময় জিল্লুর প্রতিবাদ করায় আজিম উদ্দিন ও তার ছেলে মতি সহ তার লোকজন বেধড়কভাবে পিটিয়ে জিল্লুরকে গুরুতর আহত করে। এ সময় জিল্লুরের স্ত্রী জাহেরা বেগম বাধা দিতে এলে মতি
তাকেও শ্লীলতাহানী করে এবং রামদা দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়। এসময় মতি ও তার লোকজন ঘরে থাকা এক লক্ষ বিশ হাজার টাকা ৫৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে যায়।
গুরুতর যখম হওয়া জাহেরার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাহেরাকে উদ্ধার করে এবং রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তার চিকিৎসা শেষে জাহেরার স্বামী জিল্লুর চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই সুজন বিশ্বাস তদন্তের শেষে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা দায়ের হলে ব্যবস্থা নেয়া হবে।