প্রধান: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরীকে আটক করে পুলিশ। আইনুল হক চিলাপাড়া গ্রামের মৃত ফজলে হোসেন চৌধুরীর ছেলে এবং জয়পুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, গতকাল সোমবার তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।