কাউনিয়ায় কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
26, October, 2024, 11:14:57:PM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কালবেলা সাফল্যের দ্বিতীয় বর্ষ পূর্তিতে কাউনিয়ায় শনিবার দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয় প্রতিষ্ঠাবার্ষিকী সাব্দী দারুল ফোরকান হাফেজিয়া মাদ্রাসা হলরুমে পালিত হয়। সাব্দী দারুল দোয়া মাহফিল ও আলোচনা সভা মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা শাখার যুগ্ন আহবায়ক জামিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কালবেলা কাউনিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিম। বক্তব্য রাখেন বিজয় ফুড প্রডাক্টস এর পরিচালক মজিদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, জহির রায়হান, আশরাফুল হাবিব তুষার, আসাদুজ্জামান আসাদ, আমজাদ হোসেন, মোশাররফ হোসেন প্রমূখ। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দোয়া করা হয়।