নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের জয়বাংলা চত্বরে গতকাল ১৮ নভেম্বর শুক্রবার দিনব্যাপী হেমন্ত উৎসব উদযাপন করা হয়েছে। ঢাকার ষড়ঋতু উদ্যাপন পরিষদ ব্যতীক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃতি, নৃত্য, দলীয় সংগীত, চিত্রাংকন, গ্রামীণ খেলা, হেমন্তের গান ও পুরস্কার বিতরণ। সকালে মিষ্টি রোদে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। পরে খড়ের আটিতে আগুন জ¦ালিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষড়ঋতু উদযাপন পরিষদের আহ্বায়ক তুষার আব্দুল্লাহ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ
ছালাউদ্দিন ভুঁইয়া, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, ষড়ঋতু উদযাপন পরিষদের সদস্য কাকলী প্রধান, আব্দুর রহমান, মাহমুদ সাকিব, মঞ্জুর মোরশেদ প্রমুখ।