মীর জেসান হোসেন তৃপ্তী :
স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগরীতে হিম হিম ঠাণ্ডা বাতাস আর ঘন
কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা অসহায় দুস্থ নিম্ম আয়ের
মানুষকে বেশি কাবু করছে । শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা
দিতে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছেন বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন
হাউজিং লিঃ নামের একটি সংগঠন। ঢাকা মহানগরীর মিরপুর মিল্লাত ক্যাম্পের
পার্শ্বে অসহায়-দুঃস্থ ভূমিহীন শীতার্থ মানুষের মাঝে কম্বোল বিতারন এবং
শিশুদের মাঝে বই বিতান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ গৃহহীন ও
ভূমিহীন হাউজিং লিঃ এর নিজস্ব অর্থায়নে এসব কম্বল ও বই বিতরণ করা হয়।
হাজী মোঃ ইনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য
রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের চেয়ারম্যান আওরঙ্গজেব কামাল।
তিনি এ সময় বলেন, অসহায় ও দুস্থ মানুষের শীত নিবারণের জন্য বাংলাদেশ
গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা গৃহহীন ও
ভূমিহীন অসহায় মানুষের পাশে থেকে কাজ করছি। আমার বিশ্বাস বাংলাদেশ গৃহহীন
ও ভূমিহীন হাউজিং লিঃ সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবে।
সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজাহার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক
রাশেদা হামিদ অনি,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাভার উপজেলার সাধারন
সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস,ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম,ইঞ্জিনিয়ার
মোঃ বাদশা মিয়া, এ সময় আরো উপস্থিত ছিলেন মোহম্মাদ আলী,মাহমুদা
বেগম,জহুরা বেগম,মোঃ নুরুল ইসলাম,মোঃ মঈন খান,মোঃ ইমরান আলী,মোঃ হুমায়ুন
,মোঃ কবির হোসেন,মোঃ মরিয়াম বেগম,কহিনুর বেগম,শিল্পী বেগম,লাইলী
বেগম,মিসেস গোলাপী প্রমুখ।