নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের হারিন্দা, শুরিয়াবো, জাঙ্গীর, কুদুরমার্কেট, দারগাবাড়ীরটেকসহ আশপাশের এলাকার প্রান্তিক মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার অর্থায়নে এ সকল ঈদসামগ্রী বিতরণ করা হয়। হারিন্দা মাদ্রাসার মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী, আলম হোসেন, ডা: বাচ্চু মিয়া, দুলাল মিয়া, নুরুল ইসলাম নুরু, জাহিদুল ইসলাম জাহিদ, সমাজসেবক আমীর, যুবলীগ নেতা জমির আলী প্রমুখ।
পরে প্রান্তিক মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।